ETV Bharat / state

Workers Agitation: অতিরিক্ত সময় কাজ, মিলছে না মজুরি; মালদায় শ্রমিক বিক্ষোভ - শ্রমিকদের বিক্ষোভ

আটের বদলে কাজ করানো হচ্ছে 12 ঘণ্টা ৷ মিলছে না মজুরি ৷ শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত পুরাতন মালদা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 24, 2023, 8:03 PM IST

Updated : Jul 24, 2023, 8:10 PM IST

মালদায় শ্রমিক বিক্ষোভ

মালদা, 24 জুলাই: শ্রমিক বিক্ষোভে সোমবার উত্তাপ ছড়াল পুরাতন মালদায় ৷ শ্রমিকদের অভিযোগ, নির্দিষ্ট আট ঘণ্টার বদলে তাঁদের দিয়ে 12 ঘণ্টা কাজ করানো হচ্ছে ৷ অথচ অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না ৷ এর প্রতিবাদে আজ, সোমবার তাঁরা কাজ বন্ধ রেখে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা শ্রমিকদের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন ৷ পরে দুই পক্ষের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে কাজে যোগ দেন বিক্ষোভরত শ্রমিকরা ৷

পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোডে গুজরাত অম্বুজা এক্সপোর্ট লিমিটেডের ফ্যাক্টরি রয়েছে ৷ এই কারখানায় শিশুখাদ্যের উপকরণ তৈরি হয় ৷ আজ সেখানেই কর্মবিরতি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কারখানার 50 জনেরও বেশি অস্থায়ী শ্রমিক ৷ জানা গিয়েছে, এই অস্থায়ী শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের হারে মাসে 10 হাজার 500 টাকা মজুরি পান ৷ বিক্ষোভকারী এক শ্রমিক অমিত বিশ্বাস বলেন, "আমরা তিন বছরের বেশি সময় ধরে এই কারখানায় কাজ করছি ৷ যখন আমাদের নিয়োগ করা হয়েছিল, তখন মালিকপক্ষ থেকে শুরু করে ঠিকাদার কর্তৃপক্ষও জানিয়েছিল, প্রথম দুই থেকে তিন মাস আমাদের দিনে 12 ঘণ্টা করে কাজ করতে হবে ৷ যখন সবার আট ঘণ্টা ডিউটি করা হবে, তখন আমাদেরও সেই সুবিধে দেওয়া হবে ৷"

আরও পড়ুন: ডিপিএলে আসার আগেই উধাও 3 গাড়ি কয়লা, শুরু রাজনৈতিক তরজা

তিনি আরও বলেন, "ইতিমধ্যে কারখানার সবার আট ঘণ্টা ডিউটি নির্ধারিত হয়ে গিয়েছে ৷ কিন্তু আমাদের এখনও 12 ঘণ্টা করেই কাজ করতে হচ্ছে ৷ ঠিকাদার কর্তৃপক্ষ এভাবেই আমাদের শোষণ করে যাচ্ছে ৷ আমাদের দাবি, দিনে আট ঘণ্টা করে কাজ করাতে হবে ৷ একইসঙ্গে আমাদের ন্যায্য মজুরি দিতে হবে ৷" এপ্রসঙ্গে সংস্থার এক পদাধিকারী রঞ্জন নিয়োগী বলেন, "আমরা শ্রমিক নিয়োগ করিনি ৷ আমাদের সঙ্গে শ্রমিকদের কোনও কথাও হয়নি ৷ পুরো দেশে আমাদের প্যাকিং সেকশন ঠিকাদার সংস্থার মাধ্যমেই চলে ৷"

তাঁর কথায়, "এখানেও আমরা এই কাজের বরাত একটি ঠিকাদার সংস্থাকে দিয়েছি ৷ তারা কীভাবে কাজ করছে, সেটা তাদের বিষয় ৷ তবে আমরা শ্রমিকদের বক্তব্য শুনেছি ৷ শ্রমিকদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল ৷ আমরা তাঁদের বলেছি, এনিয়ে আগামী 30 জুলাই ঠিকাদার সংস্থার সঙ্গে আমরা আলোচনা করব ৷ সেখানে শ্রমিকদের প্রতিনিধিরাও থাকবেন ৷"

আরও পড়ুন: গলিত লোহা ছিটকে শ্রমিক মৃত্যুর প্রতিবাদ, বাম-বিজেপির বিক্ষোভ বড়জোড়ার কারখানায়

মালদায় শ্রমিক বিক্ষোভ

মালদা, 24 জুলাই: শ্রমিক বিক্ষোভে সোমবার উত্তাপ ছড়াল পুরাতন মালদায় ৷ শ্রমিকদের অভিযোগ, নির্দিষ্ট আট ঘণ্টার বদলে তাঁদের দিয়ে 12 ঘণ্টা কাজ করানো হচ্ছে ৷ অথচ অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না ৷ এর প্রতিবাদে আজ, সোমবার তাঁরা কাজ বন্ধ রেখে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা শ্রমিকদের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন ৷ পরে দুই পক্ষের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে কাজে যোগ দেন বিক্ষোভরত শ্রমিকরা ৷

পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোডে গুজরাত অম্বুজা এক্সপোর্ট লিমিটেডের ফ্যাক্টরি রয়েছে ৷ এই কারখানায় শিশুখাদ্যের উপকরণ তৈরি হয় ৷ আজ সেখানেই কর্মবিরতি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কারখানার 50 জনেরও বেশি অস্থায়ী শ্রমিক ৷ জানা গিয়েছে, এই অস্থায়ী শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের হারে মাসে 10 হাজার 500 টাকা মজুরি পান ৷ বিক্ষোভকারী এক শ্রমিক অমিত বিশ্বাস বলেন, "আমরা তিন বছরের বেশি সময় ধরে এই কারখানায় কাজ করছি ৷ যখন আমাদের নিয়োগ করা হয়েছিল, তখন মালিকপক্ষ থেকে শুরু করে ঠিকাদার কর্তৃপক্ষও জানিয়েছিল, প্রথম দুই থেকে তিন মাস আমাদের দিনে 12 ঘণ্টা করে কাজ করতে হবে ৷ যখন সবার আট ঘণ্টা ডিউটি করা হবে, তখন আমাদেরও সেই সুবিধে দেওয়া হবে ৷"

আরও পড়ুন: ডিপিএলে আসার আগেই উধাও 3 গাড়ি কয়লা, শুরু রাজনৈতিক তরজা

তিনি আরও বলেন, "ইতিমধ্যে কারখানার সবার আট ঘণ্টা ডিউটি নির্ধারিত হয়ে গিয়েছে ৷ কিন্তু আমাদের এখনও 12 ঘণ্টা করেই কাজ করতে হচ্ছে ৷ ঠিকাদার কর্তৃপক্ষ এভাবেই আমাদের শোষণ করে যাচ্ছে ৷ আমাদের দাবি, দিনে আট ঘণ্টা করে কাজ করাতে হবে ৷ একইসঙ্গে আমাদের ন্যায্য মজুরি দিতে হবে ৷" এপ্রসঙ্গে সংস্থার এক পদাধিকারী রঞ্জন নিয়োগী বলেন, "আমরা শ্রমিক নিয়োগ করিনি ৷ আমাদের সঙ্গে শ্রমিকদের কোনও কথাও হয়নি ৷ পুরো দেশে আমাদের প্যাকিং সেকশন ঠিকাদার সংস্থার মাধ্যমেই চলে ৷"

তাঁর কথায়, "এখানেও আমরা এই কাজের বরাত একটি ঠিকাদার সংস্থাকে দিয়েছি ৷ তারা কীভাবে কাজ করছে, সেটা তাদের বিষয় ৷ তবে আমরা শ্রমিকদের বক্তব্য শুনেছি ৷ শ্রমিকদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল ৷ আমরা তাঁদের বলেছি, এনিয়ে আগামী 30 জুলাই ঠিকাদার সংস্থার সঙ্গে আমরা আলোচনা করব ৷ সেখানে শ্রমিকদের প্রতিনিধিরাও থাকবেন ৷"

আরও পড়ুন: গলিত লোহা ছিটকে শ্রমিক মৃত্যুর প্রতিবাদ, বাম-বিজেপির বিক্ষোভ বড়জোড়ার কারখানায়

Last Updated : Jul 24, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.