ETV Bharat / state

বন্ধ করতে হবে মদের দোকান, BDO-র দ্বারস্থ মহিলারা

মদের দোকান বন্ধ করতে হবে। গতকাল এই দাবিতে BDO-র দ্বারস্থ হলেন সাদুল্লাপুরের মহিলারা।

BDO-র অফিসের সামনে মহিলারা
author img

By

Published : Mar 7, 2019, 10:47 AM IST

মালদা, ৭ মার্চ : মদের দোকান বন্ধ করতে হবে। গতকাল এই দাবিতে BDO-র দ্বারস্থ হলেন সাদুল্লাপুরের মহিলারা। তাঁদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইংরেজবাজারের BDO সুস্মিতা সুব্বা।

শনিবার ইংরেজবাজারের সাদুল্লাপুরে একটি নতুন হোটেল খোলা হয়। সেই হোটেলে মদ বিক্রি হচ্ছে বলে জানতে পারেন এলাকার মহিলারা। হোটেলের মালিকের সঙ্গে তাঁরা মদ বিক্রি বন্ধ করার জন্য কথা বলতে যান। অভিযোগ, সেইসময় তাঁদের গালিগালাজ করেন ওই হোটেলের মালিক। ঘটনায় এলাকার মহিলারা হোটেলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পাশাপাশি তাঁদের প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে বলা হয় পুলিশের তরফে।

গতকাল তাঁরা BDO অফিসে এসে লিখিতভাবে অভিযোগ জানান। BDO সুস্মিতা সুব্বা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি এরপরও যদি মদ বিক্রি না হয় তাহলে মহিলাদের পথ অবরোধ করার উপদেশ দেন তিনি। যদিও এবিষয়ে BDO-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।

সাদুল্লাপুরের বাসিন্দা কাননদেবী দাস বলেন, "এলাকায় বার হোটেল খোলা হয়েছে বলে জানতে পারি। আমরা মূর্খ মানুষ। তাই বারের বিষয়টি বুঝতে পারিনি। পরে জানলাম মদ বিক্রি হচ্ছে। আমার মহিলারা মিলে হোটেলের মালিকের সঙ্গে কথা বলতে যাই। ওরা আমাদের গালিগালাজ করে। বলে কী করবে করে নাও। আমরা হোটেল বন্ধ করব না। আমরা তাই আজ BDO অফিসে এসেছি। এই মদের জন্য গ্রামের ১৪-১৫ বছরের ছেলেরা নেশা শুরু করেছে। ওরা অন্য যেকোনও কিছুর দোকান খুলুক। কিন্তু মদের কোনও দোকান খুলতে দেব না।"

undefined

মালদা, ৭ মার্চ : মদের দোকান বন্ধ করতে হবে। গতকাল এই দাবিতে BDO-র দ্বারস্থ হলেন সাদুল্লাপুরের মহিলারা। তাঁদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইংরেজবাজারের BDO সুস্মিতা সুব্বা।

শনিবার ইংরেজবাজারের সাদুল্লাপুরে একটি নতুন হোটেল খোলা হয়। সেই হোটেলে মদ বিক্রি হচ্ছে বলে জানতে পারেন এলাকার মহিলারা। হোটেলের মালিকের সঙ্গে তাঁরা মদ বিক্রি বন্ধ করার জন্য কথা বলতে যান। অভিযোগ, সেইসময় তাঁদের গালিগালাজ করেন ওই হোটেলের মালিক। ঘটনায় এলাকার মহিলারা হোটেলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পাশাপাশি তাঁদের প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে বলা হয় পুলিশের তরফে।

গতকাল তাঁরা BDO অফিসে এসে লিখিতভাবে অভিযোগ জানান। BDO সুস্মিতা সুব্বা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি এরপরও যদি মদ বিক্রি না হয় তাহলে মহিলাদের পথ অবরোধ করার উপদেশ দেন তিনি। যদিও এবিষয়ে BDO-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।

সাদুল্লাপুরের বাসিন্দা কাননদেবী দাস বলেন, "এলাকায় বার হোটেল খোলা হয়েছে বলে জানতে পারি। আমরা মূর্খ মানুষ। তাই বারের বিষয়টি বুঝতে পারিনি। পরে জানলাম মদ বিক্রি হচ্ছে। আমার মহিলারা মিলে হোটেলের মালিকের সঙ্গে কথা বলতে যাই। ওরা আমাদের গালিগালাজ করে। বলে কী করবে করে নাও। আমরা হোটেল বন্ধ করব না। আমরা তাই আজ BDO অফিসে এসেছি। এই মদের জন্য গ্রামের ১৪-১৫ বছরের ছেলেরা নেশা শুরু করেছে। ওরা অন্য যেকোনও কিছুর দোকান খুলুক। কিন্তু মদের কোনও দোকান খুলতে দেব না।"

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.