ETV Bharat / state

Wife Forcefully Fed Pesticide: পরপর তিন কন্যা, 'অপরাধে' স্ত্রী-মেয়েদের কীটনাশক খাওয়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে - Wife Forcefully Fed Pesticide by Husband

Wife Forcefully Fed Pesticide by Husband: পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ার 'অপরাধে' স্ত্রী ও মেয়েদের খুনের চেষ্টার অভিযোগ 36 বছরের স্বামীর বিরুদ্ধে ৷ তবে উলটে অভিযুক্তের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী সন্তানদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৷ 29 বছরের যুবতী তাঁর মেয়েকে নিয়ে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷

Husband Try to Kill Wife
কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা স্ত্রীকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 11:01 AM IST

Updated : Sep 19, 2023, 1:30 PM IST

মালদা, 19 সেপ্টেম্বর: স্ত্রী পরপর তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ আর এটাই নাকি তাঁর 'অপরাধ' ৷ এই 'অপরাধের' শাস্তি হিসাবে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয় 29 বছরের বধূকে ৷ এমনটাই অভিযোগ বধূর পরিবারের ৷ বাদ যায়নি তাঁর তিন মেয়েও ৷ অভিযোগ, পুত্রসন্তানের জন্ম দিতে না-পারায় যুবতীর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা মা-মেয়েদের মারার চেষ্টা করেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন 36 বছরের স্বামী ৷ উলটে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন ৷ তাঁর দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় মেয়েদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্ত্রী ৷

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানা এলাকায় ৷ বধূর পরিবারের দাবি, ঘটনার দিন কোনক্রমে দুই মেয়ে সেখান থেকে পালিয়ে গ্রামবাসীদের খবর দেয় ৷ গ্রামের লোকজন তড়িঘড়ি ওই যুবতী ও তাঁর এক মেয়েকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকায় সেখানকার চিকিৎসকরা মা-মেয়েকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ বর্তমানে মায়ের পরিস্থিতি আশংকাজনক হলেও স্থিতিশীল রয়েছে মেয়ে ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

বধূর বাবার দাবি, " আমার মেয়ে গৌড় কলেজে পড়ত ৷ প্রেম করে 12 বছর আগে বিয়ে করেছে ৷ পরপর তিনটি কন্যাসন্তান হওয়ায় ওঁর উপর জামাই ও তাঁর বাড়ির লোকজন অত্যাচার চালাচ্ছিল অনেকদিন ধরেই ৷ এর জন্যই গতকাল রাত আটটা নাগাদ আমার মেয়ে আর তিন নাতনিকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করে জামাই ও তার পরিবারের সদস্যরা ৷ কন্যা সন্তান হওয়ার জন্য আমার মেয়ে অপরাধী ৷ যার জন্য স্ত্রী-সন্তানদের মেরে অন্য মেয়েকে বিয়ে করে পুত্রসন্তান পাওয়াই জামাইয়ের উদ্দেশ ৷"

তিনি বলেন, "সৌভাগ্যবশত দুই নাতনি কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল দিয়ে পালায় ৷ ওরাই গ্রামের লোকজনকে এই খবর দেয় ৷ গ্রামবাসীরা আমার মেয়ে আর মেজ নাতনিকে হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে আমি রাতে স্বাস্থ্যকেন্দ্রে যাই ৷ সেখান থেকে মেয়ে-নাতনিকে মালদা মেডিক্যালে নিয়ে আসি ৷ নাতনি ভালো থাকলেও মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ আমি এ নিয়ে গাজোল থানায় অভিযোগ জানাব ৷ আমরা জামাইয়ের কঠোর শাস্তি চাই ৷"

এ দিকে অভিযুক্ত স্বামী বলেন, "আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি ৷ প্রতিদিন সকাল ছ'টায় বাড়ি থেকে বেরিয়ে যাই ৷ কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায় ৷ আমি বউকে কী করে বিষ খাওয়াব ? এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ৷ আসলে আমার স্ত্রীর সঙ্গে এক সিভিক ভলান্টিয়ারের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ৷ তাদের সেই সম্পর্কের কথা আমি জানতে পারি ৷ আমি প্রতিবাদ করেছিলাম ৷ এ নিয়ে আদালতে মামলাও করেছি ৷ তাতেই মেয়েদের নিয়ে ও আত্মহত্যার চেষ্টা করে ৷ এখন আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে ৷"

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন করে মাথা হাঁড়িতে রাখল স্বামী!

জানা গিয়েছে, মেয়ে-নাতনির চিকিৎসায় ব্যস্ত থাকায় এখনও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি ওই বধূর বাবা-মা ৷ তবে এ নিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷ অন্যদিকে গাজোল থানার পুলিশ সূত্রে খবর, তারা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছে ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে ৷

মালদা, 19 সেপ্টেম্বর: স্ত্রী পরপর তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ আর এটাই নাকি তাঁর 'অপরাধ' ৷ এই 'অপরাধের' শাস্তি হিসাবে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয় 29 বছরের বধূকে ৷ এমনটাই অভিযোগ বধূর পরিবারের ৷ বাদ যায়নি তাঁর তিন মেয়েও ৷ অভিযোগ, পুত্রসন্তানের জন্ম দিতে না-পারায় যুবতীর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা মা-মেয়েদের মারার চেষ্টা করেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন 36 বছরের স্বামী ৷ উলটে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন ৷ তাঁর দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় মেয়েদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্ত্রী ৷

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানা এলাকায় ৷ বধূর পরিবারের দাবি, ঘটনার দিন কোনক্রমে দুই মেয়ে সেখান থেকে পালিয়ে গ্রামবাসীদের খবর দেয় ৷ গ্রামের লোকজন তড়িঘড়ি ওই যুবতী ও তাঁর এক মেয়েকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকায় সেখানকার চিকিৎসকরা মা-মেয়েকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ বর্তমানে মায়ের পরিস্থিতি আশংকাজনক হলেও স্থিতিশীল রয়েছে মেয়ে ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

বধূর বাবার দাবি, " আমার মেয়ে গৌড় কলেজে পড়ত ৷ প্রেম করে 12 বছর আগে বিয়ে করেছে ৷ পরপর তিনটি কন্যাসন্তান হওয়ায় ওঁর উপর জামাই ও তাঁর বাড়ির লোকজন অত্যাচার চালাচ্ছিল অনেকদিন ধরেই ৷ এর জন্যই গতকাল রাত আটটা নাগাদ আমার মেয়ে আর তিন নাতনিকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করে জামাই ও তার পরিবারের সদস্যরা ৷ কন্যা সন্তান হওয়ার জন্য আমার মেয়ে অপরাধী ৷ যার জন্য স্ত্রী-সন্তানদের মেরে অন্য মেয়েকে বিয়ে করে পুত্রসন্তান পাওয়াই জামাইয়ের উদ্দেশ ৷"

তিনি বলেন, "সৌভাগ্যবশত দুই নাতনি কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল দিয়ে পালায় ৷ ওরাই গ্রামের লোকজনকে এই খবর দেয় ৷ গ্রামবাসীরা আমার মেয়ে আর মেজ নাতনিকে হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে আমি রাতে স্বাস্থ্যকেন্দ্রে যাই ৷ সেখান থেকে মেয়ে-নাতনিকে মালদা মেডিক্যালে নিয়ে আসি ৷ নাতনি ভালো থাকলেও মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ আমি এ নিয়ে গাজোল থানায় অভিযোগ জানাব ৷ আমরা জামাইয়ের কঠোর শাস্তি চাই ৷"

এ দিকে অভিযুক্ত স্বামী বলেন, "আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি ৷ প্রতিদিন সকাল ছ'টায় বাড়ি থেকে বেরিয়ে যাই ৷ কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায় ৷ আমি বউকে কী করে বিষ খাওয়াব ? এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ৷ আসলে আমার স্ত্রীর সঙ্গে এক সিভিক ভলান্টিয়ারের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ৷ তাদের সেই সম্পর্কের কথা আমি জানতে পারি ৷ আমি প্রতিবাদ করেছিলাম ৷ এ নিয়ে আদালতে মামলাও করেছি ৷ তাতেই মেয়েদের নিয়ে ও আত্মহত্যার চেষ্টা করে ৷ এখন আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে ৷"

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন করে মাথা হাঁড়িতে রাখল স্বামী!

জানা গিয়েছে, মেয়ে-নাতনির চিকিৎসায় ব্যস্ত থাকায় এখনও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি ওই বধূর বাবা-মা ৷ তবে এ নিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷ অন্যদিকে গাজোল থানার পুলিশ সূত্রে খবর, তারা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছে ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে ৷

Last Updated : Sep 19, 2023, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.