ETV Bharat / state

কালিয়াচকে পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ - মালদা

মৃত যুবতির বাবার বাড়ির সদস্যদের অভিযোগ, জাহানারার উপর চাপ দিচ্ছিল তার শ্বশুরবাড়ির লোকজন ৷ 2 লাখ টাকা চাওয়া হয়েছিল জাহানারার কাছে ৷ টাকা চেয়ে জাহানারার উপর অত্যাচারও শুরু হয়েছিল ৷

malda
Women killed
author img

By

Published : Feb 25, 2020, 5:47 PM IST

মালদা, 25 ফেব্রুয়ারি : পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ উঠল শওহরসহ শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের বিরুদ্ধে । কালিয়াচক থানার সিলামপুর এলাকার ঘটনা ৷ মৃত যুবতির নাম জাহানারা বিবি (21) । ওই যুবতির আব্বার বাড়ি কালিয়াচক থানার আলিনগর গ্রাম পঞ্চায়েতের নুরনগর গ্রামে । অচিনটোলা হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল জাহানারা ।

পরিবার সূত্রে জানা গেছে, সিলামপুর তালতলা এলাকার বাসিন্দা আজাদ শেখের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জাহানারার । আট মাস আগে তাঁরা পালিয়ে নিকাহ করে । দুই পরিবারের পক্ষ থেকে সেই নিকাহ মেনে নেওয়া হয় । অভিযোগ, নিকাহের এক মাস পর থেকেই জাহানারার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন । আব্বার বাড়ি থেকে জাহানারাকে দুই লাখ টাকা নিয়ে আসতে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকেরা । তারপরই সমস্ত ঘটনা ফোনে আব্বাকে জানায় জাহানারা । সেই ঘটনার পর আজ সকালে শ্বশুরবাড়ি থেকে জাহানারার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

জাহানারার পরিবারের দাবি, পণের দাবিতে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে জাহানারাকে । মৃতার আব্বা মুসলেম শেখ অভিযোগ, "আট মাস আগে মেয়ের নিকাহ হয়েছিল । নিকাহের পর থেকেই মেয়ের উপর অত্যাচার শুরু করে জামাই । নিকাহের সময় মেয়েকে এক ভরি সোনা ও নগদ 46 হাজার টাকা দিয়েছিলাম । তারপরেও দুই লাখ টাকা পণ দাবি করে জামাই । সেই টাকা না পেয়ে মেয়েকে খুন করা হয়েছে । শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে মেয়েকে । আমরা দোষীদের শাস্তি চাই ।" জাহানারার আম্মা সাবেদা বিবি জানান, "মেয়ে স্কুলে পড়াশোনা করছিল । আট মাস আগে আজাদ মেয়েকে নিয়ে পালিয়ে যায় । সেদিন সন্ধেয় জানতে পারি মেয়ে নিকাহ করেছে । কয়েকদিন পরে সকলে নিকাহ মেনে নিলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন পণ দাবি করে । আমরা পণ দিয়েছিলাম ৷ এরপরেও শ্বশুরবাড়ির লোকজন আরও টাকা দাবি করে । গত দু'মাস ধরে জাহানারার সঙ্গে আমাদের দেখা করতে দেয়নি । পণের টাকা না পেয়ে কাল রাতে মেয়েকে হত্যা করে করেছে ।"

এই ঘটনার পর আজ সকালে কালিয়াচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ ।

মালদা, 25 ফেব্রুয়ারি : পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ উঠল শওহরসহ শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের বিরুদ্ধে । কালিয়াচক থানার সিলামপুর এলাকার ঘটনা ৷ মৃত যুবতির নাম জাহানারা বিবি (21) । ওই যুবতির আব্বার বাড়ি কালিয়াচক থানার আলিনগর গ্রাম পঞ্চায়েতের নুরনগর গ্রামে । অচিনটোলা হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল জাহানারা ।

পরিবার সূত্রে জানা গেছে, সিলামপুর তালতলা এলাকার বাসিন্দা আজাদ শেখের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জাহানারার । আট মাস আগে তাঁরা পালিয়ে নিকাহ করে । দুই পরিবারের পক্ষ থেকে সেই নিকাহ মেনে নেওয়া হয় । অভিযোগ, নিকাহের এক মাস পর থেকেই জাহানারার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন । আব্বার বাড়ি থেকে জাহানারাকে দুই লাখ টাকা নিয়ে আসতে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকেরা । তারপরই সমস্ত ঘটনা ফোনে আব্বাকে জানায় জাহানারা । সেই ঘটনার পর আজ সকালে শ্বশুরবাড়ি থেকে জাহানারার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

জাহানারার পরিবারের দাবি, পণের দাবিতে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে জাহানারাকে । মৃতার আব্বা মুসলেম শেখ অভিযোগ, "আট মাস আগে মেয়ের নিকাহ হয়েছিল । নিকাহের পর থেকেই মেয়ের উপর অত্যাচার শুরু করে জামাই । নিকাহের সময় মেয়েকে এক ভরি সোনা ও নগদ 46 হাজার টাকা দিয়েছিলাম । তারপরেও দুই লাখ টাকা পণ দাবি করে জামাই । সেই টাকা না পেয়ে মেয়েকে খুন করা হয়েছে । শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে মেয়েকে । আমরা দোষীদের শাস্তি চাই ।" জাহানারার আম্মা সাবেদা বিবি জানান, "মেয়ে স্কুলে পড়াশোনা করছিল । আট মাস আগে আজাদ মেয়েকে নিয়ে পালিয়ে যায় । সেদিন সন্ধেয় জানতে পারি মেয়ে নিকাহ করেছে । কয়েকদিন পরে সকলে নিকাহ মেনে নিলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন পণ দাবি করে । আমরা পণ দিয়েছিলাম ৷ এরপরেও শ্বশুরবাড়ির লোকজন আরও টাকা দাবি করে । গত দু'মাস ধরে জাহানারার সঙ্গে আমাদের দেখা করতে দেয়নি । পণের টাকা না পেয়ে কাল রাতে মেয়েকে হত্যা করে করেছে ।"

এই ঘটনার পর আজ সকালে কালিয়াচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.