ETV Bharat / state

হাসপাতালে সন্তান বদল, মোবাইলে তোলা ছবি দেখে মিলল খোঁজ

ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের লক্ষ্মীঘাটের সাগরী বসাকের সন্তান বদল হয়ে যায় মালদা মেডিকেল কলেজে। এরপর তার ছবি দেখে তাকে চিনতে পারে বাবা মা।

new born
author img

By

Published : Feb 14, 2019, 11:58 PM IST

মালদা, ১৪ ফেব্রুয়ারি : এক সদ্যোজাতকে বদলে দেওয়ার অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের তির মালদা মেডিকেলের প্রসূতি বিভাগের নার্সদের দিকে। শেষ পর্যন্ত নিজেদের সন্তানকে ফিরে পেয়েছেন ওই দম্পতি। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের লক্ষ্মীঘাটের সাগরী বসাকের আজ ভোরে প্রসব যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সেইসময় সন্তানের ছবি মোবাইল ফোনে তুলে রাখেন তাঁর স্বামী স্বরূপ। এরপর সাগরীকে মেডিকেলের প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়। সদ্যোজাতকে পরিষ্কার করার জন্য নার্সরা ভিতরে নিয়ে যায় ও কিছুক্ষণ পরে জানায় সাগরীর সন্তান বেঁচে নেই। এরপর একটি মৃত পুত্রসন্তান স্বরূপের হাতে তুলে দেওয়া হয়।

পরে মোবাইলে তুলে রাখা ছবির সঙ্গে মৃত শিশুর মুখ মিলিয়ে দেখা যায় যে সেই সদ্যোজাত সাগরীর নয়। তারপর বিষয়টি নিয়ে স্বরূপবাবুরা হাসপাতালে চিৎকার, চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থানে পুলিশ আসে। ইতিমধ্যেই নার্সরাও তাঁদের ভুল স্বীকার করে নেয় ও পরে সাগরীদেবীর হাতে তাঁর সুস্থ সন্তানকে তুলে দেয়।

undefined

মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ এখন মালদায় নেই। ফোনে গোটা ঘটনাটি জানার পর তিনি বলেন, "আগামীকাল মালদায় পৌঁছেই তিনি এব্যাপারে খোঁজখবর নেবেন। প্রসূতির পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের হলে তার তদন্ত করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।"

মালদা, ১৪ ফেব্রুয়ারি : এক সদ্যোজাতকে বদলে দেওয়ার অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের তির মালদা মেডিকেলের প্রসূতি বিভাগের নার্সদের দিকে। শেষ পর্যন্ত নিজেদের সন্তানকে ফিরে পেয়েছেন ওই দম্পতি। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের লক্ষ্মীঘাটের সাগরী বসাকের আজ ভোরে প্রসব যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সেইসময় সন্তানের ছবি মোবাইল ফোনে তুলে রাখেন তাঁর স্বামী স্বরূপ। এরপর সাগরীকে মেডিকেলের প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়। সদ্যোজাতকে পরিষ্কার করার জন্য নার্সরা ভিতরে নিয়ে যায় ও কিছুক্ষণ পরে জানায় সাগরীর সন্তান বেঁচে নেই। এরপর একটি মৃত পুত্রসন্তান স্বরূপের হাতে তুলে দেওয়া হয়।

পরে মোবাইলে তুলে রাখা ছবির সঙ্গে মৃত শিশুর মুখ মিলিয়ে দেখা যায় যে সেই সদ্যোজাত সাগরীর নয়। তারপর বিষয়টি নিয়ে স্বরূপবাবুরা হাসপাতালে চিৎকার, চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থানে পুলিশ আসে। ইতিমধ্যেই নার্সরাও তাঁদের ভুল স্বীকার করে নেয় ও পরে সাগরীদেবীর হাতে তাঁর সুস্থ সন্তানকে তুলে দেয়।

undefined

মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ এখন মালদায় নেই। ফোনে গোটা ঘটনাটি জানার পর তিনি বলেন, "আগামীকাল মালদায় পৌঁছেই তিনি এব্যাপারে খোঁজখবর নেবেন। প্রসূতির পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের হলে তার তদন্ত করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।"

Bengaluru (Karnataka), Feb 14 (ANI): After a delegation of Bharatiya Janata Party (BJP) leaders led by BS Yeddyurappa marched towards Raj Bhawan to submit a memorandum to Governor Vajubhai Vala over the incident of stone-pelting at residence of BJP MLA Preetham Gowda allegedly by Janata Dal (Secular)-JD(S) workers reportedly over a remark he made against ex-Prime Minister HD Deve Gowda. Bharatiya Janata Party (BJP) leader BS Yeddyurappa said, "We have submitted a memorandum to the Governor over the incident of stone-pelting at the residence of Preetham Gowda (BJP MLA from Hassan) and manhandling of his family. We will also send a memorandum to Home Minister Rajnath Singh."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.