মালদা, 5 ফেব্রুয়ারি : শনিবার অর্থাৎ আগামীকাল মালদায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ সহভোজ, রোড শো করে দুপুরেই তিনি নবদ্বীপ চলে যাবেন ৷ তাঁর সফরের রেশ কাটতে না কাটতেই 10 ফেব্রুয়ারি মালদা সফরে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওইদিন গাজোল কলেজ মাঠে একটি জনসভা করবেন তিনি ৷ আজ এমনটাই জানিয়েছেন দলের জেলা সভানেত্রী মৌসম নুর ৷ নেত্রীর মালদা সফর নিয়ে আজ মালদা টাউন হলে জেলা তৃণমূলের একটি বৈঠক হয় ৷ সেখানে মৌসমের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি সহ অন্যান্য ।
মৌসম বলেন, “আগামী 10 তারিখ আমাদের নেত্রী মালদা সফরে আসছেন ৷ সেদিন দুপুর তিনটে নাগাদ তিনি সভায় উপস্থিত হবেন ৷ দুপুর 1টা থেকে আমাদের সভা শুরু করে দিতে বলা হয়েছে ৷ সভাস্থান ঠিক করার জন্য আজ বিশেষ বৈঠক ডাকা হয়েছে ৷ নেত্রীর সভায় আমরা এক লাখ জমায়েতের সিদ্ধান্ত নিয়েছি ৷ সবাইকে একসঙ্গে নিয়েই আমরা দলনেত্রীর এই সভার আয়োজন করব ৷ ”
আরও পড়ুন, মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের
আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি কৃষকদের সঙ্গে সহভোজ করবেন ৷ এনিয়ে আজ বিজেপিকে কটাক্ষ করেন মৌসম ৷ তিনি বলেন, “কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আজ ভারতের লাখ লাখ কৃষক আন্দোলন করছেন ৷ আর সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে চলেছেন ৷ এসব ভোটের চমক ছাড়া আর কিছু নয় ৷ এসব করে কোনও লাভ হবে না ৷ বিজেপি বরং কৃষকদের অধিকার পাইয়ে দিক ৷ তাতে আমরাও তাদের পাশে থাকব ৷”