ETV Bharat / state

দল বদলালেও মালদা আসন থেকে লড়তে পারবেন না সরলা, বললেন বিজেপি নেতা - তৃণমূল থেকে বিজেপি

তপশিলি আদিবাসী সংরক্ষিত হবিবপুর কেন্দ্রে সরলা মুর্মুকে প্রার্থী করেছিল তৃণমূল ৷ পছন্দের আসন না পেয়ে বিজেপি তে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি । খবর পেয়ে তাঁর পরিবর্তে বিজেপি থেকে আসা প্রদীপ বাস্কেকে প্রার্থী করে শাসকদল ।

tmc
tmc
author img

By

Published : Mar 8, 2021, 11:02 PM IST

মালদা, 8 মার্চ : ভোটের রেকর্ড ৷ ঘোষণার পরেও প্রার্থী পরিবর্তন করল শাসকদল ৷ আজ তৃণমূলের তরফে হবিবপুর কেন্দ্রের প্রার্থী সরলা মুর্মুকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই জায়গায় প্রার্থী করা হয় বিজেপি থেকে আসা প্রদীপ বাস্কেকে ৷

একুশের ভোটের জন্য তপশিলি আদিবাসী সংরক্ষিত হবিবপুর কেন্দ্রে সরলা মুর্মুকে প্রার্থী করেছিল তৃণমূল ৷ সরলা মুর্মু আদতে পুরাতন মালদার বাসিন্দা ৷ সেখান থেকেই তিনি জেলা পরিষদ আসনে জয়ী হন ৷ বর্তমানে তিনি মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ৷ 2013 সালে কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ আসনে জিতে সভাধিপতিও হন তিনি ৷ 2016 বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন ৷ একুশের ভোটে মালদা আসনে প্রার্থী হওয়ার জন্য আবেদন করলেও তাঁকে দেওয়া হয় হবিপুর আসন । এতে ক্ষোভের কারণে শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানায় তাঁর ঘনিষ্ঠ মহল ৷ গতকালই কলকাতার উদ্দেশ্যে রওনাও দেন তিনি ৷ সেই খবর পেয়েই তৃণমূল হবিবপুর আসনে তাঁর পরিবর্তে বিজেপি থেকে আসা প্রদীপ বাস্কেকে প্রার্থী করে ৷ তবে বিজেপিতে গেলেও প্রিয় মালদার টিকিট পাওয়া হবে না সরলা দেবীর । কারণ, মালদার আসনটি আইনত দিক থেকে তপশিলি জাতি সংরক্ষিত । তাই তাঁকে সেখানে আইনগত ভাবে প্রার্থী করা সম্ভব নয় ।

তৃণমূলের তরফে দাবি করা হয়, শারীরিক অসুস্থতার জন্য সরলা মুর্মুর নাম হবিবপুর কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছে ৷ আজ সকাল থেকে হবিবপুর কেন্দ্রে দেওয়াল লিখন থেকে সরলা মুর্মুর নাম মোছার কাজ শুরু হয় ৷ উল্লেখ্য 2016 নির্বাচনে প্রদীপবাবু বিজেপির প্রার্থী হিসাবে হবিবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷

আরও পড়ুন : ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

সরলা মুর্মু প্রসঙ্গে আজ জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, “ আমাদের পক্ষে মঙ্গল হয়েছে৷ ভোটে জিতে পালিয়ে গেলে আমাদের কাছে আরও মারাত্মক হত ৷ সরলা মুর্মু যে বিজেপিতে যেতে পারে, তার পূর্বাভাস আমাদের কাছে ছিলই ৷ তারপরেও সে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল ৷ তাই দল তাকে প্রার্থী করেছিল ৷ আর ও বরাবরই শুভেন্দুর ট্র্যাপে ছিল ৷”

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “এখন তৃণমূলের লোকেরাই ওই দলের উপর ভরসা করতে পারছে না ৷ তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে তৃণমূলনেত্রী সরলা মুর্মুর নাম হবিবপুর আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করে দেন৷ যদিও তাঁর বাড়ি পুরাতন মালদায়৷ যখন জোর করে তাঁকে হবিবপুর কেন্দ্রে প্রার্থী করে দেওয়া হয়েছে, তাতে যে তিনি দলবদল করবেন, সেটা স্বাভাবিক বিষয় ৷ তবে সরলা মুর্মুকে আমরা মালদা কেন্দ্রে প্রার্থী করছি না ৷ কারণ, ওই কেন্দ্রটি তপশিলি জাতি সংরক্ষিত ৷ আইনগত দিক থেকেই তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা যাবে না ৷"

মালদা, 8 মার্চ : ভোটের রেকর্ড ৷ ঘোষণার পরেও প্রার্থী পরিবর্তন করল শাসকদল ৷ আজ তৃণমূলের তরফে হবিবপুর কেন্দ্রের প্রার্থী সরলা মুর্মুকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই জায়গায় প্রার্থী করা হয় বিজেপি থেকে আসা প্রদীপ বাস্কেকে ৷

একুশের ভোটের জন্য তপশিলি আদিবাসী সংরক্ষিত হবিবপুর কেন্দ্রে সরলা মুর্মুকে প্রার্থী করেছিল তৃণমূল ৷ সরলা মুর্মু আদতে পুরাতন মালদার বাসিন্দা ৷ সেখান থেকেই তিনি জেলা পরিষদ আসনে জয়ী হন ৷ বর্তমানে তিনি মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ৷ 2013 সালে কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ আসনে জিতে সভাধিপতিও হন তিনি ৷ 2016 বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন ৷ একুশের ভোটে মালদা আসনে প্রার্থী হওয়ার জন্য আবেদন করলেও তাঁকে দেওয়া হয় হবিপুর আসন । এতে ক্ষোভের কারণে শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানায় তাঁর ঘনিষ্ঠ মহল ৷ গতকালই কলকাতার উদ্দেশ্যে রওনাও দেন তিনি ৷ সেই খবর পেয়েই তৃণমূল হবিবপুর আসনে তাঁর পরিবর্তে বিজেপি থেকে আসা প্রদীপ বাস্কেকে প্রার্থী করে ৷ তবে বিজেপিতে গেলেও প্রিয় মালদার টিকিট পাওয়া হবে না সরলা দেবীর । কারণ, মালদার আসনটি আইনত দিক থেকে তপশিলি জাতি সংরক্ষিত । তাই তাঁকে সেখানে আইনগত ভাবে প্রার্থী করা সম্ভব নয় ।

তৃণমূলের তরফে দাবি করা হয়, শারীরিক অসুস্থতার জন্য সরলা মুর্মুর নাম হবিবপুর কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছে ৷ আজ সকাল থেকে হবিবপুর কেন্দ্রে দেওয়াল লিখন থেকে সরলা মুর্মুর নাম মোছার কাজ শুরু হয় ৷ উল্লেখ্য 2016 নির্বাচনে প্রদীপবাবু বিজেপির প্রার্থী হিসাবে হবিবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷

আরও পড়ুন : ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

সরলা মুর্মু প্রসঙ্গে আজ জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, “ আমাদের পক্ষে মঙ্গল হয়েছে৷ ভোটে জিতে পালিয়ে গেলে আমাদের কাছে আরও মারাত্মক হত ৷ সরলা মুর্মু যে বিজেপিতে যেতে পারে, তার পূর্বাভাস আমাদের কাছে ছিলই ৷ তারপরেও সে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল ৷ তাই দল তাকে প্রার্থী করেছিল ৷ আর ও বরাবরই শুভেন্দুর ট্র্যাপে ছিল ৷”

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “এখন তৃণমূলের লোকেরাই ওই দলের উপর ভরসা করতে পারছে না ৷ তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে তৃণমূলনেত্রী সরলা মুর্মুর নাম হবিবপুর আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করে দেন৷ যদিও তাঁর বাড়ি পুরাতন মালদায়৷ যখন জোর করে তাঁকে হবিবপুর কেন্দ্রে প্রার্থী করে দেওয়া হয়েছে, তাতে যে তিনি দলবদল করবেন, সেটা স্বাভাবিক বিষয় ৷ তবে সরলা মুর্মুকে আমরা মালদা কেন্দ্রে প্রার্থী করছি না ৷ কারণ, ওই কেন্দ্রটি তপশিলি জাতি সংরক্ষিত ৷ আইনগত দিক থেকেই তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা যাবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.