ETV Bharat / state

জেলা পরিষদের সভাধিপতির দলবদলের প্রভাব পড়বে না মালদায় , আশাবাদী তৃণমূল প্রার্থী - বিজেপি

তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল । এখনও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হলেও এ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন সেখানকার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ৷

জেলা পরিষদের সভাধিপতির দলবদলের প্রভাব পড়বে না মালদায় , আশাবাদী তৃণমূল প্রার্থী
জেলা পরিষদের সভাধিপতির দলবদলের প্রভাব পড়বে না মালদায় , আশাবাদী তৃণমূল প্রার্থী
author img

By

Published : Mar 9, 2021, 12:18 PM IST

মালদা, 9 মার্চ : হাতে আর মাত্র কয়েকদিন । তারপরেই বিধানসভা নির্বাচন । এখনও চলছে দলবদলের হিড়িক ।

এমতাবস্থায় শনিবার কলকাতায় গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল ৷ তাঁকে একুশের ভোটে পদ্ম প্রার্থী করা হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি ৷ যদি তাঁকে মানিকচক কেন্দ্রে প্রার্থী করা হয়, তাহলে এবার জমজমাট হতে চলেছে সেখানকার ভোটছবি ৷ মানিকচক কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন সেখানকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ৷

দলবদলের প্রভাব পড়বে না মালদায় , আশাবাদী তৃণমূল প্রার্থী

আরও পড়ুন : নন্দীগ্রামে 12 মার্চ মনোনয়ন পেশ শুভেন্দুর, থাকবেন 2 কেন্দ্রীয় মন্ত্রী

মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরবাবুও মানিকচকের বাসিন্দা ৷ সেখান থেকেই জেলা পরিষদ আসনে নির্বাচিত হয়েছিলেন তিনি । মালদা জেলায় রাজনীতিতে সাবিত্রীদেবীর সঙ্গে তাঁর বিরোধ সবার জানা৷ গৌরবাবুর অনুগামীরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন, তিনি বিজেপির প্রার্থী হিসাবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন ৷ কারণ এই কেন্দ্রে এখন বিজেপির যথেষ্ট ভালো সংগঠন তৈরি হয়েছে ৷ তাছাড়া গৌরবাবুর ব্যক্তিগত সংগঠনও এখানে যথেষ্ট ভাল ৷ এর আগে একাধিকবার তাঁর বিজেপি যোগের জল্পনা ছড়ালেও তা নিয়ে মুখ খোলেননি তিনি । তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, শনিবার তাঁর বিজেপি যোগের কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ বিজেপিতে যোগ দেওয়ার পরেই মানিকচক এলাকায় আনন্দে বাজি পোড়াতে শুরু করে তাঁর অনুগামীরা ৷

যদিও গৌরবাবুর বিজেপি যোগে বিন্দুমাত্র চিন্তিত নন সাবিত্রীদেবী ৷ তিনি বলেন, “শনিবার কলকাতায় মালদা জেলা পরিষদের ক’জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন জানি না ৷ এসব দলের জেলা সভানেত্রী মৌসম নুর এবং চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি দেখবেন৷ আর গৌরবাবু যে কোনও দলে যোগ দিতেই পারেন৷ তাতে আমার কেন্দ্রে ভোটে কোনও প্রভাব পড়বে না"৷

মালদা, 9 মার্চ : হাতে আর মাত্র কয়েকদিন । তারপরেই বিধানসভা নির্বাচন । এখনও চলছে দলবদলের হিড়িক ।

এমতাবস্থায় শনিবার কলকাতায় গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল ৷ তাঁকে একুশের ভোটে পদ্ম প্রার্থী করা হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি ৷ যদি তাঁকে মানিকচক কেন্দ্রে প্রার্থী করা হয়, তাহলে এবার জমজমাট হতে চলেছে সেখানকার ভোটছবি ৷ মানিকচক কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন সেখানকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ৷

দলবদলের প্রভাব পড়বে না মালদায় , আশাবাদী তৃণমূল প্রার্থী

আরও পড়ুন : নন্দীগ্রামে 12 মার্চ মনোনয়ন পেশ শুভেন্দুর, থাকবেন 2 কেন্দ্রীয় মন্ত্রী

মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরবাবুও মানিকচকের বাসিন্দা ৷ সেখান থেকেই জেলা পরিষদ আসনে নির্বাচিত হয়েছিলেন তিনি । মালদা জেলায় রাজনীতিতে সাবিত্রীদেবীর সঙ্গে তাঁর বিরোধ সবার জানা৷ গৌরবাবুর অনুগামীরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন, তিনি বিজেপির প্রার্থী হিসাবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন ৷ কারণ এই কেন্দ্রে এখন বিজেপির যথেষ্ট ভালো সংগঠন তৈরি হয়েছে ৷ তাছাড়া গৌরবাবুর ব্যক্তিগত সংগঠনও এখানে যথেষ্ট ভাল ৷ এর আগে একাধিকবার তাঁর বিজেপি যোগের জল্পনা ছড়ালেও তা নিয়ে মুখ খোলেননি তিনি । তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, শনিবার তাঁর বিজেপি যোগের কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ বিজেপিতে যোগ দেওয়ার পরেই মানিকচক এলাকায় আনন্দে বাজি পোড়াতে শুরু করে তাঁর অনুগামীরা ৷

যদিও গৌরবাবুর বিজেপি যোগে বিন্দুমাত্র চিন্তিত নন সাবিত্রীদেবী ৷ তিনি বলেন, “শনিবার কলকাতায় মালদা জেলা পরিষদের ক’জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন জানি না ৷ এসব দলের জেলা সভানেত্রী মৌসম নুর এবং চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি দেখবেন৷ আর গৌরবাবু যে কোনও দলে যোগ দিতেই পারেন৷ তাতে আমার কেন্দ্রে ভোটে কোনও প্রভাব পড়বে না"৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.