মালদা, 23 ফেব্রুয়ারি : ভোটের দেওয়াল দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের পোপড়া বাজার এলাকায়৷ বাড়ি মালিকের অনুমতি নিয়ে বিজেপি আগে দেওয়াল দখল করলেও তা মুছে ফেলে ওই দেওয়াল দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ খবর পেয়েই আজ ওই গ্রামে যান এলাকার বিজেপি নেতা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মণ্ডল৷ তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান৷ যদিও তৃণমূলের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে৷
নিতাইবাবু বলেন, নির্বাচনি বিধি মেনে পোপড়া হাটখোলার বাসিন্দা রতন রবিদাসের কাছে আমরা আগেই তাঁর বাড়ির দেওয়াল নিজেদের ভোট প্রচারে ব্যবহারের জন্য অনুমতি নিই৷ গতকাল সকালে তাঁর অনুমতি পাওয়ার পর আমাদের কর্মীরা সেই দেওয়ালে দলের নাম লিখে যায়৷ কিন্তু বিকেলে এসে দেখা যায়, তৃণমূলের গুণ্ডারা সেই দেওয়ালে বিজেপির নাম মুছে শাসকদলের নাম লিখে দিয়েছে৷ আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এই এলাকার তৃণমূলীরা ভোটের আগে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে৷ পঞ্চায়েত নির্বাচনেও তারা সন্ত্রাস তৈরি করেছিল৷ তবে আমরা হাতে চুড়ি পরে বসে নেই৷ আমরাও কিন্তু ইটের বদলে পাথর ছুড়তে পারি৷ কিন্তু আমরা কোনও বিশৃঙ্খলা তৈরি করতে চাই না৷ নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এই এলাকার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক৷”
যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি রতন দাস বলেন, “বিজেপির এই অভিযোগ পুরোপুরি মিথ্যে৷ আমরা বাড়ি মালিকের অনুমতি নিয়েই দেওয়ালে নিজেদের দলের নাম লিখেছি৷ আমরা কোনও দলের লেখা মুছিনি৷ এটা বিজেপির নিজেদের দলের লোকজনেরই কাজ৷”