ETV Bharat / state

BJP-এর পোলিং এজেন্টকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

হবিবপুর বিধানসভা উপনির্বাচনে BJP এর পোলিং এজেন্টকে মারধর । অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

রামসাধন মাহাত BJP কর্মী
author img

By

Published : May 19, 2019, 12:41 PM IST

মালদা, 19 মে : হবিবপুর বিধানসভা উপনির্বাচনে 223 নম্বর বুথে BJP-এর পোলিং এজেন্টকে মারধর । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আহতের নাম রামসাধন মাহাত ওরফে (হাবলু) । তাঁর দাবি, "তৃণমূল কর্মীরা আমায় চলে যেতে বলে । প্রাণে মারার হুমকিও দেয় ।'' তিনি দাবি করেন, শুধুমাত্র শান্তিপূর্ণভাবে ভোট করতে চাওয়ায় তাঁর উপর আক্রমণ করা হয়েছে ।

পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ।

মালদা, 19 মে : হবিবপুর বিধানসভা উপনির্বাচনে 223 নম্বর বুথে BJP-এর পোলিং এজেন্টকে মারধর । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আহতের নাম রামসাধন মাহাত ওরফে (হাবলু) । তাঁর দাবি, "তৃণমূল কর্মীরা আমায় চলে যেতে বলে । প্রাণে মারার হুমকিও দেয় ।'' তিনি দাবি করেন, শুধুমাত্র শান্তিপূর্ণভাবে ভোট করতে চাওয়ায় তাঁর উপর আক্রমণ করা হয়েছে ।

পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.