ETV Bharat / state

COVID Rules Violation In Malda School : সরকারি বিধির থোড়াই কেয়ার, বহাল তবিয়তে ক্লাস চলছে মালদার স্কুলে

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ক্লাস চলছে মালদার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে (Violating WB Government COVID rules classes are going on in Sultanganj High School) ৷ গায়ে-গা লাগিয়ে বসে সেখানে ক্লাস করছে প্রায় 200 জন পড়ুয়া ৷

COVID Rules Violation In Malda School
সরকারি বিধির থোড়াই কেয়ার, বহাল তবিয়তে ক্লাস চলছে মালদার স্কুলে
author img

By

Published : Jan 19, 2022, 5:53 PM IST

Updated : Jan 19, 2022, 7:12 PM IST

মালদা, 19 জানুয়ারি: করোনার তৃতীয় ঢেউয়ে রাশ টানতে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে ৷ সরকারি নির্দেশিকা মেনে পঠনপাঠন বন্ধ স্কুল-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৷ ব্যতিক্রম মালদার রতুয়া-2 নম্বর ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় ৷ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ক্লাস চলছে সেখানে (Violating WB Government COVID rules classes are going on in Sultanganj High School) ৷ গায়ে-গা লাগিয়ে বসে সেখানে ক্লাস করছে প্রায় 200 জন পড়ুয়া ৷

নিয়মিত ক্লাস নয় ৷ কারও কোনও সমস্যা থাকলে সে আসছে এবং সমস্যা সমাধান করে ঘরে ফিরে যাচ্ছে ৷ দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৷ কিন্তু এমন কোনও নির্দেশ তো রাজ্য সরকারের তরফে দেওয়া নেই ৷ তাহলে কীসের ভিত্তিতে এই ক্লাস ৷ উত্তর অজানা ৷ করোনা সংক্রামিত হয়ে নিভৃতবাসে বিদ্যালয়ের পরিদর্শক (মাধ্যমিক) উদয়ন ভৌমিক ৷ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর তরফ থেকে। তবে বিষয়টি জানতে পেরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।

সরকারি বিধির থোড়াই কেয়ার, বহাল তবিয়তে ক্লাস চলছে মালদার স্কুলে

আরও পড়ুন : Corona Effect in Teachers Life : করোনায় বন্ধ-স্কুল, বাধ্য হয়ে অন্য পেশায় বেসরকারি শিক্ষকরা

সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে তড়িঘড়ি বিদ্যালয় ছুটি ঘোষণা করে দেওয়া হয় ৷ ক্লাসরুমের ছবি তুলতেও বাধা দেন প্রধান শিক্ষক মফিজুর রহমান ৷ এখন দেখার সরকারি নির্দেশ অমান্য করে এভাবে ছোট-ছোট ছেলেমেয়েদের বিপদে ঠেলে দেওয়ার মূল্য কীভাবে চোকাতে হয় স্কুলকে ৷ বিডিও নিশীথকুমার মাহাত বলেন, "সরকারি নির্দেশিকা অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়। আমি খোঁজ নিচ্ছি। সরকারি নির্দেশ উপেক্ষা করে স্কুলে ক্লাস করা হলে ব্যবস্থা নেওয়া হবে।"

মালদা, 19 জানুয়ারি: করোনার তৃতীয় ঢেউয়ে রাশ টানতে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে ৷ সরকারি নির্দেশিকা মেনে পঠনপাঠন বন্ধ স্কুল-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৷ ব্যতিক্রম মালদার রতুয়া-2 নম্বর ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় ৷ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ক্লাস চলছে সেখানে (Violating WB Government COVID rules classes are going on in Sultanganj High School) ৷ গায়ে-গা লাগিয়ে বসে সেখানে ক্লাস করছে প্রায় 200 জন পড়ুয়া ৷

নিয়মিত ক্লাস নয় ৷ কারও কোনও সমস্যা থাকলে সে আসছে এবং সমস্যা সমাধান করে ঘরে ফিরে যাচ্ছে ৷ দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৷ কিন্তু এমন কোনও নির্দেশ তো রাজ্য সরকারের তরফে দেওয়া নেই ৷ তাহলে কীসের ভিত্তিতে এই ক্লাস ৷ উত্তর অজানা ৷ করোনা সংক্রামিত হয়ে নিভৃতবাসে বিদ্যালয়ের পরিদর্শক (মাধ্যমিক) উদয়ন ভৌমিক ৷ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর তরফ থেকে। তবে বিষয়টি জানতে পেরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।

সরকারি বিধির থোড়াই কেয়ার, বহাল তবিয়তে ক্লাস চলছে মালদার স্কুলে

আরও পড়ুন : Corona Effect in Teachers Life : করোনায় বন্ধ-স্কুল, বাধ্য হয়ে অন্য পেশায় বেসরকারি শিক্ষকরা

সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে তড়িঘড়ি বিদ্যালয় ছুটি ঘোষণা করে দেওয়া হয় ৷ ক্লাসরুমের ছবি তুলতেও বাধা দেন প্রধান শিক্ষক মফিজুর রহমান ৷ এখন দেখার সরকারি নির্দেশ অমান্য করে এভাবে ছোট-ছোট ছেলেমেয়েদের বিপদে ঠেলে দেওয়ার মূল্য কীভাবে চোকাতে হয় স্কুলকে ৷ বিডিও নিশীথকুমার মাহাত বলেন, "সরকারি নির্দেশিকা অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়। আমি খোঁজ নিচ্ছি। সরকারি নির্দেশ উপেক্ষা করে স্কুলে ক্লাস করা হলে ব্যবস্থা নেওয়া হবে।"

Last Updated : Jan 19, 2022, 7:12 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.