মালদা, 19 জানুয়ারি: করোনার তৃতীয় ঢেউয়ে রাশ টানতে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে ৷ সরকারি নির্দেশিকা মেনে পঠনপাঠন বন্ধ স্কুল-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৷ ব্যতিক্রম মালদার রতুয়া-2 নম্বর ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় ৷ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ক্লাস চলছে সেখানে (Violating WB Government COVID rules classes are going on in Sultanganj High School) ৷ গায়ে-গা লাগিয়ে বসে সেখানে ক্লাস করছে প্রায় 200 জন পড়ুয়া ৷
নিয়মিত ক্লাস নয় ৷ কারও কোনও সমস্যা থাকলে সে আসছে এবং সমস্যা সমাধান করে ঘরে ফিরে যাচ্ছে ৷ দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৷ কিন্তু এমন কোনও নির্দেশ তো রাজ্য সরকারের তরফে দেওয়া নেই ৷ তাহলে কীসের ভিত্তিতে এই ক্লাস ৷ উত্তর অজানা ৷ করোনা সংক্রামিত হয়ে নিভৃতবাসে বিদ্যালয়ের পরিদর্শক (মাধ্যমিক) উদয়ন ভৌমিক ৷ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর তরফ থেকে। তবে বিষয়টি জানতে পেরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
আরও পড়ুন : Corona Effect in Teachers Life : করোনায় বন্ধ-স্কুল, বাধ্য হয়ে অন্য পেশায় বেসরকারি শিক্ষকরা
সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে তড়িঘড়ি বিদ্যালয় ছুটি ঘোষণা করে দেওয়া হয় ৷ ক্লাসরুমের ছবি তুলতেও বাধা দেন প্রধান শিক্ষক মফিজুর রহমান ৷ এখন দেখার সরকারি নির্দেশ অমান্য করে এভাবে ছোট-ছোট ছেলেমেয়েদের বিপদে ঠেলে দেওয়ার মূল্য কীভাবে চোকাতে হয় স্কুলকে ৷ বিডিও নিশীথকুমার মাহাত বলেন, "সরকারি নির্দেশিকা অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়। আমি খোঁজ নিচ্ছি। সরকারি নির্দেশ উপেক্ষা করে স্কুলে ক্লাস করা হলে ব্যবস্থা নেওয়া হবে।"