ETV Bharat / state

Drinking Water Crisis: চাকরির দাবিতে সরকারি পাম্পে তালা, তীব্র পানীয় জলের সংকটে গ্রামবাসীরা

গরমে বিভিন্ন জায়গায় পানীয় জলের তীব্র সংকট ৷ চাকরির দাবিতে দু'বছর ধরে সরকারি পাম্পে তালা এক গ্রামবাসীর ৷ খরা মরশুমে বিপন্ন চারশোরও বেশি পরিবার ৷

Drinking Water
পানীয় জল সমস্যা
author img

By

Published : Apr 25, 2023, 9:29 PM IST

তীব্র পানীয় জলের সংকটে গ্রামবাসীরা

মালদা, 25 এপ্রিল: আগে তাঁকে চাকরি দিতে হবে, তবেই পরিশ্রুত পানীয় জল পাবেন গ্রামবাসীরা ৷ এই দড়ি টানাটানির জেরে দু'বছরের বেশি সময় ধরে পানীয় জল থেকে ব্রাত্য অন্তত চারশো পরিবার ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের দইভাত্তা গ্রামে ৷ ওই মহিলার দাবি, তাঁর জমিতে বসানো হয়েছে পিএইচই দফতরের পাম্প ৷ এর জন্য জমির ভাড়া এবং তাঁকে চাকরি দেওয়ার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট দফতর ৷ কিন্তু পাম্প বসিয়ে ঘর তৈরি হয়ে গেলেও তাঁকে চাকরি দেওয়া হয়নি ৷ তাই তিনিও ওই পাম্প হাউসে তালা মেরে রেখেছেন ৷ এদিকে খরা মরশুমে পানীয় জল না পেয়ে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা ৷ বিষয়টি কানে যেতেই সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলেছেন এলাকার বিধায়ক ৷ দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি ৷

দইভাত্তা গ্রামে চারশোটিরও বেশি পরিবারের বসবাস ৷ দীর্ঘদিন অনাবৃষ্টি এবং তাপপ্রবাহের জেরে ওই গ্রামের ভূগর্ভস্থ জলস্তর এই মুহূর্তে অনেক নীচে নেমে গিয়েছে ৷ বেশিরভাগ গ্রামবাসীর বাড়িতে নলকূপ থাকলেও সেগুলি এখন কোনও কাজ করছে না ৷ অবশ্য, প্রায় প্রতিবারই গরমের সময় পানীয় জলের সংকটে ভুগতে হয় এই গ্রামের বাসিন্দাদের ৷ এই সমস্যা মেটাতে বছর তিনেক আগে গ্রামে একটি গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর ৷ এক গ্রামবাসীর জমিতে বসানো হয় সেই পাম্প ৷ পাম্প হাউসও তৈরি করা হয় ৷ কিন্তু চাকরি না পাওয়ায় সেই পাম্প হাউসে তালা মেরে দিয়েছেন গ্রামের বাসিন্দা ছবি মণ্ডল ৷ ফলে গ্রামে পাম্প বসলেও দুটবছর ধরে খরা মরশুমে পানীয় জলের সংকট মিটছে না গ্রামবাসীদের ৷

Drinking Water Crisis
পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না সাধারণ মানুষ

ছবি মণ্ডলের বক্তব্য, "পাম্প বসানোর সময় পিএইচই দফতর আমাকে কথা দিয়েছিল, যেহেতু পাম্পটি আমার জায়গায় বসানো হচ্ছে, তাই আমাকে চাকরি এবং জায়গার ভাড়াও দেবে ৷ কিন্তু আজ পর্যন্ত তারা আমাকে চাকরি কিংবা জায়গার ভাড়া দেয়নি ৷ তাই আমি পাম্প হাউসে তালা মেরে রেখেছি ৷ এর জন্য গ্রামবাসীদের যে চরম সমস্যা হচ্ছে, তা আমি জানি ৷" তিনি জানান, তাঁর দাবি মিটিয়ে দিলেই তিনি জল ছেড়ে দেবেন ৷ কিন্তু কেউ তাঁর কথা শুনতে রাজি নয় ৷ যদিও গ্রামবাসীদের দাবি, ওই জায়গাটি এখন আর ছবির নেই ৷ তাঁরা জায়গাটি গ্রামের আরেকজনকে বিক্রি করে দিয়েছেন ৷

এনিয়ে পূর্ণিমা দাস নামে এক গ্রামবাসী বলেন, গ্রামের প্রতিটি বাড়িতেই নলকূপ আছে ৷ কিন্তু এক মাস ধরে জল উঠছে না ৷ জলের প্রচণ্ড সমস্যা ৷ জমিতে জল দেওয়ার পাম্প চালানো হলে তাদের দু'এক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে ৷ এলাকার পুকুরগুলো সব শুকিয়ে গিয়েছে ৷ স্নান-সহ গৃহস্থের কাজকর্মও ঠিকমতো করা যাচ্ছে না ৷ জলের সংকট মেটাতে গ্রামে পিএইচই’র পাম্প বসেছে ৷ কিন্তু দু'বছর হয়ে গেলেও তার জল পাচ্ছেন না তারা ৷ ছবি মণ্ডল নামে এক গ্রামবাসী গোটা গ্রামের জল বন্ধ করে রেখেছে বলে তিনি দাবি করেন ৷

Drinking Water Crisis
কয়েক কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে জল

বিষয়টি নিয়ে চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, "আজ সকালেই বিষয়টি নিয়ে ওই এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছি ৷ পানীয় জল নিয়ে তাঁরাও অভিযোগ জানিয়েছেন ৷ সঙ্গে সঙ্গে আমি পিএইচই দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলি ৷ খরার মধ্যে মানুষ যাতে জল থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি তাঁদের দেখতে বলেছি ৷ তাঁরা কথা দিয়েছে, দ্রুত সমস্যা মিটিয়ে ওই গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করবেন ৷"

আরও পড়ুন: প্রবল গরমে তীব্র পানীয় জল সংকট মালদা মেডিক্যাল কলেজে

তীব্র পানীয় জলের সংকটে গ্রামবাসীরা

মালদা, 25 এপ্রিল: আগে তাঁকে চাকরি দিতে হবে, তবেই পরিশ্রুত পানীয় জল পাবেন গ্রামবাসীরা ৷ এই দড়ি টানাটানির জেরে দু'বছরের বেশি সময় ধরে পানীয় জল থেকে ব্রাত্য অন্তত চারশো পরিবার ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের দইভাত্তা গ্রামে ৷ ওই মহিলার দাবি, তাঁর জমিতে বসানো হয়েছে পিএইচই দফতরের পাম্প ৷ এর জন্য জমির ভাড়া এবং তাঁকে চাকরি দেওয়ার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট দফতর ৷ কিন্তু পাম্প বসিয়ে ঘর তৈরি হয়ে গেলেও তাঁকে চাকরি দেওয়া হয়নি ৷ তাই তিনিও ওই পাম্প হাউসে তালা মেরে রেখেছেন ৷ এদিকে খরা মরশুমে পানীয় জল না পেয়ে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা ৷ বিষয়টি কানে যেতেই সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলেছেন এলাকার বিধায়ক ৷ দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি ৷

দইভাত্তা গ্রামে চারশোটিরও বেশি পরিবারের বসবাস ৷ দীর্ঘদিন অনাবৃষ্টি এবং তাপপ্রবাহের জেরে ওই গ্রামের ভূগর্ভস্থ জলস্তর এই মুহূর্তে অনেক নীচে নেমে গিয়েছে ৷ বেশিরভাগ গ্রামবাসীর বাড়িতে নলকূপ থাকলেও সেগুলি এখন কোনও কাজ করছে না ৷ অবশ্য, প্রায় প্রতিবারই গরমের সময় পানীয় জলের সংকটে ভুগতে হয় এই গ্রামের বাসিন্দাদের ৷ এই সমস্যা মেটাতে বছর তিনেক আগে গ্রামে একটি গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর ৷ এক গ্রামবাসীর জমিতে বসানো হয় সেই পাম্প ৷ পাম্প হাউসও তৈরি করা হয় ৷ কিন্তু চাকরি না পাওয়ায় সেই পাম্প হাউসে তালা মেরে দিয়েছেন গ্রামের বাসিন্দা ছবি মণ্ডল ৷ ফলে গ্রামে পাম্প বসলেও দুটবছর ধরে খরা মরশুমে পানীয় জলের সংকট মিটছে না গ্রামবাসীদের ৷

Drinking Water Crisis
পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না সাধারণ মানুষ

ছবি মণ্ডলের বক্তব্য, "পাম্প বসানোর সময় পিএইচই দফতর আমাকে কথা দিয়েছিল, যেহেতু পাম্পটি আমার জায়গায় বসানো হচ্ছে, তাই আমাকে চাকরি এবং জায়গার ভাড়াও দেবে ৷ কিন্তু আজ পর্যন্ত তারা আমাকে চাকরি কিংবা জায়গার ভাড়া দেয়নি ৷ তাই আমি পাম্প হাউসে তালা মেরে রেখেছি ৷ এর জন্য গ্রামবাসীদের যে চরম সমস্যা হচ্ছে, তা আমি জানি ৷" তিনি জানান, তাঁর দাবি মিটিয়ে দিলেই তিনি জল ছেড়ে দেবেন ৷ কিন্তু কেউ তাঁর কথা শুনতে রাজি নয় ৷ যদিও গ্রামবাসীদের দাবি, ওই জায়গাটি এখন আর ছবির নেই ৷ তাঁরা জায়গাটি গ্রামের আরেকজনকে বিক্রি করে দিয়েছেন ৷

এনিয়ে পূর্ণিমা দাস নামে এক গ্রামবাসী বলেন, গ্রামের প্রতিটি বাড়িতেই নলকূপ আছে ৷ কিন্তু এক মাস ধরে জল উঠছে না ৷ জলের প্রচণ্ড সমস্যা ৷ জমিতে জল দেওয়ার পাম্প চালানো হলে তাদের দু'এক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে ৷ এলাকার পুকুরগুলো সব শুকিয়ে গিয়েছে ৷ স্নান-সহ গৃহস্থের কাজকর্মও ঠিকমতো করা যাচ্ছে না ৷ জলের সংকট মেটাতে গ্রামে পিএইচই’র পাম্প বসেছে ৷ কিন্তু দু'বছর হয়ে গেলেও তার জল পাচ্ছেন না তারা ৷ ছবি মণ্ডল নামে এক গ্রামবাসী গোটা গ্রামের জল বন্ধ করে রেখেছে বলে তিনি দাবি করেন ৷

Drinking Water Crisis
কয়েক কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে জল

বিষয়টি নিয়ে চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, "আজ সকালেই বিষয়টি নিয়ে ওই এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছি ৷ পানীয় জল নিয়ে তাঁরাও অভিযোগ জানিয়েছেন ৷ সঙ্গে সঙ্গে আমি পিএইচই দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলি ৷ খরার মধ্যে মানুষ যাতে জল থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি তাঁদের দেখতে বলেছি ৷ তাঁরা কথা দিয়েছে, দ্রুত সমস্যা মিটিয়ে ওই গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করবেন ৷"

আরও পড়ুন: প্রবল গরমে তীব্র পানীয় জল সংকট মালদা মেডিক্যাল কলেজে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.