ETV Bharat / state

Culvert Damage in Malda: উদ্বোধনের আগে কালভার্টে ফাটল ! বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি গ্রাম - বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি গ্রাম

রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রামপঞ্চায়েতের চাপরা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি কালভার্ট তৈরি করে দিক সরকার ৷ সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে ৷ এদিকে নতুন কালভার্টে যান চলাচল না-করলেও তাতে ফাটল দেখা দিয়েছে (Ratua villagers disappointed over new Culvert in Malda) ৷

Culvert in Malda
মালদায় কালভার্ট
author img

By

Published : Feb 28, 2023, 11:28 AM IST

Updated : Feb 28, 2023, 12:47 PM IST

পঞ্চায়েত ভোটের আগে মালদার রতুয়ায় নবনির্মিত কালভার্টে ফাটল

মালদা, 28 ফেব্রুয়ারি: গ্রামে ঢোকার মুখে খাঁড়ির কালভার্ট তৈরির কাজ প্রায় শেষ ৷ এখনও কালভার্টের উপর দিয়ে যান চলাচল শুরু হয়নি ৷ অথচ এর মধ্যেই তার চারটি ঢালাই উইংসে ফাটল দেখা দিয়েছে ৷ ফাটল একেবারে উইংসের উপর থেকে নীচ পর্যন্ত ৷ এনিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায় ৷ গ্রামবাসীরা বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি ৷ এখনও এলাকায় পা পড়েনি দিদির দূতেদের ৷ এদিকে পঞ্চায়েত ভোট প্রায় দোরগোড়ায় ৷

ঘটনাটি রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রামপঞ্চায়েতের চাপরা গ্রামের ৷ ওই গ্রামে ঢোকার মুখে রয়েছে বারোমাসিয়া খাঁড়ি ৷ ফুলহর নদী থেকে তার উৎপত্তি ৷ খাঁড়িতে কোনও কালভার্ট না থাকায় এতদিন গ্রামবাসীদের অনেকটা ঘুরে ভাদো যাতায়াত করতে হত ৷ স্থানীয় প্রায় হাজার দশেক মানুষের কথা ভেবে এই খাঁড়ির উপর একটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেয় মালদা জেলা পরিষদ ৷ পঞ্চায়েত ভোটের মুখে কালভার্টের উদ্বোধন হওয়ার কথা ৷ তাই কাজের গতিও বেড়েছে ৷ কিন্তু হঠাৎ কালভার্টের উইংসগুলিতে বড়সড় ফাটলে বিপত্তি ৷

গ্রামের বাসিন্দা ফতেমা খাতুন বলেন, "এই কালভার্ট আমাদের দীর্ঘদিনের চাহিদা থাকলেও তা খুব নিম্নমানের ৷ কালভার্টের দু’পাশে মাটি ফেলা শুরু হয়েছে ৷ সেই চাপে কালভার্টের চারটি ঢালাই পাখনায় ফাটল দেখা দিয়েছে ৷ অথচ এখনও কালভার্টের উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়নি ৷ বন্যার সময় এই কালভার্ট কিছুতেই থাকবে না ৷ ভেসে চলে যাবে ৷ মুখ্যমন্ত্রী-সহ সবার কাছে আমাদের আবেদন, কালভার্টটা ঠিকমতো তৈরি করা হোক ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঝাঁটা হাতে তাড়া মহিলাদের, কাটমানি নেওয়ার অভিযোগ ব্লক সভাপতির

কালভার্ট নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ বোঝা গিয়েছে আফসার আলির গলায় ৷ তিনি বলেন, "যোগাযোগের সমস্যায় আমাদের 1 হাজার 500 টাকার মাল 1 হাজার 200 টাকায় বিক্রি করতে হয় ৷ কারণ, খাঁড়ির এপারে মাল নিয়ে আসা ভীষণ সমস্যা ৷ বিষয়টি সবাইকে জানিয়েছি ৷ কিন্তু সবাই শুধু মাথায় হাত বুলিয়ে ভোট নিয়ে নেয় ৷ কিছু করে না ৷ বিধায়ক সমর মুখোপাধ্যায় নিজে এসে বলে গিয়েছিলেনন, ব্রিজ না-হলে তাঁর গলায় আমরা যেন জুতোর মালা পরাই ৷ এই কালভার্ট চালু না-হতেই ভেঙে পড়ছে ৷ বিধায়ককে জুতোর মালা পরানোর জন্য আমরা তৈরি ৷"

বিষয়টি নিয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা বলেন, "ব্রিজটা আমি দেখে এসেছি ৷ ঠিকাদার ঠিকমতো কাজ করেনি বলে মনে হচ্ছে ৷ চারটি পাখনাতেই ফাটল ধরেছে ৷ তার জন্য আমি জেলা পরিষদ থেকে অতিরিক্ত 10 লক্ষ টাকা বরাদ্দ করেছি ৷ তার অনুমোদনও হয়ে গিয়েছে ৷ ওই টাকায় কালভার্টের সব কাজ হয়ে যাবে ৷" এদিকে জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, "ফাটলের বিষয়টি আমি জেনেছি ৷ ব্রিজটি খতিয়ে দেখার জন্য জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে ৷ তিনি এর তদারকি করছেন ৷ ঠিকাদার সংস্থা খারাপ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

পঞ্চায়েত ভোটের আগে মালদার রতুয়ায় নবনির্মিত কালভার্টে ফাটল

মালদা, 28 ফেব্রুয়ারি: গ্রামে ঢোকার মুখে খাঁড়ির কালভার্ট তৈরির কাজ প্রায় শেষ ৷ এখনও কালভার্টের উপর দিয়ে যান চলাচল শুরু হয়নি ৷ অথচ এর মধ্যেই তার চারটি ঢালাই উইংসে ফাটল দেখা দিয়েছে ৷ ফাটল একেবারে উইংসের উপর থেকে নীচ পর্যন্ত ৷ এনিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায় ৷ গ্রামবাসীরা বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি ৷ এখনও এলাকায় পা পড়েনি দিদির দূতেদের ৷ এদিকে পঞ্চায়েত ভোট প্রায় দোরগোড়ায় ৷

ঘটনাটি রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রামপঞ্চায়েতের চাপরা গ্রামের ৷ ওই গ্রামে ঢোকার মুখে রয়েছে বারোমাসিয়া খাঁড়ি ৷ ফুলহর নদী থেকে তার উৎপত্তি ৷ খাঁড়িতে কোনও কালভার্ট না থাকায় এতদিন গ্রামবাসীদের অনেকটা ঘুরে ভাদো যাতায়াত করতে হত ৷ স্থানীয় প্রায় হাজার দশেক মানুষের কথা ভেবে এই খাঁড়ির উপর একটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেয় মালদা জেলা পরিষদ ৷ পঞ্চায়েত ভোটের মুখে কালভার্টের উদ্বোধন হওয়ার কথা ৷ তাই কাজের গতিও বেড়েছে ৷ কিন্তু হঠাৎ কালভার্টের উইংসগুলিতে বড়সড় ফাটলে বিপত্তি ৷

গ্রামের বাসিন্দা ফতেমা খাতুন বলেন, "এই কালভার্ট আমাদের দীর্ঘদিনের চাহিদা থাকলেও তা খুব নিম্নমানের ৷ কালভার্টের দু’পাশে মাটি ফেলা শুরু হয়েছে ৷ সেই চাপে কালভার্টের চারটি ঢালাই পাখনায় ফাটল দেখা দিয়েছে ৷ অথচ এখনও কালভার্টের উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়নি ৷ বন্যার সময় এই কালভার্ট কিছুতেই থাকবে না ৷ ভেসে চলে যাবে ৷ মুখ্যমন্ত্রী-সহ সবার কাছে আমাদের আবেদন, কালভার্টটা ঠিকমতো তৈরি করা হোক ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঝাঁটা হাতে তাড়া মহিলাদের, কাটমানি নেওয়ার অভিযোগ ব্লক সভাপতির

কালভার্ট নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ বোঝা গিয়েছে আফসার আলির গলায় ৷ তিনি বলেন, "যোগাযোগের সমস্যায় আমাদের 1 হাজার 500 টাকার মাল 1 হাজার 200 টাকায় বিক্রি করতে হয় ৷ কারণ, খাঁড়ির এপারে মাল নিয়ে আসা ভীষণ সমস্যা ৷ বিষয়টি সবাইকে জানিয়েছি ৷ কিন্তু সবাই শুধু মাথায় হাত বুলিয়ে ভোট নিয়ে নেয় ৷ কিছু করে না ৷ বিধায়ক সমর মুখোপাধ্যায় নিজে এসে বলে গিয়েছিলেনন, ব্রিজ না-হলে তাঁর গলায় আমরা যেন জুতোর মালা পরাই ৷ এই কালভার্ট চালু না-হতেই ভেঙে পড়ছে ৷ বিধায়ককে জুতোর মালা পরানোর জন্য আমরা তৈরি ৷"

বিষয়টি নিয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা বলেন, "ব্রিজটা আমি দেখে এসেছি ৷ ঠিকাদার ঠিকমতো কাজ করেনি বলে মনে হচ্ছে ৷ চারটি পাখনাতেই ফাটল ধরেছে ৷ তার জন্য আমি জেলা পরিষদ থেকে অতিরিক্ত 10 লক্ষ টাকা বরাদ্দ করেছি ৷ তার অনুমোদনও হয়ে গিয়েছে ৷ ওই টাকায় কালভার্টের সব কাজ হয়ে যাবে ৷" এদিকে জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, "ফাটলের বিষয়টি আমি জেনেছি ৷ ব্রিজটি খতিয়ে দেখার জন্য জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে ৷ তিনি এর তদারকি করছেন ৷ ঠিকাদার সংস্থা খারাপ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

Last Updated : Feb 28, 2023, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.