ETV Bharat / state

দিদি বেইমানি, রিগিং করে ভোটে জিততে চান : মহম্মদ ইরফান - loksabha election

"এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 8 বছরে কোনও কাজই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভোটে রিগিং করে জিততে চাইছেন।" মালদা জেলায় ভোটপ্রচারে এসে এমনটাই বললেন BJP-র সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সহ সভাপতি মহম্মদ ইরফান আহমেদ।

মহম্মদ ইরফান
author img

By

Published : Apr 13, 2019, 4:54 PM IST

মালদা, 13 এপ্রিল : সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় ভোটপ্রচারে এলেন BJP-র সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সহ সভাপতি মহম্মদ ইরফান আহমেদ। আজ দক্ষিণ মালদার দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে প্রচারে নামার কথা তাঁর। মুসলিম অধ্যুষিত জেলা হলেও শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য তাঁর প্রচার বলে মানতে চাননি ইরফান সাহেব। প্রচারে নামার আগে মালদা শহরে ETV ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি বলেন, "শুধুমাত্র মুসলিম নয়, প্রত্যেক ভোটারের প্রতি আমার একটাই বার্তা, আপনারা বিকাশকে সামনে রাখুন। 50-60 বছর একই পরিবারের প্রার্থীদের ভোটে জিতিয়েছেন। আমি প্রার্থনা করব, সবাই যেন BJP প্রার্থীদের বিপুল ভোটে জেতান।"

বিদায়ি সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, "আসলে এরা মিশন নমিনেশন নিয়ে আসে, আর ভোটের পর মিশন সার্টিফিকেট করে এখান থেকে গায়েব হয়ে যায়। গতকাল আমি কয়েকটি গ্রামে ঘুরেছি। গ্রামবাসীদের জিজ্ঞেস করেছি, তাঁরা ডালুবাবুর সঙ্গে কখনও চা খেয়েছেন কি না। আমার প্রশ্ন শুনে সবাই হেসেছেন। তাঁরা বলেছেন, চা খাওয়া তো দূরের কথা, কোনওদিন হাতও মেলাননি ডালুবাবু।" তিনি প্রশ্ন তোলেন, "গত 13 বছর সাংসদ থাকলেও তিনি কেন মানুষের পাশে থাকেননি? সাংসদ কোটার 65 কোটি টাকা দিয়ে তিনি কী কাজ করেছেন? তিনি তো নিজেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাঁর ছেলে বিধায়ক। তাঁরা মানুষের জন্য কী কাজ করেছেন?"

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ইরফান সাহেব বলেন, "এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 8 বছরে কোনও কাজই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভোটে রিগিং করে জিততে চাইছেন। দিদি 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের মতোই তিনি এই নির্বাচনেও বেইমানি করতে চান। মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ভোট পেতে চান। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছি, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানো হোক। তাহলেই দিদি বুঝতে পারবেন, এখানকার মানুষ কার সঙ্গে রয়েছেন।"

GST ও নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, "নোট বাতিলের কারণে গরিব মানুষেরই সবচেয়ে সুবিধা হয়েছে। বিরোধীরা গরিব মানুষের উন্নতি চায় না। আর GST প্ল্যান মনমোহন সিং সরকারের আমলেই তৈরি হয়েছিল। সেই কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এই রাজ্যেরই প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। সেই সময় গৃহীত কর ব্যবস্থা আমাদের সরকার শুধু লাগু করেছে। কর চুরি আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"

মালদা, 13 এপ্রিল : সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় ভোটপ্রচারে এলেন BJP-র সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সহ সভাপতি মহম্মদ ইরফান আহমেদ। আজ দক্ষিণ মালদার দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে প্রচারে নামার কথা তাঁর। মুসলিম অধ্যুষিত জেলা হলেও শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য তাঁর প্রচার বলে মানতে চাননি ইরফান সাহেব। প্রচারে নামার আগে মালদা শহরে ETV ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি বলেন, "শুধুমাত্র মুসলিম নয়, প্রত্যেক ভোটারের প্রতি আমার একটাই বার্তা, আপনারা বিকাশকে সামনে রাখুন। 50-60 বছর একই পরিবারের প্রার্থীদের ভোটে জিতিয়েছেন। আমি প্রার্থনা করব, সবাই যেন BJP প্রার্থীদের বিপুল ভোটে জেতান।"

বিদায়ি সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, "আসলে এরা মিশন নমিনেশন নিয়ে আসে, আর ভোটের পর মিশন সার্টিফিকেট করে এখান থেকে গায়েব হয়ে যায়। গতকাল আমি কয়েকটি গ্রামে ঘুরেছি। গ্রামবাসীদের জিজ্ঞেস করেছি, তাঁরা ডালুবাবুর সঙ্গে কখনও চা খেয়েছেন কি না। আমার প্রশ্ন শুনে সবাই হেসেছেন। তাঁরা বলেছেন, চা খাওয়া তো দূরের কথা, কোনওদিন হাতও মেলাননি ডালুবাবু।" তিনি প্রশ্ন তোলেন, "গত 13 বছর সাংসদ থাকলেও তিনি কেন মানুষের পাশে থাকেননি? সাংসদ কোটার 65 কোটি টাকা দিয়ে তিনি কী কাজ করেছেন? তিনি তো নিজেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাঁর ছেলে বিধায়ক। তাঁরা মানুষের জন্য কী কাজ করেছেন?"

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ইরফান সাহেব বলেন, "এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 8 বছরে কোনও কাজই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভোটে রিগিং করে জিততে চাইছেন। দিদি 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের মতোই তিনি এই নির্বাচনেও বেইমানি করতে চান। মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ভোট পেতে চান। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছি, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানো হোক। তাহলেই দিদি বুঝতে পারবেন, এখানকার মানুষ কার সঙ্গে রয়েছেন।"

GST ও নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, "নোট বাতিলের কারণে গরিব মানুষেরই সবচেয়ে সুবিধা হয়েছে। বিরোধীরা গরিব মানুষের উন্নতি চায় না। আর GST প্ল্যান মনমোহন সিং সরকারের আমলেই তৈরি হয়েছিল। সেই কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এই রাজ্যেরই প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। সেই সময় গৃহীত কর ব্যবস্থা আমাদের সরকার শুধু লাগু করেছে। কর চুরি আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"

Intro:মালদা, ৯ এপ্রিলঃ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন৷ গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে৷ আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের জামতলা সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে৷ দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টা দুয়েক বন্ধ হয়ে যায় যান চলাচল৷ ঘটনাস্থলে দেরি করে পৌঁছনোয় বিক্ষোভের মুখে পড়ে পুলিশ৷ আহত এক খালাসির নাম সুলেন্দর রামানি৷ বাকি তিনজনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে৷Body:স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে জামতলা সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন৷ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে৷ ঘটনাস্থলে দেরি করে পৌঁছনোয় বিক্ষোভের মুখে পড়ে পুলিশ৷ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে স্থানীয়দের৷ আহতদের উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভর্তি করা হয়৷ দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টা দেড়েক বন্ধ থাকে যান চলাচল৷Conclusion:আহত খালাসি সুলেন্দর রামানি জানায়, গতকাল রাতে তারা ফরাক্কা থেকে পাথর নিয়ে হিলিতে গিয়েছিল৷ পাথর খালি করে ফেরার পথে অপর এক পাথর বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.