ETV Bharat / state

মানিকচকে যুবতির অস্বাভাবিক মৃত্যু, শ্বাসরোধ করে খুনের অভিযোগ - মালদা

মানিকচক থানার ধরমপুর চৌকি এলাকা থেকে উদ্ধার এক যুবতির মৃতদেহ ৷ অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে ৷

মালদা
পাওনা টাকা চাওয়ায় মালদায় খুন বধূ, পলাতক শ্বশুর বাড়ির লোকজন
author img

By

Published : Aug 10, 2020, 7:46 AM IST

Updated : Aug 10, 2020, 11:42 AM IST

মালদা, 10 অগাস্ট : এক যুবতির মৃতদেহ উদ্ধার ঘিরে খুনের অভিযোগ উঠল ৷ মৃতার নাম রিঙ্কু মাঝি (30) ৷ ঘটনাটি মানিকচক থানার ধরমপুর চৌকি এলাকায় ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকজন ৷

রিঙ্কুর স্বামী মঙ্গল মাঝি ৷ শ্রমিকের কাজে করে তাঁদের সংসার চলে ৷ কাজের সূত্রে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন ৷ শনিবার রাতে শোওয়ার ঘর থেকে রিঙ্কুদেবীর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ ৷

মৃতার কাকা পঞ্চানন সরকারের বলেন, "কয়েকবছর আগে জমি কেনার জন্য রিঙ্কুর কাছ থেকে তাঁর দেওর সুভাষ মাঝি 37 হাজার টাকা ধার নিয়েছিল ৷ সেই টাকা ফেরত দিচ্ছিল না সুভাষ ৷ এর আগে টাকা চাওয়ায় রিঙ্কুকে তিনবার মারধর করেছিল সুভাষ ৷ মঙ্গলকে আমি নিজের বাড়িতে ডেকে সুভাষের মারধরের কথা জানাই ৷ জামাই আশ্বাস দিয়েছিল, এই ধরনের ঘটনা আর ঘটবে না ৷ এই আশ্বাস দিয়ে জামাই বেঙ্গালুরু ফিরে যায়। রাখীর দিনে রিঙ্কু আমাদের বাড়ি এসেছিল ৷ গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি ফেরে ৷ সেই দিন রাতেও রিঙ্কুর সঙ্গে ফোনে কথা হয়েছিল ৷ তারপর থেকে আর রিঙ্কুকে ফোনে পাওয়া যায়নি ৷ গতরাতে রিঙ্কুর প্রতিবেশীদের মুখে জানতে পারি ও মারা গেছে । আমাদের অনুমান, রিঙ্কুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ রিঙ্কুর চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে ৷ ঘটনার পর রিঙ্কুর শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে ৷”

মানিকচকে যুবতির অস্বাভাবিক মৃত্যু, শ্বাসরোধ করে খুনের অভিযোগ, দেখুন ভিডিয়ো...

মানিকচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থান থেকে একটি বিষের কৌটো পাওয়া গেছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে ৷ এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে৷

মালদা, 10 অগাস্ট : এক যুবতির মৃতদেহ উদ্ধার ঘিরে খুনের অভিযোগ উঠল ৷ মৃতার নাম রিঙ্কু মাঝি (30) ৷ ঘটনাটি মানিকচক থানার ধরমপুর চৌকি এলাকায় ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকজন ৷

রিঙ্কুর স্বামী মঙ্গল মাঝি ৷ শ্রমিকের কাজে করে তাঁদের সংসার চলে ৷ কাজের সূত্রে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন ৷ শনিবার রাতে শোওয়ার ঘর থেকে রিঙ্কুদেবীর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ ৷

মৃতার কাকা পঞ্চানন সরকারের বলেন, "কয়েকবছর আগে জমি কেনার জন্য রিঙ্কুর কাছ থেকে তাঁর দেওর সুভাষ মাঝি 37 হাজার টাকা ধার নিয়েছিল ৷ সেই টাকা ফেরত দিচ্ছিল না সুভাষ ৷ এর আগে টাকা চাওয়ায় রিঙ্কুকে তিনবার মারধর করেছিল সুভাষ ৷ মঙ্গলকে আমি নিজের বাড়িতে ডেকে সুভাষের মারধরের কথা জানাই ৷ জামাই আশ্বাস দিয়েছিল, এই ধরনের ঘটনা আর ঘটবে না ৷ এই আশ্বাস দিয়ে জামাই বেঙ্গালুরু ফিরে যায়। রাখীর দিনে রিঙ্কু আমাদের বাড়ি এসেছিল ৷ গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি ফেরে ৷ সেই দিন রাতেও রিঙ্কুর সঙ্গে ফোনে কথা হয়েছিল ৷ তারপর থেকে আর রিঙ্কুকে ফোনে পাওয়া যায়নি ৷ গতরাতে রিঙ্কুর প্রতিবেশীদের মুখে জানতে পারি ও মারা গেছে । আমাদের অনুমান, রিঙ্কুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ রিঙ্কুর চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে ৷ ঘটনার পর রিঙ্কুর শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে ৷”

মানিকচকে যুবতির অস্বাভাবিক মৃত্যু, শ্বাসরোধ করে খুনের অভিযোগ, দেখুন ভিডিয়ো...

মানিকচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থান থেকে একটি বিষের কৌটো পাওয়া গেছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে ৷ এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে৷

Last Updated : Aug 10, 2020, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.