ETV Bharat / state

উত্তরবঙ্গ করমুক্ত হলে হবে শিল্প, কেন্দ্রীয় বাজেটে আশা মালদার

1 ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট । তাই নিয়ে নানা প্রত্যাশা রয়েছে বাংলার । উন্নত শিক্ষা, কৃষি ও শিল্পের আশায় রয়েছে মালদা ।

malda
মালদা
author img

By

Published : Jan 30, 2020, 8:58 AM IST

মালদা, 30 জানুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে রাজ্যের বিভিন্ন জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা । একইরকমভাবে কেন্দ্রের প্রতি কিছু চাহিদা ও দাবি রয়েছে মালদারও । একপক্ষ দাবি করেছে করমুক্ত হোক উত্তরবঙ্গ । আরও এক পক্ষের প্রত্যাশা নতুন বাজেটে উন্নত হবে শিক্ষাব্যবস্থা ।

জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে বেশ কয়েকটি দাবি উল্লেখ করেছেন৷ তিনি বলেন, "উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন হিসাবে ঘোষণা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি ৷ তা করা হলে আগামী দিনে প্রচুর শিল্প উত্তরবঙ্গে গড়ে উঠবে৷ তার সঙ্গে আমরা মালদায় একটি এয়ারপোর্ট নির্মাণেরও দাবি জানিয়ে আসছি ৷ তাহলে আগামীতে এই জেলাতেও প্রচুর শিল্প স্থাপনের সম্ভাবনা রয়েছে৷ জেলা ও উত্তরবঙ্গের স্বার্থে এবারও আমাদের সেই দাবি থাকছে৷ সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও চাইছেন, আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক৷ তাহলে একদিকে যেমন মানুষের কর দেওয়ার প্রবণতা বাড়বে, তেমনই কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে ৷ এর সঙ্গে আমরা চাই GST-র সরলীকরণ । বৈদেশিক বাণিজ্যে আরও নজর দেওয়া হোক । মালদার মহদিপুর ও দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রচুর জিনিস বাংলাদেশে রপ্তানি হয়৷ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে ৷ পাশাপাশি বেকার সমস্যারও অনেকটা সমাধান হবে ৷ মালদা ও মুর্শিদাবাদে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখব ৷ এই দুই জেলায় এই শিল্পের ভবিষ্যত রয়েছে৷ কিন্তু ট্যাক্স ফ্রি জোন ঘোষিত না হওয়ায় ব্যবসায়ীরা এই শিল্প স্থাপনে তেমন উৎসাহ দেখাচ্ছেন না ৷ আমরা পেট্রোপণ্যকেও GST-র আওতায় আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি ৷ সেক্ষেত্রে আগামী দিনে পেট্রোল ও ডিজ়েলের দাম কমার সম্ভাবনা থাকবে ৷ এতে জিনিসপত্রের দাম কমারও সম্ভাবনা থাকবে৷ উপকৃত হবে সাধারণ মানুষ৷"

উন্নত শিক্ষা, কৃষি ও শিল্পের আশায় মালদা

বিশিষ্ট অধ্যাপক এবং SSC-র উত্তরাঞ্চল জ়োনের প্রাক্তন চেয়ারম্যান আবদুল অহাব বলেন, "অধ্যাপকদের জন্য যে রিভাইসড স্কেল চালু হচ্ছে, তার ৮০ শতাংশ আগে কেন্দ্র দিত৷ এখন কেন্দ্র সেই খাতে ৪০ শতাংশ দিচ্ছে৷ এতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে ৷ রাজ্য বকেয়া মেটাতে পারছে না ৷ তাই আমার আশা, এই বাজেটে সেই জায়গাটা ঠিক করে দেওয়া হবে ৷ এই জেলার উন্নয়নের জন্য কৃষিতে নজর দেওয়া প্রয়োজন ৷ কৃষিক্ষেত্রে নতুন নতুন গবেষণার প্রয়োজন রয়েছে ৷ এই জেলার ইতিহাসও প্রাচীন ৷ সেই ইতিহাসকে নিয়ে টুরিজ়মের উন্নতি করা যেতে পারে ৷ তাতে আখেরে লাভবান হবে মালদাই ৷ মালদা গৌড়বঙ্গের তিন জেলা ও মুর্শিদাবাদের মাঝামাঝি জায়গায় অবস্থিত ৷ এছাড়াও বিহার ও ঝাড়খণ্ড থেকে প্রচুর রোগী চিকিৎসার জন্য মালদার উপর নির্ভর করে ৷ তাই এবারের বাজেটে এই ক্ষেত্রে মালদার দিকে কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া প্রয়োজন ৷ এখানে এইমস ধাঁচের নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হলে শুধু এই জেলা নয়, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেরও প্রচুর মানুষ উপকৃত হবে ৷ মালদায় একটি রেলওয়ে হাসপাতাল রয়েছে ৷ সেটির পরিকাঠামো উন্নয়নের জন্যও আমি দাবি রাখছি ৷ এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য ছুটছে যুবসমাজ ৷ কারণ, সরকারি অনেক জায়গাতেই বেসরকারিকরণ শুরু হয়ে গিয়েছে ৷ সেই জায়গায় যেসব কোম্পানি কাজ করছে, তাদের উন্নতিকরণ প্রয়োজন ৷ এই মুহূর্তে চাহিদা কমছে ৷ তাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে ৷ বর্তমান সময়ে রাজনীতির স্বার্থে মানুষের নজর ঘোরানো হচ্ছে ৷ মানুষের চিন্তাভাবনাকে কোনও এক জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে ৷ এটা ঠিক নয় ৷ মানুষের চাহিদাকে আগে বাড়ানো প্রয়োজন ৷"

মালদা, 30 জানুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে রাজ্যের বিভিন্ন জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা । একইরকমভাবে কেন্দ্রের প্রতি কিছু চাহিদা ও দাবি রয়েছে মালদারও । একপক্ষ দাবি করেছে করমুক্ত হোক উত্তরবঙ্গ । আরও এক পক্ষের প্রত্যাশা নতুন বাজেটে উন্নত হবে শিক্ষাব্যবস্থা ।

জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে বেশ কয়েকটি দাবি উল্লেখ করেছেন৷ তিনি বলেন, "উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন হিসাবে ঘোষণা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি ৷ তা করা হলে আগামী দিনে প্রচুর শিল্প উত্তরবঙ্গে গড়ে উঠবে৷ তার সঙ্গে আমরা মালদায় একটি এয়ারপোর্ট নির্মাণেরও দাবি জানিয়ে আসছি ৷ তাহলে আগামীতে এই জেলাতেও প্রচুর শিল্প স্থাপনের সম্ভাবনা রয়েছে৷ জেলা ও উত্তরবঙ্গের স্বার্থে এবারও আমাদের সেই দাবি থাকছে৷ সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও চাইছেন, আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক৷ তাহলে একদিকে যেমন মানুষের কর দেওয়ার প্রবণতা বাড়বে, তেমনই কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে ৷ এর সঙ্গে আমরা চাই GST-র সরলীকরণ । বৈদেশিক বাণিজ্যে আরও নজর দেওয়া হোক । মালদার মহদিপুর ও দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রচুর জিনিস বাংলাদেশে রপ্তানি হয়৷ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে ৷ পাশাপাশি বেকার সমস্যারও অনেকটা সমাধান হবে ৷ মালদা ও মুর্শিদাবাদে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখব ৷ এই দুই জেলায় এই শিল্পের ভবিষ্যত রয়েছে৷ কিন্তু ট্যাক্স ফ্রি জোন ঘোষিত না হওয়ায় ব্যবসায়ীরা এই শিল্প স্থাপনে তেমন উৎসাহ দেখাচ্ছেন না ৷ আমরা পেট্রোপণ্যকেও GST-র আওতায় আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি ৷ সেক্ষেত্রে আগামী দিনে পেট্রোল ও ডিজ়েলের দাম কমার সম্ভাবনা থাকবে ৷ এতে জিনিসপত্রের দাম কমারও সম্ভাবনা থাকবে৷ উপকৃত হবে সাধারণ মানুষ৷"

উন্নত শিক্ষা, কৃষি ও শিল্পের আশায় মালদা

বিশিষ্ট অধ্যাপক এবং SSC-র উত্তরাঞ্চল জ়োনের প্রাক্তন চেয়ারম্যান আবদুল অহাব বলেন, "অধ্যাপকদের জন্য যে রিভাইসড স্কেল চালু হচ্ছে, তার ৮০ শতাংশ আগে কেন্দ্র দিত৷ এখন কেন্দ্র সেই খাতে ৪০ শতাংশ দিচ্ছে৷ এতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে ৷ রাজ্য বকেয়া মেটাতে পারছে না ৷ তাই আমার আশা, এই বাজেটে সেই জায়গাটা ঠিক করে দেওয়া হবে ৷ এই জেলার উন্নয়নের জন্য কৃষিতে নজর দেওয়া প্রয়োজন ৷ কৃষিক্ষেত্রে নতুন নতুন গবেষণার প্রয়োজন রয়েছে ৷ এই জেলার ইতিহাসও প্রাচীন ৷ সেই ইতিহাসকে নিয়ে টুরিজ়মের উন্নতি করা যেতে পারে ৷ তাতে আখেরে লাভবান হবে মালদাই ৷ মালদা গৌড়বঙ্গের তিন জেলা ও মুর্শিদাবাদের মাঝামাঝি জায়গায় অবস্থিত ৷ এছাড়াও বিহার ও ঝাড়খণ্ড থেকে প্রচুর রোগী চিকিৎসার জন্য মালদার উপর নির্ভর করে ৷ তাই এবারের বাজেটে এই ক্ষেত্রে মালদার দিকে কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া প্রয়োজন ৷ এখানে এইমস ধাঁচের নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হলে শুধু এই জেলা নয়, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেরও প্রচুর মানুষ উপকৃত হবে ৷ মালদায় একটি রেলওয়ে হাসপাতাল রয়েছে ৷ সেটির পরিকাঠামো উন্নয়নের জন্যও আমি দাবি রাখছি ৷ এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য ছুটছে যুবসমাজ ৷ কারণ, সরকারি অনেক জায়গাতেই বেসরকারিকরণ শুরু হয়ে গিয়েছে ৷ সেই জায়গায় যেসব কোম্পানি কাজ করছে, তাদের উন্নতিকরণ প্রয়োজন ৷ এই মুহূর্তে চাহিদা কমছে ৷ তাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে ৷ বর্তমান সময়ে রাজনীতির স্বার্থে মানুষের নজর ঘোরানো হচ্ছে ৷ মানুষের চিন্তাভাবনাকে কোনও এক জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে ৷ এটা ঠিক নয় ৷ মানুষের চাহিদাকে আগে বাড়ানো প্রয়োজন ৷"

Intro:মালদা, ২৯ জানুয়ারি : মাঝে আর মাত্র কিছুটা সময়৷ আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এই মুহূর্তে বাজেট নিয়ে আলোচনা দেশ জুড়ে৷ কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমার সম্ভাবনা, তা নিয়ে আলোচনা সব মহলে৷ এরই মধ্যে উঠে আসছে কিছু দাবি৷ মালদা জেলাও তার ব্যতিক্রম নয়৷ এই জেলা থেকেও বেশ কয়েকটি দাবি উঠে এসেছে বিভিন্ন স্তরে৷ তারই সন্ধান করেছে ইটিভি ভারত৷


Body:         জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে বেশ কয়েকটি দাবি উল্লেখ করেছেন৷ তিনি বলেন, “উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন হিসাবে ঘোষণা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি৷ তা করা হলে আগামী দিনে প্রচুর শিল্প উত্তরবঙ্গে গড়ে উঠবে৷ তার সঙ্গে আমরা মালদায় একটি এয়ারপোর্ট নির্মাণেরও দাবি জানিয়ে আসছি৷ তাহলে আগামীতে এই জেলাতেও প্রচুর শিল্প স্থাপনের সম্ভাবনা রয়েছে৷ জেলা ও উত্তরবঙ্গের স্বার্থে এবারও আমাদের সেই দাবি থাকছে৷ সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও চাইছেন, আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক৷ তাহলে একদিকে যেমন মানুষের কর দেওয়ার প্রবণতা বাড়বে, তেমনই কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে৷ এর সঙ্গে আমরা চাই জিএসটির সরলীকরণ, বৈদেশিক বাণিজ্যে আরও নজর দেওয়া৷ মালদার মহদিপুর ও দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রচুর জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি হয়৷ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে৷ পাশাপাশি বেকার সমস্যারও অনেকটা সমাধান হবে৷ মালদা ও মুর্শিদাবাদে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখব৷ এই দুই জেলায় এই শিল্পের ভবিষ্যত রয়েছে৷ কিন্তু ট্যাক্স ফ্রি জোন ঘোষিত না হওয়ায় ব্যবসায়ীরা এই শিল্প স্থাপনে তেমন উৎসাহ দেখাচ্ছেন না৷ এমরা পেট্রোপণ্যকেও জিএসটির আওতায় আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি৷ সেক্ষেত্রে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা থাকবে৷ এতে জিনিসপত্রের দাম কমারও সম্ভাবনা থাকবে৷ উপকৃত হবে সাধারণ মানুষ৷”


Conclusion:         বিশিষ্ট অধ্যাপক, এসএসসি’র উত্তরাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান আবদুল অহাব বলেন, “অধ্যাপকদের জন্য যে রিভাইসড স্কেল চালু হচ্ছে, তার ৮০ শতাংশ আগে কেন্দ্র দিত৷ এখন কেন্দ্র সেই খাতে ৪০ শতাংশ দিচ্ছে৷ এতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে৷ রাজ্য বকেয়া মেটাতে পারছে না৷ তাই আমার আশা, এই বাজেটে সেই জায়গাটা ঠিক করে দেওয়া হবে৷ এই জেলার উন্নয়নের জন্য কৃষিতে নজর দেওয়া প্রয়োজন৷ কৃষিক্ষেত্রে নতুন নতুন গবেষণার প্রয়োজন রয়েছে৷ এই জেলার ইতিহাসও অতি প্রাচীন৷ সেই ইতিহাসকে নিয়ে টুরিজমের উন্নতি করা যেতে পারে৷ তাতে আখেরে লাভবান হবে মালদা জেলাই৷ মালদা গৌড়বঙ্গের তিন জেলা ও মুর্শিদাবাদের মাঝামাঝি জায়গায় অবস্থিত৷ এছাড়াও বিহার ও ঝাড়খণ্ড থেকে প্রচুর রোগী চিকিৎসার জন্য মালদার উপর নির্ভর করে৷ তাই এবারের বাজেটে এই ক্ষেত্রে মালদার দিকে কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া প্রয়োজন৷ এখানে এইমস ধাঁচের নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হলে শুধু এই জেলা নয়, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেরও প্রচুর মানুষ উপকৃত হবে৷ মালদায় একটি রেলওয়ে হাসপাতাল রয়েছে৷ সেটির পরিকাঠামো উন্নয়নের জন্যও আমি দাবি রাখছি৷ এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য ছুটছে যুবসমাজ৷ কারণ, সরকারি অনেক জায়গাতেই বেসরকারিকরণ শুরু হয়ে গিয়েছে৷ সেই জায়গায় যেসব কোম্পানি কাজ করছে, তাদের উন্নতিকরণ প্রয়োজন৷ কারণ, এই মুহূর্তে চাহিদা কমছে৷ তাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে৷ বর্তমান সময়ে রাজনীতির স্বার্থে মানুষের নজর ঘোরানো হচ্ছে৷ মানুষের চিন্তাভাবনাকে কোনও এক জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে৷ এটা ঠিক নয়৷ মানুষের চাহিদাকে আগে বাড়ানো প্রয়োজন৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.