ETV Bharat / state

Malda Dacoity: মালদায় ডাকাতি করতে এসে দুল খুলতে না পেরে কান কেটে নিল দুষ্কৃতীরা

ডাকাতি করতে এসে দুল খুলতে না পেরে এক মহিলার কান কেটে নিয়ে পালাল দুষ্কৃতীরা (Dacoits cut off woman ear)৷ মালদার (Malda Dacoity) মানিকচকের ঘটনা ৷

Unable to open earring dacoits cut off woman ear in Malda
মালদায় ডাকাতি করতে এসে দুল খুলতে না পেরে কান কেটে নিল দুষ্কৃতীরা
author img

By

Published : Nov 14, 2022, 7:54 PM IST

মালদা, 14 নভেম্বর: ঘরে শুয়েছিল মা-মেয়ে । ডাকাত দল মারধর করে মায়ের কানের দুল ছিনিয়ে নিতে পারলেও মেয়ের এক কানের দুল খুলতে পারেনি । অবশেষে কান কেটে সেই সোনার দুল নিয়ে পালাল দুষ্কৃতীরা । আক্রান্ত মা ও মেয়ে বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের (Malda Dacoity) গোপালপুর এলাকায় ।

আক্রান্ত মা ও মেয়ের নাম নূসেরা বেওয়া (62) ও রুলেখা বিবি (45)। বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় (Dacoits cut off woman ear)। মেয়ে রুলেখা ও ছেলে তাসিরুদ্দিনকে নিয়েই বাড়িতে থাকতেন নূসেরা বেওয়া । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাবার খাওয়ার পর তাসিরুদ্দিন নিজের ঘরে ঘুমোতে চলে যান । পাশের ঘরে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন নূসেরা বেওয়াও । অভিযোগ, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢোকে । তাসিরুদ্দিনের ঘরের দরজা শিকল দিয়ে বন্ধ করে পাশের ঘরে ঢোকে দুষ্কৃতীরা । নূসেরা ও রুলেখাকে মারধর করে সোনার কানের দুল ছিনিয়ে নেয় । রুলেখার ডান কানের দুল খুলতে না পারায় ডান কান কেটে নেয় দুষ্কৃতীরা । চিৎকারে তাসিরুদ্দিন বাইরে বেরোনোর চেষ্টা করেও ব্যর্থ হন ।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়দের সহযোগিতায় নূসেরা ও রুলেখাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা ।

আরও পড়ুন: বাথরুমে ঢুকে রোগীর স্ত্রী'র শ্লীলতাহানি, অভিযুক্ত হাসপাতালের সাফাইকর্মী

মহম্মদ তাসিরুদ্দিন বলেন, “রাতে খাবার খাওয়ার পর আমি নিজের ঘরে ঘুমোতে চলে গিয়েছিলাম । মা ও দিদি অন্য ঘরে শুয়েছিল । রাতে কিছু দুষ্কৃতী আমার ঘর বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে দেয় । পাশের ঘরে ঢুকে মা ও দিদির সোনার কানের দুল ছিনিয়ে নেয় । বোনের ডান কান থেকে দুল নিতে না পারায় মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে কান ছিঁড়ে নিয়ে চলে যায় । মা-বোনের চিৎকার শুনে আমি বাইরে আসার চেষ্টা করি । কিন্তু বাইরে থেকে শিকল দিয়ে ঘর বন্ধ করে দেওয়ায় বাইরে বেরোতে পারিনি । মা-বোন এখন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন । বিষয়টি আমরা মৌখিকভাবে পুলিশে জানিয়েছি । পুলিশ বাড়িতে এসেছিল । দুষ্কৃতীরা বাড়ি থেকে টাকা পয়সা-সহ আর কী কী নিয়ে গিয়েছে তা এখনই বলা যাবে না ।”

মালদা, 14 নভেম্বর: ঘরে শুয়েছিল মা-মেয়ে । ডাকাত দল মারধর করে মায়ের কানের দুল ছিনিয়ে নিতে পারলেও মেয়ের এক কানের দুল খুলতে পারেনি । অবশেষে কান কেটে সেই সোনার দুল নিয়ে পালাল দুষ্কৃতীরা । আক্রান্ত মা ও মেয়ে বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের (Malda Dacoity) গোপালপুর এলাকায় ।

আক্রান্ত মা ও মেয়ের নাম নূসেরা বেওয়া (62) ও রুলেখা বিবি (45)। বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় (Dacoits cut off woman ear)। মেয়ে রুলেখা ও ছেলে তাসিরুদ্দিনকে নিয়েই বাড়িতে থাকতেন নূসেরা বেওয়া । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাবার খাওয়ার পর তাসিরুদ্দিন নিজের ঘরে ঘুমোতে চলে যান । পাশের ঘরে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন নূসেরা বেওয়াও । অভিযোগ, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢোকে । তাসিরুদ্দিনের ঘরের দরজা শিকল দিয়ে বন্ধ করে পাশের ঘরে ঢোকে দুষ্কৃতীরা । নূসেরা ও রুলেখাকে মারধর করে সোনার কানের দুল ছিনিয়ে নেয় । রুলেখার ডান কানের দুল খুলতে না পারায় ডান কান কেটে নেয় দুষ্কৃতীরা । চিৎকারে তাসিরুদ্দিন বাইরে বেরোনোর চেষ্টা করেও ব্যর্থ হন ।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়দের সহযোগিতায় নূসেরা ও রুলেখাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা ।

আরও পড়ুন: বাথরুমে ঢুকে রোগীর স্ত্রী'র শ্লীলতাহানি, অভিযুক্ত হাসপাতালের সাফাইকর্মী

মহম্মদ তাসিরুদ্দিন বলেন, “রাতে খাবার খাওয়ার পর আমি নিজের ঘরে ঘুমোতে চলে গিয়েছিলাম । মা ও দিদি অন্য ঘরে শুয়েছিল । রাতে কিছু দুষ্কৃতী আমার ঘর বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে দেয় । পাশের ঘরে ঢুকে মা ও দিদির সোনার কানের দুল ছিনিয়ে নেয় । বোনের ডান কান থেকে দুল নিতে না পারায় মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে কান ছিঁড়ে নিয়ে চলে যায় । মা-বোনের চিৎকার শুনে আমি বাইরে আসার চেষ্টা করি । কিন্তু বাইরে থেকে শিকল দিয়ে ঘর বন্ধ করে দেওয়ায় বাইরে বেরোতে পারিনি । মা-বোন এখন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন । বিষয়টি আমরা মৌখিকভাবে পুলিশে জানিয়েছি । পুলিশ বাড়িতে এসেছিল । দুষ্কৃতীরা বাড়ি থেকে টাকা পয়সা-সহ আর কী কী নিয়ে গিয়েছে তা এখনই বলা যাবে না ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.