ETV Bharat / state

Trinamool Congress: ইটভাটার দখল নিয়ে সংঘর্ষ দুই প্রভাবশালী তৃণমূল নেতার, ভোটের আগে অস্বস্তি শাসক দলে - তৃণমূল কংগ্রেস

ইটভাটা নিয়ে পারিবারিক বিবাদ মালদার (Malda) চাঁচলে ৷ যাঁদের মধ্যে বিবাদ, তাঁরা আবার এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ৷ ফলে এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

two-trinamool-congress-leaders-clash-to-take-control-of-brick-kiln
Trinamool Congress: ইটভাটার দখল নিয়ে সংঘর্ষ দুই প্রভাবশালী তৃণমূল নেতার, ভোটের আগে অস্বস্তি শাসক দলে
author img

By

Published : Oct 28, 2022, 5:44 PM IST

মালদা, 28 অক্টোবর: একজন পঞ্চায়েত প্রধানের স্বামী, অন্যজন ব্লক তৃণমূলের সহ-সভাপতি ৷ দু’জন একই পরিবারের ৷ তাঁদের মধ্যেই পারিবারিক ইটভাটা নিয়ে বিবাদ ৷ আজ, শুক্রবার সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয় ৷ এনিয়ে দু’পক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মালদার (Malda) চাঁচল ১ নম্বর ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের বীরস্থলি এলাকায় ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে এই ঘটনা ঘিরে অস্বস্তিতে শাসকদল ৷ যদিও গোটা বিষয়টিকে পারিবারিক বলে এড়িয়ে গিয়েছেন ব্লক তৃণমূল (Trinamool Congress) সভাপতি ৷

চাঁচলের বীরস্থলিতে 81 নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে বিতর্কিত ইটভাটাটি ৷ সেই ভাটার মালিক ব্লক তৃণমূলের সহ-সভাপতি আফজল হোসেন ৷ তিনি চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ৷ কাকার কাছ থেকে লিজ নিয়ে তিনি সেই ভাটা চালাচ্ছেন ৷ তাঁর ভাই আনোয়ার হোসেনই ভাটা দেখাশোনা করেন ৷ আনোয়ারও এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ৷

অভিযোগ, আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী মোক্তার হোসেন দলবল নিয়ে সেই ভাটা দখল করতে যান ৷ ভাটা দখলে বাধা দিতে গেলে মোক্তার ও তাঁর দলবল আফজলকে মারধর করে ৷ আনোয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় ৷ ভাটার অফিসে ভাঙচুর চালানো হয় ৷ প্রাণ বাঁচাতে তাঁরা সেখান থেকে পালিয়ে যান ৷ পরে আনোয়ার চাঁচল থানায় মোক্তার হোসেন-সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

আফজল হোসেন বলেন, “আজ প্রধানের স্বামী ও পঞ্চায়েতের বিরোধী দলনেতা দলবল নিয়ে আমার ভাটা দখল করার চেষ্টা করে ৷ বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে ৷ আমার ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ৷ ভাইয়ের সঙ্গে থাকা দু’লাখ টাকা ছিনতাই করে ৷ হুমকি দেয়, ভাটা না ছাড়লে ওরা আমাদের খুন করবে ৷ 2015 সালে আমাদের পারিবারিক তিনটি ভাটা ভাগাভাগি হয়ে যায় ৷ এই ভাটাটি আমরা কাকার কাছ থেকে লিজে নিয়েছি ৷ ওদের কাছে যদি নথিপত্র থাকে, তবে ওরা তা আদালতে পেশ করুক ৷”

আনোয়ার বলেন, “সকাল 8টার সময় দাদা ফোনে আমাকে সব কথা জানিয়ে ভাটাতে ডাকে ৷ আমি সেখানে গিয়ে দেখি, মোক্তার হোসেন-সহ তার দলবল ভাটা শ্রমিককে হুমকি দিচ্ছে ৷ আমি তাদের আইনের পথে যেতে বলি ৷ তখনই ওরা আমাদের উপর হামলা চালায়৷ আমার গলা লক্ষ্য করে হাঁসুয়া চালায় ৷ আঘাত আটকাতে গেলে হাঁসুয়ার কোপ আমার হাতে লাগে ৷ এই জমিটা আমার কাকা আলি হোসেনের ৷ আমরা কাকার কাছ থেকে জমিটা লিজ নিয়ে ভাটা চালাচ্ছি ৷ অথচ কাকা আমাদের বলছেন, আমাদেরই তিনি জমি লিজ দিয়েছেন ৷ এনিয়ে আমরা থানায় অভিযোগ জানিয়েছি ৷”

যদিও মোক্তার হোসেনের বক্তব্য, “এটা পারিবারিক গন্ডগোল ৷ এখানে দল কিংবা রাজনীতির কোনও ঘটনা নেই ৷ ভাটা আমার ছোট কাকার নামে ৷ ওরা জোর করে ভাটা দখল করে রেখেছে ৷ কাকা বারণ করতে গেলে ওরা তাঁকে খুনের চেষ্টা করে ৷ সেই খবর পেয়ে আমরা সেখানে গেলে ওরা আমার গলায় হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করেছিল ৷ ওদের ওখানে সিসি ক্যামেরা রয়েছে ৷ ক্ষমতা থাকলে ওরা সিসিটিভির ফুটেজ দেখাক ৷ এখানে পঞ্চায়েতেরও কোনও ব্যাপার নেই ৷ পারিবারিক দ্বন্দ্বকে ওরা রাজনৈতিক করার চেষ্টা করছে ৷”

two-trinamool-congress-leaders-clash-to-take-control-of-brick-kiln
অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী

এনিয়ে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি বলেন, “ওটা পুরোপুরি পারিবারিক গন্ডগোল ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ দলেরও কোনও সম্পর্ক নেই ৷ তারা আইনের আশ্রয় নিতেই পারে ৷ আইন আইনের পথে চলবে ৷ এক্ষেত্রে দল কারও পাশে নেই ৷”

Trinamool Congress: ইটভাটার দখল নিয়ে সংঘর্ষ দুই প্রভাবশালী তৃণমূল নেতার, ভোটের আগে অস্বস্তি শাসক দলে

আরও পড়ুন: জমি বিবাদে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

মালদা, 28 অক্টোবর: একজন পঞ্চায়েত প্রধানের স্বামী, অন্যজন ব্লক তৃণমূলের সহ-সভাপতি ৷ দু’জন একই পরিবারের ৷ তাঁদের মধ্যেই পারিবারিক ইটভাটা নিয়ে বিবাদ ৷ আজ, শুক্রবার সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয় ৷ এনিয়ে দু’পক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মালদার (Malda) চাঁচল ১ নম্বর ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের বীরস্থলি এলাকায় ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে এই ঘটনা ঘিরে অস্বস্তিতে শাসকদল ৷ যদিও গোটা বিষয়টিকে পারিবারিক বলে এড়িয়ে গিয়েছেন ব্লক তৃণমূল (Trinamool Congress) সভাপতি ৷

চাঁচলের বীরস্থলিতে 81 নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে বিতর্কিত ইটভাটাটি ৷ সেই ভাটার মালিক ব্লক তৃণমূলের সহ-সভাপতি আফজল হোসেন ৷ তিনি চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ৷ কাকার কাছ থেকে লিজ নিয়ে তিনি সেই ভাটা চালাচ্ছেন ৷ তাঁর ভাই আনোয়ার হোসেনই ভাটা দেখাশোনা করেন ৷ আনোয়ারও এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ৷

অভিযোগ, আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী মোক্তার হোসেন দলবল নিয়ে সেই ভাটা দখল করতে যান ৷ ভাটা দখলে বাধা দিতে গেলে মোক্তার ও তাঁর দলবল আফজলকে মারধর করে ৷ আনোয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় ৷ ভাটার অফিসে ভাঙচুর চালানো হয় ৷ প্রাণ বাঁচাতে তাঁরা সেখান থেকে পালিয়ে যান ৷ পরে আনোয়ার চাঁচল থানায় মোক্তার হোসেন-সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

আফজল হোসেন বলেন, “আজ প্রধানের স্বামী ও পঞ্চায়েতের বিরোধী দলনেতা দলবল নিয়ে আমার ভাটা দখল করার চেষ্টা করে ৷ বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে ৷ আমার ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ৷ ভাইয়ের সঙ্গে থাকা দু’লাখ টাকা ছিনতাই করে ৷ হুমকি দেয়, ভাটা না ছাড়লে ওরা আমাদের খুন করবে ৷ 2015 সালে আমাদের পারিবারিক তিনটি ভাটা ভাগাভাগি হয়ে যায় ৷ এই ভাটাটি আমরা কাকার কাছ থেকে লিজে নিয়েছি ৷ ওদের কাছে যদি নথিপত্র থাকে, তবে ওরা তা আদালতে পেশ করুক ৷”

আনোয়ার বলেন, “সকাল 8টার সময় দাদা ফোনে আমাকে সব কথা জানিয়ে ভাটাতে ডাকে ৷ আমি সেখানে গিয়ে দেখি, মোক্তার হোসেন-সহ তার দলবল ভাটা শ্রমিককে হুমকি দিচ্ছে ৷ আমি তাদের আইনের পথে যেতে বলি ৷ তখনই ওরা আমাদের উপর হামলা চালায়৷ আমার গলা লক্ষ্য করে হাঁসুয়া চালায় ৷ আঘাত আটকাতে গেলে হাঁসুয়ার কোপ আমার হাতে লাগে ৷ এই জমিটা আমার কাকা আলি হোসেনের ৷ আমরা কাকার কাছ থেকে জমিটা লিজ নিয়ে ভাটা চালাচ্ছি ৷ অথচ কাকা আমাদের বলছেন, আমাদেরই তিনি জমি লিজ দিয়েছেন ৷ এনিয়ে আমরা থানায় অভিযোগ জানিয়েছি ৷”

যদিও মোক্তার হোসেনের বক্তব্য, “এটা পারিবারিক গন্ডগোল ৷ এখানে দল কিংবা রাজনীতির কোনও ঘটনা নেই ৷ ভাটা আমার ছোট কাকার নামে ৷ ওরা জোর করে ভাটা দখল করে রেখেছে ৷ কাকা বারণ করতে গেলে ওরা তাঁকে খুনের চেষ্টা করে ৷ সেই খবর পেয়ে আমরা সেখানে গেলে ওরা আমার গলায় হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করেছিল ৷ ওদের ওখানে সিসি ক্যামেরা রয়েছে ৷ ক্ষমতা থাকলে ওরা সিসিটিভির ফুটেজ দেখাক ৷ এখানে পঞ্চায়েতেরও কোনও ব্যাপার নেই ৷ পারিবারিক দ্বন্দ্বকে ওরা রাজনৈতিক করার চেষ্টা করছে ৷”

two-trinamool-congress-leaders-clash-to-take-control-of-brick-kiln
অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী

এনিয়ে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি বলেন, “ওটা পুরোপুরি পারিবারিক গন্ডগোল ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ দলেরও কোনও সম্পর্ক নেই ৷ তারা আইনের আশ্রয় নিতেই পারে ৷ আইন আইনের পথে চলবে ৷ এক্ষেত্রে দল কারও পাশে নেই ৷”

Trinamool Congress: ইটভাটার দখল নিয়ে সংঘর্ষ দুই প্রভাবশালী তৃণমূল নেতার, ভোটের আগে অস্বস্তি শাসক দলে

আরও পড়ুন: জমি বিবাদে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.