ETV Bharat / state

মালদায় মাস্কেট ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার 2 ব্যক্তি - Masket

মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ গতকাল রাতে দুই ব্যক্তিকে এক রাউন্ড তাজা কার্তুজ এবং একটি মাস্কেট সহ গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও অসামাজিক কাজকর্মের জন্যই ওই অস্ত্র ব্যবহার করা হতো।

Masket and Cartridge
Masket and Cartridge
author img

By

Published : Jun 20, 2020, 10:47 PM IST

মালদা, 20 জুন : গোপন সূত্রে খবর পেয়ে মাস্কেট ও তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হলে তাদের তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল দুর্গারামতলা গ্রামের এক বাসিন্দার বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একটি মাস্কেট ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় অজিত মণ্ডল (40) ও তার সহযোগী সার্জেন মণ্ডলকে (32)।

বৈষ্ণবনগর থানার পুলিশ জানায়, ধৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের তিনদিনের পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন । প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও অসামাজিক কাজের জন্যই এই অস্ত্র ব্যবহার করা হতো । ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মালদা, 20 জুন : গোপন সূত্রে খবর পেয়ে মাস্কেট ও তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হলে তাদের তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল দুর্গারামতলা গ্রামের এক বাসিন্দার বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একটি মাস্কেট ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় অজিত মণ্ডল (40) ও তার সহযোগী সার্জেন মণ্ডলকে (32)।

বৈষ্ণবনগর থানার পুলিশ জানায়, ধৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের তিনদিনের পুলিশি হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন । প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও অসামাজিক কাজের জন্যই এই অস্ত্র ব্যবহার করা হতো । ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.