মালদা, 23 এপ্রিল : কাশ্মীরে কাজে গিয়েছিলেন মালদার দুই শ্রমিক ৷ হঠাৎই চলল জঙ্গিদের গুলি ৷ আর তাতেই আহত হলেন বছর একুশের আনিকুল ইসলাম ও সাতাশ বছরের নাজিবুল আলম (Two Malda Migrant Labourers Shot at by Terrorist in J&K) ৷ তাঁরা কাশ্মীরের আপেল বাগানে কাজ করতেন ৷ আনিকুলের বাড়ি চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপাড়া গ্রামে । নাজিবুলের বাড়ি জালালপুর গ্রাম পঞ্চায়েতের হজরতপুর গ্রামে । পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় গতকাল জঙ্গিদের গুলি চলেছিল ৷
প্রায় এক মাস আগে এলাকারই আরও কিছু শ্রমিকের সঙ্গে তাঁরা কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন । বদগাম জেলায় খানদায় তাঁরা কর্মরত ছিলেন । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল ইফতারের পর তাঁরা রান্নাবান্না করছিলেন । সন্ধে সাতটার পর আনিকুল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন । সেইসময়ই গুলিবিদ্ধ হন তিনি ৷ তাঁর স্ত্রী মেলিনা বিবির কথায়, "গতকাল সন্ধে সাতটা নাগাদ ওর সঙ্গে কথা হচ্ছিল । হঠাৎ গুলির আওয়াজ শুনি । তখনই ওর কথাবার্তা বন্ধ হয়ে যায় । তখন সেখানকার এক প্রতিবেশী হিন্দিতে ফোনে আমায় জানায়, আমার স্বামীর মাথায় আর কাঁধে গুলি লেগেছে । তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে । তারপর থেকে ওর আর কোনও খোঁজ পাচ্ছি না ।" তিনি আরও বলেন, "আমার আরও এক ভাইয়েরও দু'টো গুলি লেগেছে । তারও কোনও খবর পাওয়া যাচ্ছে না । আমরা ওদের জন্য খুব চিন্তায় আছি । প্রশাসনের কেউ এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি ।"
আরও পড়ুন : সরকারি হোম থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল 2 কিশোর
এই খবর পেয়ে এদিন আনিকুল ও নাজিবুলের বাড়িতে যান মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকসি । তিনি বলেন, "এই ঘটনায় আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি । ওদের নিয়ে সবাই দুশ্চিন্তায় রয়েছে । আমরা এনিয়ে জেলাশাসক এবং রাজ্যের সঙ্গে কথা বলব । এই দুই শ্রমিকের পরিবারকে যাবতীয় সহায়তা করা হবে ।"