ETV Bharat / state

মদ-ফেনসিডিল পাচারের চেষ্টা, সিভিক ভলান্টিয়র-সহ ধৃত 2 - মদ ও ফেন্সিডিল পাচার করতে গিয়ে সিভিক ভলান্টিয়ার সহ ধৃত দুই৷

গাড়িতে মদের বোতল ও ফেনসিডিল -সহ এক সিভিক ভলান্টিয়রসহ এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ ৷ হবিবপুর থানা এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়র ও গাড়ির চালককে ৷

two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
মদ ও ফেন্সিডিল পাচার করতে গিয়ে সিভিক ভলান্টিয়রসহ ধৃত 2
author img

By

Published : Apr 13, 2020, 6:17 PM IST

মালদা, 13 এপ্রিল : লকডাউনে মানুষদের কাছে মদের বোতল পৌঁছে দিচ্ছে সিভিক ভলান্টিয়ারদের একাংশ ৷ গত কয়েকদিন ধরেই এমনই অভিযোগ উঠছিল ৷ আজ গাড়িতে মদের বোতল ও ফেনসিডিল সহ সিভিক ভলান্টিয়র এবং এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ ৷ হবিবপুর থানা এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়র ও গাড়ির চালককে ৷ নাম পার্থপ্রতিম মণ্ডল ও প্রশান্ত মণ্ডল ৷ আগামীকাল ধৃতদের জেলা আদালতে তোলা হবে ৷

two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
পাচারে ব্যবহৃত উদ্ধার হওয়া গাড়ি
two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
পার্থ প্রতিম মণ্ডল
two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
প্রশান্ত মণ্ডল

লকডাউনে বন্ধ মদের দোকান ৷ প্রতিদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিকবার বন্ধ মদের দোকানের সামনে ঘোরাঘুরি করছে নেশাড়ুরা ৷ কিন্তু প্রতিদিনই বিফল হচ্ছে তারা ৷ গোটা জেলায় একটি মদের দোকানও লকডাউনের মধ্যে খোলেনি ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরাও ৷ তাদের কাছ থেকে অনেকেই মদের বোতল সংগ্রহ করছে ৷ তার জন্য দ্বিগুণ, এমনকী, তিনগুণ দাম দিতেও পরোয়া নেই ৷ গত কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল, এই সুযোগে পথে নেমে পড়েছে কিছু সিভিক ভলান্টিয়রও ৷ শুধু মদ নয়, যে কোনও নেশার সামগ্রী বেশি দামে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে তারা ৷ যদিও এর কোনও প্রমাণ মিলছিল না ৷ আজ একটি গাড়ি মালদা থেকে হবিবপুরের দিকে যাচ্ছিল ৷ আইহোর কাছে মালদা-নালাগোলা রাজ্য সড়কে নাকা চেকিং পোস্টে গাড়িটিকে থামায় হবিবপুর থানার পুলিশ ৷ গাড়ি থেকে একটি মদের বোতল ও 5 টি ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রেপ্তার করা হয় মূল পাচারকারী পার্থপ্রতিম মণ্ডল ও গাড়িচালক প্রশান্ত মণ্ডলকে ৷ পার্থপ্রতিম মালদা থানায় সিভিক ভলান্টিয়র হিসাবে কর্মরত ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লিতে ৷ প্রশান্তর বাড়ি পুরাতন মালদারই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায় ৷

হবিবপুর থানার পুলিশ সূত্রে খবর, "লকডাউনের মধ্যে মদ ও ফেনসিডিলের বোতল পাচার করার সময় আইহো নাকা চেকিং পোস্টে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের একজন সিভিক ভলান্টিয়র ৷ ওই গাড়িটিকেও আটক করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে ৷ আগামীকাল তাদের জেলা আদালতে পেশ করা হবে ৷ তবে তারা কোথায় ওই মাদকদ্রব্য সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ "

মালদা, 13 এপ্রিল : লকডাউনে মানুষদের কাছে মদের বোতল পৌঁছে দিচ্ছে সিভিক ভলান্টিয়ারদের একাংশ ৷ গত কয়েকদিন ধরেই এমনই অভিযোগ উঠছিল ৷ আজ গাড়িতে মদের বোতল ও ফেনসিডিল সহ সিভিক ভলান্টিয়র এবং এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ ৷ হবিবপুর থানা এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়র ও গাড়ির চালককে ৷ নাম পার্থপ্রতিম মণ্ডল ও প্রশান্ত মণ্ডল ৷ আগামীকাল ধৃতদের জেলা আদালতে তোলা হবে ৷

two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
পাচারে ব্যবহৃত উদ্ধার হওয়া গাড়ি
two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
পার্থ প্রতিম মণ্ডল
two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle  in malda
প্রশান্ত মণ্ডল

লকডাউনে বন্ধ মদের দোকান ৷ প্রতিদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিকবার বন্ধ মদের দোকানের সামনে ঘোরাঘুরি করছে নেশাড়ুরা ৷ কিন্তু প্রতিদিনই বিফল হচ্ছে তারা ৷ গোটা জেলায় একটি মদের দোকানও লকডাউনের মধ্যে খোলেনি ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরাও ৷ তাদের কাছ থেকে অনেকেই মদের বোতল সংগ্রহ করছে ৷ তার জন্য দ্বিগুণ, এমনকী, তিনগুণ দাম দিতেও পরোয়া নেই ৷ গত কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল, এই সুযোগে পথে নেমে পড়েছে কিছু সিভিক ভলান্টিয়রও ৷ শুধু মদ নয়, যে কোনও নেশার সামগ্রী বেশি দামে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে তারা ৷ যদিও এর কোনও প্রমাণ মিলছিল না ৷ আজ একটি গাড়ি মালদা থেকে হবিবপুরের দিকে যাচ্ছিল ৷ আইহোর কাছে মালদা-নালাগোলা রাজ্য সড়কে নাকা চেকিং পোস্টে গাড়িটিকে থামায় হবিবপুর থানার পুলিশ ৷ গাড়ি থেকে একটি মদের বোতল ও 5 টি ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রেপ্তার করা হয় মূল পাচারকারী পার্থপ্রতিম মণ্ডল ও গাড়িচালক প্রশান্ত মণ্ডলকে ৷ পার্থপ্রতিম মালদা থানায় সিভিক ভলান্টিয়র হিসাবে কর্মরত ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লিতে ৷ প্রশান্তর বাড়ি পুরাতন মালদারই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায় ৷

হবিবপুর থানার পুলিশ সূত্রে খবর, "লকডাউনের মধ্যে মদ ও ফেনসিডিলের বোতল পাচার করার সময় আইহো নাকা চেকিং পোস্টে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের একজন সিভিক ভলান্টিয়র ৷ ওই গাড়িটিকেও আটক করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে ৷ আগামীকাল তাদের জেলা আদালতে পেশ করা হবে ৷ তবে তারা কোথায় ওই মাদকদ্রব্য সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ "

For All Latest Updates

TAGGED:

malda
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.