মালদা, 13 এপ্রিল : লকডাউনে মানুষদের কাছে মদের বোতল পৌঁছে দিচ্ছে সিভিক ভলান্টিয়ারদের একাংশ ৷ গত কয়েকদিন ধরেই এমনই অভিযোগ উঠছিল ৷ আজ গাড়িতে মদের বোতল ও ফেনসিডিল সহ সিভিক ভলান্টিয়র এবং এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ ৷ হবিবপুর থানা এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়র ও গাড়ির চালককে ৷ নাম পার্থপ্রতিম মণ্ডল ও প্রশান্ত মণ্ডল ৷ আগামীকাল ধৃতদের জেলা আদালতে তোলা হবে ৷
![two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle in malda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-01-civic-arrest-with-liquor-7203520_13042020162004_1304f_1586775004_1098.jpeg)
![two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle in malda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-01-civic-arrest-with-liquor-7203520_13042020162004_1304f_1586775004_40.jpeg)
![two including civic volunteer arrested for trafficking liquor and phensidyle in malda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mld-01-civic-arrest-with-liquor-7203520_13042020162004_1304f_1586775004_563.jpeg)
লকডাউনে বন্ধ মদের দোকান ৷ প্রতিদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিকবার বন্ধ মদের দোকানের সামনে ঘোরাঘুরি করছে নেশাড়ুরা ৷ কিন্তু প্রতিদিনই বিফল হচ্ছে তারা ৷ গোটা জেলায় একটি মদের দোকানও লকডাউনের মধ্যে খোলেনি ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরাও ৷ তাদের কাছ থেকে অনেকেই মদের বোতল সংগ্রহ করছে ৷ তার জন্য দ্বিগুণ, এমনকী, তিনগুণ দাম দিতেও পরোয়া নেই ৷ গত কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল, এই সুযোগে পথে নেমে পড়েছে কিছু সিভিক ভলান্টিয়রও ৷ শুধু মদ নয়, যে কোনও নেশার সামগ্রী বেশি দামে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে তারা ৷ যদিও এর কোনও প্রমাণ মিলছিল না ৷ আজ একটি গাড়ি মালদা থেকে হবিবপুরের দিকে যাচ্ছিল ৷ আইহোর কাছে মালদা-নালাগোলা রাজ্য সড়কে নাকা চেকিং পোস্টে গাড়িটিকে থামায় হবিবপুর থানার পুলিশ ৷ গাড়ি থেকে একটি মদের বোতল ও 5 টি ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রেপ্তার করা হয় মূল পাচারকারী পার্থপ্রতিম মণ্ডল ও গাড়িচালক প্রশান্ত মণ্ডলকে ৷ পার্থপ্রতিম মালদা থানায় সিভিক ভলান্টিয়র হিসাবে কর্মরত ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লিতে ৷ প্রশান্তর বাড়ি পুরাতন মালদারই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায় ৷
হবিবপুর থানার পুলিশ সূত্রে খবর, "লকডাউনের মধ্যে মদ ও ফেনসিডিলের বোতল পাচার করার সময় আইহো নাকা চেকিং পোস্টে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের একজন সিভিক ভলান্টিয়র ৷ ওই গাড়িটিকেও আটক করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে ৷ আগামীকাল তাদের জেলা আদালতে পেশ করা হবে ৷ তবে তারা কোথায় ওই মাদকদ্রব্য সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ "