ETV Bharat / state

Two Brothers Drowned: মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই - মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের

ছুটির দিনের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে (Brothers Drowned in River) ৷ নদীতে মাছ ধরতে গিয়ে মালদায় জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের ভাই ৷ মাছ ধরার সময় নদীতে চোরা স্রোত আসায় তারা বেসামাল হয়ে তলিয়ে যায় ৷ ঘণ্টা দু‘য়েক পরে তাদের জেহ উদ্ধার হয় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 19, 2023, 11:05 PM IST

জলে ডুবে মৃত দুই নাবালক

মালদা, 19 মার্চ: রবিবার স্কুল ছুটি ৷ তাই বাড়ির কাছে নদীতে মাছ ধরতে গিয়েছিল দুই ভাই (Brothers Drowned in River in Malda)৷ তারা যে আর ঘরে ফিরতে পারবে না কে জানত ? মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের ভাইয়ের ৷ রবিবার মালদার রতুয়া 1নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের বাখরা গ্রামের ঘটনা ৷ স্থানীয় মানুষজনই দুই ভাইয়ের নিথর দেহ নদী থেকে উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রতুয়া থানার পুলিশ ৷ দেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ আগামিকাল ময়নাতদন্ত করা হবে ৷ ঘটনায় এলকায় নেমে এসেছে শোকের ছায়া (Malda Unpleasant Incident)৷

মৃত দুই ভাইয়ের নাম রৌনক আনসারি ও ইশান আনসারি ৷ রৌনকের বয়স ন’বছর, ইশানের আট ৷ গ্রামের প্রাথমিক স্কুলে চতুর্থ ও তৃতীয় শ্রেণির পড়ুয়া ৷ স্থানীয় বাখরা গ্রামের মোমিন পাড়ার বাসিন্দা তারা ৷ বাবা রব্বানি আনসারি পেশায় পরিযায়ী শ্রমিক ৷ আজই তিনি ভিনরাজ্যে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ মালদা স্টেশনে যখন তিনি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, তখন তিনি দুই ছেলের মৃত্যু সংবাদ পান ৷ স্টেশন থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

আরও পড়ুন : বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

সূত্রের খবর, রবিবার স্কুল ছুটি থাকায় দুপুর 12টা নাগাদ দুই ভাই কালিন্দ্রী নদীতে মাছ ধরতে গিয়েছিল ৷ গ্রামের আরও এক কিশোর তাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ৷ নদীর জলে নেমে গামছায় মাছ ধরছিল তারা ৷ হঠাৎ নদীর চোরা স্রোতে পড়ে যায় তারা ৷ তলিয়ে যেতে শুরু করে তিনজনই ৷ সেই সময় ঘাটে থাকা কয়েকজনের ঘটনাটি চোখে পড়ে ৷ একজনকে তাঁরা উদ্ধারও করেন ৷ কিন্তু রৌনক-ইশানকে তাঁরা উদ্ধার করতে পারেননি ৷ দু‘জনেই নদীতে তলিয়ে যায় ৷ প্রাণে বেঁচে যাওয়া কিশোর রৌনকদের বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায় ৷ বাড়ির লোকজন দ্রুত নদীর তীরে চলে আসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামবাসীরাও ৷ খবর দেওয়া হয় রতুয়া থানায় ৷ পুলিশের তরফে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিদেরও খবর দেওয়া হয় ৷ তবে ঘণ্টাদু’য়েক খোঁজাখুঁজির পর গ্রামবাসীরাই ঘাট থেকে প্রায় 50 মিটার দূর থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন ৷

জলে ডুবে মৃত দুই নাবালক

মালদা, 19 মার্চ: রবিবার স্কুল ছুটি ৷ তাই বাড়ির কাছে নদীতে মাছ ধরতে গিয়েছিল দুই ভাই (Brothers Drowned in River in Malda)৷ তারা যে আর ঘরে ফিরতে পারবে না কে জানত ? মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের ভাইয়ের ৷ রবিবার মালদার রতুয়া 1নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের বাখরা গ্রামের ঘটনা ৷ স্থানীয় মানুষজনই দুই ভাইয়ের নিথর দেহ নদী থেকে উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রতুয়া থানার পুলিশ ৷ দেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ আগামিকাল ময়নাতদন্ত করা হবে ৷ ঘটনায় এলকায় নেমে এসেছে শোকের ছায়া (Malda Unpleasant Incident)৷

মৃত দুই ভাইয়ের নাম রৌনক আনসারি ও ইশান আনসারি ৷ রৌনকের বয়স ন’বছর, ইশানের আট ৷ গ্রামের প্রাথমিক স্কুলে চতুর্থ ও তৃতীয় শ্রেণির পড়ুয়া ৷ স্থানীয় বাখরা গ্রামের মোমিন পাড়ার বাসিন্দা তারা ৷ বাবা রব্বানি আনসারি পেশায় পরিযায়ী শ্রমিক ৷ আজই তিনি ভিনরাজ্যে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ মালদা স্টেশনে যখন তিনি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, তখন তিনি দুই ছেলের মৃত্যু সংবাদ পান ৷ স্টেশন থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

আরও পড়ুন : বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

সূত্রের খবর, রবিবার স্কুল ছুটি থাকায় দুপুর 12টা নাগাদ দুই ভাই কালিন্দ্রী নদীতে মাছ ধরতে গিয়েছিল ৷ গ্রামের আরও এক কিশোর তাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ৷ নদীর জলে নেমে গামছায় মাছ ধরছিল তারা ৷ হঠাৎ নদীর চোরা স্রোতে পড়ে যায় তারা ৷ তলিয়ে যেতে শুরু করে তিনজনই ৷ সেই সময় ঘাটে থাকা কয়েকজনের ঘটনাটি চোখে পড়ে ৷ একজনকে তাঁরা উদ্ধারও করেন ৷ কিন্তু রৌনক-ইশানকে তাঁরা উদ্ধার করতে পারেননি ৷ দু‘জনেই নদীতে তলিয়ে যায় ৷ প্রাণে বেঁচে যাওয়া কিশোর রৌনকদের বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায় ৷ বাড়ির লোকজন দ্রুত নদীর তীরে চলে আসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামবাসীরাও ৷ খবর দেওয়া হয় রতুয়া থানায় ৷ পুলিশের তরফে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিদেরও খবর দেওয়া হয় ৷ তবে ঘণ্টাদু’য়েক খোঁজাখুঁজির পর গ্রামবাসীরাই ঘাট থেকে প্রায় 50 মিটার দূর থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.