ETV Bharat / state

মালদায় NRC-র বিরোধিতায় ধর্মঘট আদিবাসীদের - কালুয়াদিঘি

NRC করা যাবে না ৷ করলেও DNC টেস্ট করে নাগরিকত্ব দেওয়া হোক ৷ দাবি তুলে ভারত বনধের ডাক দিয়েছিল বহুজন ক্রান্তি মোর্চা৷ বনধের সমর্থনে সকাল থেকে পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসীরা৷

Tribal strike on NRC in Malda
ডিএনএ টেস্ট করে এনআরসি লাগু করার দাবিতে ধর্মঘট আদিবাসীদের
author img

By

Published : Jan 29, 2020, 4:16 PM IST

মালদা, 29 জানুয়ারি : DNA টেস্ট করে NRC করার দাবি তুলে ভারত বনধের ডাক দিয়েছিল বহুজন ক্রান্তি মোর্চা ৷ বনধের সমর্থনে সকাল থেকে পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসীরা ৷ জাতীয় সড়ক অবরোধ হওয়ায় সকাল থেকে শহরে প্রবেশ করেনি একটিও বাস ৷ জেলার দক্ষিণ প্রান্তে বনধের কোনও প্রভাব পড়েনি ৷


কেন্দ্রীয় সরকারের NRC-র প্রতিবাদে সরব হয়েছে বহুজন ক্রান্তি মোর্চা ৷ DNA টেস্ট করে NRC লাগু করার দাবি তুলে ভারত বন্ধের ডাক দিয়েছে সংগঠন ৷ সকাল থেকেই পুরাতন মালদার কালুয়াদিঘি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা ৷ অবরোধের জেরে উত্তরবঙ্গ থেকে কোনও যানবাহন শহরে প্রবেশ করতে পারেনি ৷ তবে জেলার দক্ষিণ প্রান্তে বনধের কোনও প্রভাব দেখা যায়নি ৷ এদিকে, অবরোধের খবর পেয়ে মালদা থানার IC শান্তিনাথ পাঁজার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আদিবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে পুলিশ ৷

মালদায় অবরোধ...

বহুজন ক্রান্তি মোর্চার মালদা জেলা কো-অর্ডিনেটর বলাতন হেমব্রম জানান, “কেন্দ্রীয় সরকার NRC ও CAA-র মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ৷ কেন্দ্রীয় সরকারের এই দুই আইনের প্রতিবাদে আজ ভারত বনধ পালন করা হচ্ছে ৷ আমরা পুরাতন মালদার কালুয়াদিঘিতে অবস্থান বিক্ষোভ করেছি ৷ আমরা চাই DNA টেস্ট করে NRC লাগু করা হোক ৷ DNA টেস্ট করে NRC লাগু না হলে আমাদের আন্দোলন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে হবে ৷”

মালদা, 29 জানুয়ারি : DNA টেস্ট করে NRC করার দাবি তুলে ভারত বনধের ডাক দিয়েছিল বহুজন ক্রান্তি মোর্চা ৷ বনধের সমর্থনে সকাল থেকে পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসীরা ৷ জাতীয় সড়ক অবরোধ হওয়ায় সকাল থেকে শহরে প্রবেশ করেনি একটিও বাস ৷ জেলার দক্ষিণ প্রান্তে বনধের কোনও প্রভাব পড়েনি ৷


কেন্দ্রীয় সরকারের NRC-র প্রতিবাদে সরব হয়েছে বহুজন ক্রান্তি মোর্চা ৷ DNA টেস্ট করে NRC লাগু করার দাবি তুলে ভারত বন্ধের ডাক দিয়েছে সংগঠন ৷ সকাল থেকেই পুরাতন মালদার কালুয়াদিঘি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা ৷ অবরোধের জেরে উত্তরবঙ্গ থেকে কোনও যানবাহন শহরে প্রবেশ করতে পারেনি ৷ তবে জেলার দক্ষিণ প্রান্তে বনধের কোনও প্রভাব দেখা যায়নি ৷ এদিকে, অবরোধের খবর পেয়ে মালদা থানার IC শান্তিনাথ পাঁজার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আদিবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে পুলিশ ৷

মালদায় অবরোধ...

বহুজন ক্রান্তি মোর্চার মালদা জেলা কো-অর্ডিনেটর বলাতন হেমব্রম জানান, “কেন্দ্রীয় সরকার NRC ও CAA-র মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ৷ কেন্দ্রীয় সরকারের এই দুই আইনের প্রতিবাদে আজ ভারত বনধ পালন করা হচ্ছে ৷ আমরা পুরাতন মালদার কালুয়াদিঘিতে অবস্থান বিক্ষোভ করেছি ৷ আমরা চাই DNA টেস্ট করে NRC লাগু করা হোক ৷ DNA টেস্ট করে NRC লাগু না হলে আমাদের আন্দোলন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে হবে ৷”

Intro:মালদা, ২৯ জানুয়ারিঃ ডিএনএ টেস্ট করে এনআরসি করার দাবি তুলে ভারত বনধের ডাক দিয়েছিল বহুজন ক্রান্তি মোর্চা৷ বনধের সমর্থনে সকাল থেকে পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আধিবাসীরা৷ জাতীয় সড়ক অবরোধ হওয়ায় সকাল থেকে শহরে প্রবেশ করেনি একটিও যাত্রীবাসী বাস৷ জেলার দক্ষিণ প্রান্তে বনধের কোনও প্রভাব পড়েনি৷Body:কেন্দ্রীয় সরকারের এনআরসি-র প্রতিবাদে সরব হয়েছে বহুজন ক্রান্তি মোর্চা৷ ডিএনএ টেস্ট করে এনআরসি লাগু করার দাবি তুলে ভারত বন্ধের ডাক দিয়েছে সংগঠন৷ সকাল থেকেই পুরাতন মালদার কালুয়াদিঘি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা৷ অবরোধের জেরে উত্তরবঙ্গ থেকে কোনও যানবাহন শহরে প্রবেশ করতে পারেনি৷ তবে জেলার দক্ষিণ প্রান্তে বনধের কোনও প্রভাব দেখা যায়নি৷ এদিকে, অবরোধের খবর পেয়ে মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে৷ আদিবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে পুলিশ৷Conclusion:বহুজন ক্রান্তি মোর্চার মালদা জেলা কো-অর্ডিনেটর বলাতন হেমরম জানান, “কেন্দ্রীয় সরকার এনআরসি ও সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে৷ কেন্দ্রীয় সরকারের এই দুই আইনের প্রতিবাদে আজ ভারত বনধ পালন করা হচ্ছে৷ আমরা পুরাতন মালদার কালুয়াদিঘিতে অবস্থান বিক্ষোভ করেছি৷ আমরা চাই ডিএনএ টেস্ট করে এনআরসি লাগু করা হোক৷ ডিএনএ টেস্ট করে এনআরসি লাগু না হলে আমাদের আন্দোলন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে হবে৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.