মালদা, 19 জুন : দীর্ঘ দিন থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রেন স্ট্রোকের চিকিৎসা পরিষেবা চালুর দাবি জানাচ্ছিলেন এলাকবাসী ৷ অবশেষে তা চালু হতে চলেছে ৷ পাশাপাশি শুরু হবে টেলি মেডিসিন ৷ ইতিমধ্যেই চিকিৎসকদের প্রশিক্ষন দেওয়া শুরু হয়েছে মালদা মেডিক্যাল কলেজে (Treatment For Brain Stroke will start soon in Malda Medical) ৷
উল্লেখ্য, এতদিন ব্রেন স্ট্রোকের চিকিৎসার জন্য এলাকবাসীকে কলকাতা ও রাজ্যের বাইরে ছুটতে হত ৷ অবশেষে এলাকাবাসীর সুবিধার্থে চালু হতে চলেছে মালদা মেডিক্যাল কলেজে এই চিকিৎসা পরিষেবা ৷ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যস্তরে বাছাই করা চিকিৎসকদের ব্রেন স্ট্রোকের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মালদা মেডিক্যালের বেশ কিছু চিকিৎসকও সেই প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের দিয়েই প্রাথমিক পর্যায়ে ব্রেন স্ট্রোকের চিকিৎসা পরিষেবা শুরু হবে। রোগীর সিটি স্ক্যানের সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দফতরের পোর্টালেও আপলোড করা থাকবে । সেই রিপোর্ট দেখে নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসকদের পরামর্শ দেবেন।
আরও পড়ুন : আসি যাই, পয়সা পাই; মালদা মেডিক্যালের একাংশের বিরুদ্ধে তোপ নির্মল মাজির
এই প্রসঙ্গেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রেন স্ট্রোকের চিকিৎসা শুরু হতে চলেছে। ব্রেন স্ট্রোকের রোগী এলে গোল্ডেন পিরিয়ডের মধ্যে রোগীর সিটি স্ক্যান করিয়ে সহজেই দ্রুত চিকিৎসা শুরু করা হবে। রাজ্যের প্রখ্যাত নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও নিউরো সার্জেনদের পরামর্শ নিয়ে টেলি মেডিসিনের চিকিৎসা শুরু হবে। কয়েকদিনের মধ্যেই এই পরিষেবা শুরু হবে মালদা মেডিক্যালে।”