ETV Bharat / state

Malda Division Train Service: ডাবল লাইনের কাজের জের, 2 মার্চ পর্যন্ত মালদা ডিভিশনে রেল চলাচলে পরিবর্তন - পূর্বরেল মালদা ডিভিশন

পূর্বরেলের মালদা ডিভিশনে ডাবল লাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেনের পরিষেবা বদলে দেওয়া হচ্ছে (Train Service Rescheduled)৷ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে মালদা ডিভিশন ৷

Etv Bharat
মালদা ডিভিশন
author img

By

Published : Feb 28, 2023, 9:40 PM IST

মালদা, 28 ফেব্রুয়ারি: ডাবল লাইনের কাজ চলছে ৷ সেই কারণে 1 ও 2 মার্চ পূর্বরেলের মালদা ডিভিশনের আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে (Eastern Railway Malda Division)৷ মঙ্গলবার মালদা রেল ডিভিশনের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আজিমগঞ্জ-নিউ ফরাক্কা বিভাগে নন ইন্টারলকিং কাজের জন্য কয়েকটি ট্রেন সাময়িক বাতিল করা হচ্ছে ৷ বেশ কিছু ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও সংকুচিত করা হচ্ছে ৷

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুটের জঙ্গিপুর রোড ও আহিরন বিভাগে ডাবল লাইনের কাজ চলছে ৷ তারই জেরে 1 মার্চ 13466 এবং 13465 নম্বর মালদা-হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ 2 মার্চের 13421 নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে ৷ এছাড়াও 1 মার্চ বাতিল করা হয়েছে 03439 আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, 05434 বারহারোয়া-সাহিবাবাদ প্যাসেঞ্জার, 03768 মালদা টাউন-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ৷ বাতিলের তালিকায় রয়েছে 2 মার্চের 03767 সাহেবগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জারও ৷

আরও পড়ুন : পুকুর সংস্কারের সময় উঠে এল কষ্টিপাথরের জোড়া মূর্তি, উদ্ধারে গিয়ে বাধার মুখে পুলিশ

নন ইন্টারলকিংয়ের জেরে 1 মার্চ 13432 বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস সুজানিপাড়া পর্যন্ত যাবে ৷ সেখান থেকে স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ফিরে আসবে ৷ আগামিকাল 03437 আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার এবং 05433 আজিমগঞ্জ-বারহারোয়া প্যাসেঞ্জার ট্রেন দুটি জঙ্গিপুর রোড স্টেশন পর্যন্ত গিয়ে স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে ফের আজিমগঞ্জ ফিরে যাবে ৷ আগামিকালের 03092 সাহেবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বারহারোয়া পর্যন্ত এসে সাহেবগঞ্জ ফিরে যাবে ৷ এছাড়াও 03059 ও 03058 কাটোয়া-নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন দুটিকে 1 ও 2 মার্চ জঙ্গিপুর রোড পর্যন্ত নিয়ে যাওয়া হবে ৷

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই কাজের জন্য বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ৷ আজ 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস গুমানি-বর্ধমান-ব্যান্ডেল রুটে যাবে ৷ 1 মার্চ 13063 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, 13064 বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, 13141 শিয়ালদা-নিউ কোচবিহার এবং 13142 নিউ কোচবিহার-শিয়ালদা এক্সপ্রেস, 15959 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, 13170 সহর্ষ-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস, 13163 শিয়ালদা-সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস এবং 13145 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসও ওই রুট দিয়ে চলাচল করবে ৷ আগামিকালের 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর কাটিহার থেকে রওনা দেবে ৷

আরও পড়ুন : উদ্বোধনের আগে কালভার্টে ফাটল ! বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি গ্রাম

মালদা, 28 ফেব্রুয়ারি: ডাবল লাইনের কাজ চলছে ৷ সেই কারণে 1 ও 2 মার্চ পূর্বরেলের মালদা ডিভিশনের আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে (Eastern Railway Malda Division)৷ মঙ্গলবার মালদা রেল ডিভিশনের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আজিমগঞ্জ-নিউ ফরাক্কা বিভাগে নন ইন্টারলকিং কাজের জন্য কয়েকটি ট্রেন সাময়িক বাতিল করা হচ্ছে ৷ বেশ কিছু ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও সংকুচিত করা হচ্ছে ৷

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুটের জঙ্গিপুর রোড ও আহিরন বিভাগে ডাবল লাইনের কাজ চলছে ৷ তারই জেরে 1 মার্চ 13466 এবং 13465 নম্বর মালদা-হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ 2 মার্চের 13421 নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে ৷ এছাড়াও 1 মার্চ বাতিল করা হয়েছে 03439 আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, 05434 বারহারোয়া-সাহিবাবাদ প্যাসেঞ্জার, 03768 মালদা টাউন-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ৷ বাতিলের তালিকায় রয়েছে 2 মার্চের 03767 সাহেবগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জারও ৷

আরও পড়ুন : পুকুর সংস্কারের সময় উঠে এল কষ্টিপাথরের জোড়া মূর্তি, উদ্ধারে গিয়ে বাধার মুখে পুলিশ

নন ইন্টারলকিংয়ের জেরে 1 মার্চ 13432 বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস সুজানিপাড়া পর্যন্ত যাবে ৷ সেখান থেকে স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ফিরে আসবে ৷ আগামিকাল 03437 আজিমগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার এবং 05433 আজিমগঞ্জ-বারহারোয়া প্যাসেঞ্জার ট্রেন দুটি জঙ্গিপুর রোড স্টেশন পর্যন্ত গিয়ে স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে ফের আজিমগঞ্জ ফিরে যাবে ৷ আগামিকালের 03092 সাহেবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বারহারোয়া পর্যন্ত এসে সাহেবগঞ্জ ফিরে যাবে ৷ এছাড়াও 03059 ও 03058 কাটোয়া-নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন দুটিকে 1 ও 2 মার্চ জঙ্গিপুর রোড পর্যন্ত নিয়ে যাওয়া হবে ৷

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই কাজের জন্য বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ৷ আজ 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস গুমানি-বর্ধমান-ব্যান্ডেল রুটে যাবে ৷ 1 মার্চ 13063 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, 13064 বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, 13141 শিয়ালদা-নিউ কোচবিহার এবং 13142 নিউ কোচবিহার-শিয়ালদা এক্সপ্রেস, 15959 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, 13170 সহর্ষ-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস, 13163 শিয়ালদা-সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস এবং 13145 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসও ওই রুট দিয়ে চলাচল করবে ৷ আগামিকালের 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর কাটিহার থেকে রওনা দেবে ৷

আরও পড়ুন : উদ্বোধনের আগে কালভার্টে ফাটল ! বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি গ্রাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.