মালদা, ৬ মার্চ : মালদা শহরে রবীন্দ্রভবনে গুলিবিদ্ধ হলেন এক যুবক। নাম বিশ্বজিৎ শীল (২৬)। বিশ্বজিৎ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নাম না করে BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি BJP-র জেলা সভাপতির।
বিশ্বজিৎ বলেন, "মালদা জেলা উদ্যানপালন ও খাদ্যপক্রিয়াকরণ দপ্তরে নৈশপ্রহরীর কাজ করি। গতকাল রাতে ইটাহার থেকে মালদার ভাড়া বাড়িতে ফিরছিলাম। রাত ১০টা নাগাদ রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। হঠাৎ গুলির আওয়াজ শুনতে পাই। দেখি হাত থেকে রক্তপাত হচ্ছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা দেখতে পাইনি।"
মালদা টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রিয়ার্ঘ্য সাহা বলেন, গতকাল রাতে তিনি তাঁর কর্মীদের সঙ্গে রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় কথা বলছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী কালো রঙের ট্যাক্সিতে এসে ট্যাক্সির ভিতর থেকেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বিশ্বজিৎ শীলের বাম হাতে লাগে। তাঁর আশঙ্কা, লোকসভা ভোটের আগে তৃণমূল বিরোধী দলগুলি তাঁদের দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে।
প্রিয়ার্ঘ্যবাবু বলেন, "তিনি বিশ্বজিতের বাম দিকে দাঁড়িয়েছিলেন এবং বিশ্বজিতের বাম হাতেই গুলি লাগে। সেই কারণেই তিনি অনুমান করছেন তাঁকে লক্ষ্য করেই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল।"
BJP-র জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, "তৃণমূলের কর্মীরা এই ঘটনায় BJP-কে জড়ানোর চেষ্টা চালাচ্ছে। এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, গোষ্ঠীকোন্দলের ফল। তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর লোকজনের রক্ত পিপাসু হয়ে আছে। লোকসভার আগে তৃণমূলের মধ্যে আরও গোষ্ঠীকোন্দল দেখা যাবে। সেই সব গন্ডগোলেও BJP-কে জড়ানোর চেষ্টা করা হবে।"