ETV Bharat / state

PM Awas Yojana: আবাস যোজনায় নাম নেই পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের - আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

আবাস যোজনার চূড়ান্ত তালিকা (Awas Yojana list) থেকে ব্রাত্য পাঁচটি পঞ্চায়েত ৷ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি তৃণমূলের জনপ্রতিনিধিদের ৷

ETV Bharat
আবাস যোজনা
author img

By

Published : Dec 27, 2022, 8:10 PM IST

আবাস যোজনায় নাম নেই মালদার পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের

মালদা, 27 ডিসেম্বর: কেন্দ্রীয় আবাস যোজনার তালিকা (Awas Yojana list) নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভের আগুনে ফুটছেন বঞ্চিতরা ৷ প্রতিদিনই কোথাও না কোথাও তাঁদের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে ৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের নিশানায় পঞ্চায়েতের জনপ্রতিনিধি কিংবা নীচুতলার সমীক্ষকরা ৷ এবার এই তালিকা নিয়ে উঠে এসেছে আরেক বেনজির ঘটনা ৷ মালদা কেন্দ্রীয় আবাসের তালিকায় জেলার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের একজনেরও নাম ওঠেনি ৷ এ নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের দিকে তোপ দেখেছেন শাসকদলের প্রতিনিধিরাই ৷ যদিও বিষয়টি নিয়ে এখনও সংবাদমাধ্যমে মুখ খোলেননি প্রশাসনের কোনও কর্তা ৷ তবে বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানরা ৷

সম্প্রতি মালদা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে ৷ তিন দফায় ঝাড়াই বাছাইয়ের পর জমা পড়া এক লক্ষ 67 হাজার 243টি আবেদনপত্রের মধ্যে 36 হাজার 145 আবেদনপত্র বাতিল করা হয় ৷ বাকি এক লক্ষ 31 হাজার 98 জন উপভোক্তার নাম পোর্টালে আপলোড করার কাজ প্রায় শেষের দিকে ৷ 31 ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পে প্রথম পর্যায়ের টাকা দাবি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷

এরই মধ্যে দেখা যাচ্ছে, প্রশাসনের চূড়ান্ত তালিকায় মানিকচক ব্লকের মথুরাপুর ও নাজিরপুর পঞ্চায়েত এবং পুরাতন মালদার সাহাপুর, মুচিয়া ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের কারও নাম আবাস যোজনার তালিকায় নেই ৷ এ নিয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনেককুমার ঘোষ মঙ্গলবার ইটিভি ভারতকে বলেন, "2018 সালে আবাস যোজনায় উপভোক্তাদের নাম নথিভুক্তকরণের কাজ হয়েছিল ৷ সেই সময় এই পঞ্চায়েতের তৎকালীন প্রধান প্রায় সাড়ে ছ'হাজার উপভোক্তার আবেদনপত্র বিডিও অফিসে জমা দিয়েছিলেন ৷ সবাই চৌকিদারি ট্যাক্স কেটেই আবেদন জানিয়েছিলেন ৷ ব্লক অফিসে কী হল জানা নেই ৷ কিন্তু এই প্রকল্পে পুরাতন মালদা ব্লকের সাহাপুর, মুচিয়া ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের একজন উপভোক্তারও নাম নেই ৷ এ নিয়ে আমরা পঞ্চায়েত সদস্য ও প্রধানদের নিয়ে আলোচনা করেছি ৷ এই ঘটনার দায় ব্লক প্রশাসনের ৷ জবাবও ব্লক প্রশাসনকেই দিতে হবে ৷ ব্লক থেকে সেই তালিকা জেলায় পাঠানো হলে এই তিনটি পঞ্চায়েতের কারও নাম কেন তালিকায় থাকল না, তার জবাব জেলা প্রশাসনকে দিতে হবে ৷ দু'একমাসের মধ্যে এর সুরাহা না হলে আমরা মানুষকে নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব ৷"

পুরাতন মালদার চর কাদিরপুর গ্রামের আদিবাসীপাড়ার সবাই গরিব ৷ দিন আনি দিন খাই মানুষ৷ তাঁদের একজন অমর মুর্মু বলেন, "আমাদের এই পাড়ায় একজনের নামও আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় ওঠেনি ৷ অথচ প্রত্যেকেই আবেদন জানিয়েছিল ৷ আমরা গরিব মানুষ ৷ রাজমিস্ত্রি কিংবা শ্রমিকের কাজ করি ৷ কারও পাকা বাড়ি নেই৷ সবাই ঝুপড়িতে থাকি ৷ এনিয়ে আমরা পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েছি ৷ এখনও পর্যন্ত তাঁদের সদুত্তর পাইনি৷ ব্লক প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের যেন কেন্দ্রীয় এই প্রকল্প থেকে আমাদের ব্রাত্য না করা হয় ৷"

ওই পাড়ারই তানসারি মুর্মু বলেন, "আমাদের ঘরবাড়ির অবস্থা খুব খারাপ৷ ঘর প্রায় ভেঙে পড়ছে৷ ঝড়-বৃষ্টি হলে ঘর ছেড়ে বেরোনো দায় ৷ ঘরের ভিতর মাথার উপর দিয়ে জল পড়ে ৷ কিন্তু যাতে ঘর ভেঙে না পড়ে, তাই ভিতরেই থাকতে হয় ৷ শুনেছিলাম, সরকার থেকে গরিব মানুষকে ঘর দিচ্ছে ৷ কিন্তু আমাদের নাম সেই তালিকায় ওঠেনি ৷ পঞ্চায়েতে ঘরের কথা বলেছি ৷ সবাই বলেছে, ঘর করে দেবে৷ জানি না, কী হবে ৷"

আরও পড়ুন: এবার আবাস যোজনার তালিকায় মিলল অধ্যাপক-শিক্ষকদের নাম, বিক্ষোভ গ্রামবাসীদের

গোটা ঘটনায় ব্লক প্রশাসনকে দুষেছেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতিও ৷ তিনি বলেন, "2018 সালে আমাদের ব্লকে প্রায় 14 হাজার মানুষ আবাস যোজনার ঘর পেতে আবেদন করেছিলেন ৷ সার্ভের পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা গেল, এই ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতে মাত্র 500 নাম তালিকায় রয়েছে ৷ তার উপর তিনটি পঞ্চায়েতে একজন উপভোক্তারও নাম তালিকায় নেই ৷ এই এলাকায় প্রচুর মানুষ দারিদ্রসীমার নীচে বাস করেন ৷ এত আবেদনের মধ্যে মাত্র 500টি কেন তালিকায় জায়গা পেল তা জানি না ৷ এর জন্য ব্লক প্রশাসনের কর্মীরাই দায়ী ৷ তাঁরা জানিয়েছিলেন, টেকনিক্যাল কিছু সমস্যায় জিও ট্যাগিং না করতে পারায় নাকি তাঁরা নাম এন্ট্রি করতে পারেননি ৷ এ নিয়ে বিডিও এখনও পর্যন্ত আমাদের কিছু জানাননি ৷"

আরও পড়ুন: মুর্শিদাবাদে 17 জন পঞ্চায়েত সদস্যের গণ ইস্তফা

আবাস যোজনায় নাম নেই মালদার পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের

মালদা, 27 ডিসেম্বর: কেন্দ্রীয় আবাস যোজনার তালিকা (Awas Yojana list) নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভের আগুনে ফুটছেন বঞ্চিতরা ৷ প্রতিদিনই কোথাও না কোথাও তাঁদের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে ৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের নিশানায় পঞ্চায়েতের জনপ্রতিনিধি কিংবা নীচুতলার সমীক্ষকরা ৷ এবার এই তালিকা নিয়ে উঠে এসেছে আরেক বেনজির ঘটনা ৷ মালদা কেন্দ্রীয় আবাসের তালিকায় জেলার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের একজনেরও নাম ওঠেনি ৷ এ নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের দিকে তোপ দেখেছেন শাসকদলের প্রতিনিধিরাই ৷ যদিও বিষয়টি নিয়ে এখনও সংবাদমাধ্যমে মুখ খোলেননি প্রশাসনের কোনও কর্তা ৷ তবে বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানরা ৷

সম্প্রতি মালদা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে ৷ তিন দফায় ঝাড়াই বাছাইয়ের পর জমা পড়া এক লক্ষ 67 হাজার 243টি আবেদনপত্রের মধ্যে 36 হাজার 145 আবেদনপত্র বাতিল করা হয় ৷ বাকি এক লক্ষ 31 হাজার 98 জন উপভোক্তার নাম পোর্টালে আপলোড করার কাজ প্রায় শেষের দিকে ৷ 31 ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পে প্রথম পর্যায়ের টাকা দাবি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷

এরই মধ্যে দেখা যাচ্ছে, প্রশাসনের চূড়ান্ত তালিকায় মানিকচক ব্লকের মথুরাপুর ও নাজিরপুর পঞ্চায়েত এবং পুরাতন মালদার সাহাপুর, মুচিয়া ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের কারও নাম আবাস যোজনার তালিকায় নেই ৷ এ নিয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনেককুমার ঘোষ মঙ্গলবার ইটিভি ভারতকে বলেন, "2018 সালে আবাস যোজনায় উপভোক্তাদের নাম নথিভুক্তকরণের কাজ হয়েছিল ৷ সেই সময় এই পঞ্চায়েতের তৎকালীন প্রধান প্রায় সাড়ে ছ'হাজার উপভোক্তার আবেদনপত্র বিডিও অফিসে জমা দিয়েছিলেন ৷ সবাই চৌকিদারি ট্যাক্স কেটেই আবেদন জানিয়েছিলেন ৷ ব্লক অফিসে কী হল জানা নেই ৷ কিন্তু এই প্রকল্পে পুরাতন মালদা ব্লকের সাহাপুর, মুচিয়া ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের একজন উপভোক্তারও নাম নেই ৷ এ নিয়ে আমরা পঞ্চায়েত সদস্য ও প্রধানদের নিয়ে আলোচনা করেছি ৷ এই ঘটনার দায় ব্লক প্রশাসনের ৷ জবাবও ব্লক প্রশাসনকেই দিতে হবে ৷ ব্লক থেকে সেই তালিকা জেলায় পাঠানো হলে এই তিনটি পঞ্চায়েতের কারও নাম কেন তালিকায় থাকল না, তার জবাব জেলা প্রশাসনকে দিতে হবে ৷ দু'একমাসের মধ্যে এর সুরাহা না হলে আমরা মানুষকে নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব ৷"

পুরাতন মালদার চর কাদিরপুর গ্রামের আদিবাসীপাড়ার সবাই গরিব ৷ দিন আনি দিন খাই মানুষ৷ তাঁদের একজন অমর মুর্মু বলেন, "আমাদের এই পাড়ায় একজনের নামও আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় ওঠেনি ৷ অথচ প্রত্যেকেই আবেদন জানিয়েছিল ৷ আমরা গরিব মানুষ ৷ রাজমিস্ত্রি কিংবা শ্রমিকের কাজ করি ৷ কারও পাকা বাড়ি নেই৷ সবাই ঝুপড়িতে থাকি ৷ এনিয়ে আমরা পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েছি ৷ এখনও পর্যন্ত তাঁদের সদুত্তর পাইনি৷ ব্লক প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের যেন কেন্দ্রীয় এই প্রকল্প থেকে আমাদের ব্রাত্য না করা হয় ৷"

ওই পাড়ারই তানসারি মুর্মু বলেন, "আমাদের ঘরবাড়ির অবস্থা খুব খারাপ৷ ঘর প্রায় ভেঙে পড়ছে৷ ঝড়-বৃষ্টি হলে ঘর ছেড়ে বেরোনো দায় ৷ ঘরের ভিতর মাথার উপর দিয়ে জল পড়ে ৷ কিন্তু যাতে ঘর ভেঙে না পড়ে, তাই ভিতরেই থাকতে হয় ৷ শুনেছিলাম, সরকার থেকে গরিব মানুষকে ঘর দিচ্ছে ৷ কিন্তু আমাদের নাম সেই তালিকায় ওঠেনি ৷ পঞ্চায়েতে ঘরের কথা বলেছি ৷ সবাই বলেছে, ঘর করে দেবে৷ জানি না, কী হবে ৷"

আরও পড়ুন: এবার আবাস যোজনার তালিকায় মিলল অধ্যাপক-শিক্ষকদের নাম, বিক্ষোভ গ্রামবাসীদের

গোটা ঘটনায় ব্লক প্রশাসনকে দুষেছেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতিও ৷ তিনি বলেন, "2018 সালে আমাদের ব্লকে প্রায় 14 হাজার মানুষ আবাস যোজনার ঘর পেতে আবেদন করেছিলেন ৷ সার্ভের পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা গেল, এই ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতে মাত্র 500 নাম তালিকায় রয়েছে ৷ তার উপর তিনটি পঞ্চায়েতে একজন উপভোক্তারও নাম তালিকায় নেই ৷ এই এলাকায় প্রচুর মানুষ দারিদ্রসীমার নীচে বাস করেন ৷ এত আবেদনের মধ্যে মাত্র 500টি কেন তালিকায় জায়গা পেল তা জানি না ৷ এর জন্য ব্লক প্রশাসনের কর্মীরাই দায়ী ৷ তাঁরা জানিয়েছিলেন, টেকনিক্যাল কিছু সমস্যায় জিও ট্যাগিং না করতে পারায় নাকি তাঁরা নাম এন্ট্রি করতে পারেননি ৷ এ নিয়ে বিডিও এখনও পর্যন্ত আমাদের কিছু জানাননি ৷"

আরও পড়ুন: মুর্শিদাবাদে 17 জন পঞ্চায়েত সদস্যের গণ ইস্তফা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.