ETV Bharat / state

Malda TMC পুলিশের হাতে জয় বাংলা রাখি পরিয়ে বিতর্কে তৃণমূল নেতৃত্ব - Malda TMC

পুলিশকে দলীয় স্লোগান দেওয়া রাখি পরিয়ে সমালোচনার মুখে হরিশ্চন্দ্রপুর তৃণমূল(Malda TMC)৷ যদিও এর মধ্যে ভুল কিছু দেখছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

malda tmc
পুলিশের হাতে জয় বাংলা রাখি
author img

By

Published : Aug 12, 2022, 10:05 PM IST

মালদা, 12 অগস্ট: রাখি বন্ধন উৎসব ঘিরেও রাজনীতি। হরিশচন্দ্রপুর থানায় গিয়ে শুক্রবার পুলিশকর্মী ও আধিকারিকদের হাতে 'জয় বাংলা' লেখা রাখি পরান স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা(TMC leaders in controversy over tying party symbolic rakhi to police in Malda)। এই ঘটনার পর থেকেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ পুলিশের উপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি । এমনকি গেরুয়া শিবিরের তরফে তৃণমূলের সামাজিক সৌজন্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ।

দলনেত্রীর নির্দেশে শুক্রবার হরিশ্চন্দ্রপুরে রাখি বন্ধন উৎসব পালন করেন তৃণমূলের নেতা-কর্মীরা । পথচলতি মানুষের পাশাপাশি তাঁরা হরিশ্চন্দ্রপুর থানায় গিয়েও পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হাতে রাখি পরিয়ে দেন । সেটা নিয়েই শুরু বিতর্ক ।

আরও পড়ুন : সম্প্রীতির বার্তা রাখিতে, সংখ্যালঘু মহিলাকে রক্ত দিলেন হিন্দু ভাই

বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা বলেন, "রাখিবন্ধন এক পবিত্র উৎসব । আমাদের দলের তরফেও সেনা কিংবা নিরাপত্তাকর্মীদের হাতে রাখি পরানো হয় । কিন্তু সেখানে কোথাও মোদিজি, দলীয় প্রতীক কিংবা পদ্মফুল চিহ্ন যুক্ত রাখি কাউকে পরানো হয় না । উৎসবের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলছে তৃণমূল । এদের প্রকৃত শিক্ষার অভাব রয়েছে । রাজনীতি আর উৎসব কোথায় করতে হয় জানে না । 'জয় বাংলা' লেখা রাখি এরা পুলিশকর্মী ও আধিকারিকদের হাতে পরিয়েছে । গতবার জোড়াফুল চিহ্ন থাকা রাখি পরিয়েছিল । এটা লজ্জার । আসলে জয় বাংলা লেখা রাখি পরিয়ে তৃণমূলের নেতারা পুলিশকে তাদের হয়ে কাজ করার বার্তা দিতে চেয়েছে । আশা করব, পুলিশকর্মীরা এদের চাপের কাছে মাথা নোয়াবেন না । তাঁরা নিরপেক্ষ হয়ে কাজ করবেন ।"

মালদায় পুলিশের হাতে দলীয় রাখি পরানোর বিতর্কে তৃণমূল-বিজেপি তরজা

গোটা ঘটনার দায় কার্যত নেত্রীর কাঁধেই চাপিয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান । তাঁর বক্তব্য, "দলনেত্রীর নির্দেশেই আজ আমরা রাখি উৎসব পালন করলাম । এটা সম্প্রীতির উৎসব । আমরা পথচলতি মানুষের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, এমনকি আসামিদের হাতেও রাখি পরিয়েছি । দলনেত্রীর তরফেই 'জয় বাংলা' রাখি বের করা হয়েছে । বাংলার নাম দেশের সামনে তুলে ধরতেই নেত্রীর এই নির্দেশ আমরা পালন করেছি ।"

আরও পড়ুন : রাখি ও প্রদীপ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

মালদা, 12 অগস্ট: রাখি বন্ধন উৎসব ঘিরেও রাজনীতি। হরিশচন্দ্রপুর থানায় গিয়ে শুক্রবার পুলিশকর্মী ও আধিকারিকদের হাতে 'জয় বাংলা' লেখা রাখি পরান স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা(TMC leaders in controversy over tying party symbolic rakhi to police in Malda)। এই ঘটনার পর থেকেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ পুলিশের উপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি । এমনকি গেরুয়া শিবিরের তরফে তৃণমূলের সামাজিক সৌজন্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ।

দলনেত্রীর নির্দেশে শুক্রবার হরিশ্চন্দ্রপুরে রাখি বন্ধন উৎসব পালন করেন তৃণমূলের নেতা-কর্মীরা । পথচলতি মানুষের পাশাপাশি তাঁরা হরিশ্চন্দ্রপুর থানায় গিয়েও পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হাতে রাখি পরিয়ে দেন । সেটা নিয়েই শুরু বিতর্ক ।

আরও পড়ুন : সম্প্রীতির বার্তা রাখিতে, সংখ্যালঘু মহিলাকে রক্ত দিলেন হিন্দু ভাই

বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা বলেন, "রাখিবন্ধন এক পবিত্র উৎসব । আমাদের দলের তরফেও সেনা কিংবা নিরাপত্তাকর্মীদের হাতে রাখি পরানো হয় । কিন্তু সেখানে কোথাও মোদিজি, দলীয় প্রতীক কিংবা পদ্মফুল চিহ্ন যুক্ত রাখি কাউকে পরানো হয় না । উৎসবের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলছে তৃণমূল । এদের প্রকৃত শিক্ষার অভাব রয়েছে । রাজনীতি আর উৎসব কোথায় করতে হয় জানে না । 'জয় বাংলা' লেখা রাখি এরা পুলিশকর্মী ও আধিকারিকদের হাতে পরিয়েছে । গতবার জোড়াফুল চিহ্ন থাকা রাখি পরিয়েছিল । এটা লজ্জার । আসলে জয় বাংলা লেখা রাখি পরিয়ে তৃণমূলের নেতারা পুলিশকে তাদের হয়ে কাজ করার বার্তা দিতে চেয়েছে । আশা করব, পুলিশকর্মীরা এদের চাপের কাছে মাথা নোয়াবেন না । তাঁরা নিরপেক্ষ হয়ে কাজ করবেন ।"

মালদায় পুলিশের হাতে দলীয় রাখি পরানোর বিতর্কে তৃণমূল-বিজেপি তরজা

গোটা ঘটনার দায় কার্যত নেত্রীর কাঁধেই চাপিয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান । তাঁর বক্তব্য, "দলনেত্রীর নির্দেশেই আজ আমরা রাখি উৎসব পালন করলাম । এটা সম্প্রীতির উৎসব । আমরা পথচলতি মানুষের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, এমনকি আসামিদের হাতেও রাখি পরিয়েছি । দলনেত্রীর তরফেই 'জয় বাংলা' রাখি বের করা হয়েছে । বাংলার নাম দেশের সামনে তুলে ধরতেই নেত্রীর এই নির্দেশ আমরা পালন করেছি ।"

আরও পড়ুন : রাখি ও প্রদীপ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

For All Latest Updates

TAGGED:

Malda TMC
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.