মালদা, 25 এপ্রিল : গতকালই ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল মালদার সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন নিশীথ প্রামাণিক । এবার সেই খবরে শীলমোহর দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি । আজ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি ।
গতকাল মালদায় আসেন কোচবিহারের সাংসদ তথা দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি নিজের কর্মসূচি সাফ জানাননি । তবে দলীয় সূত্রে জানা যায়, তিনি সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন । সেই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয় । আজ সন্ধে নাগাদ জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । তিনি বলেন, “কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক হবিবপুর এলাকায় বিভিন্ন বিএসএফের ক্যাম্পে যাচ্ছেন ৷ ওই ক্যাম্পের অফিসারদের সঙ্গে গোপন বৈঠক করে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাঁদের কাজে লাগাচ্ছেন, প্রভাবিত করছেন ৷"
আরও পড়ুন : দুই রাজার সন্ধির নিদর্শন বাঁকুড়ার এক্তেশ্বর ধাম
তিনি এবিষয়ে আরও জানান, "আমরা এবিষয়ে নির্বাচন কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছি ৷ অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে কমিশনে ৷ হবিবপুর বিধানসভা এলাকা সহ পুরাতন মালদা, ইংরেজবাজারের বিভিন্ন বর্ডার এলাকায় যাচ্ছেন ৷ সেই খবর আমাদের কাছে আছে ৷”