ETV Bharat / state

TMC Leader Arrest : ছাড়া পেয়েই ফের পিস্তল হাতে তৃণমূল নেতা, ভিডিয়ো ভাইরাল হতেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত - মালদার হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

তিনদিনের মধ্যে ফের অস্ত্র-সহ হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা (TMC Leader Arrest)৷ দু'দিন আগেই পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে গ্রেফতার করেছিল ৷ ছাড়া পাওয়ার পর ফের বন্দুক হাতে অভিযুক্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শ্রীঘরে তৃণমূল নেতা ৷

malda
ধৃত তৃণমূল নেতা
author img

By

Published : Jun 3, 2022, 4:09 PM IST

হরিশ্চন্দ্রপুর, 3 জুন : দু'দিন আগে আগ্নেয়াস্ত্র-সহ দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ছাড়া পাওয়ার পর ফের বন্দুক হাতে ভাইরাল তৃণমূল নেতা (tmc leader of malda arrested with gun after viral video)৷ ফলস্বরূপ আগ্নেয়াস্ত্র-সহ আবারও শ্রীঘরে অভিযুক্ত তৃণমূল নেতা ৷ তবে আগের বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে কোনওটি নয়, এটি সাত মিলিমিটারের একটি বন্দুক ৷ সুতরাং, ফের দু'দিনের মধ্যে কোথা থেকে তার কাছে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় শোরগোল পড়েছে ।

ধৃত তৃণমূল নেতার নাম মহম্মদ সাহিদুল করিম । বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের বর্ণাহি গ্রামে । এলাকায় দাপুটে নেতা হিসাবেই পরিচিত তিনি । বৃহস্পতিবার পিস্তল হাতে তাঁর একটি ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । যদিও ইটিভি ভারত সেই ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি । এই ভিডিয়ো ভাইরাল হতেই শুক্রবার ভোরে থানার এসআই বিকাশ হালদারের নেতৃত্বে সাহিদুলের বাড়িতে হানা দেয় পুলিশ । তাঁর বাড়ি থেকেই বাজেয়াপ্ত করা হয় সাত মিলিমিটারের স্বয়ংক্রিয় পিস্তলটি । এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় ।

পিস্তল হাতে ফের ভাইরাল তৃণমূল নেতা

এর আগে 1 জুন তাকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ ৷ তার দু'দিনের মধ্যে ফের কীভাবে এই ঘটনা ঘটল তা ভাবাচ্ছে পুলিশকে ৷

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় পিস্তল, পাইপগান, কার্তুজ উদ্ধার ; গ্রেফতার দুই তৃণমূলকর্মী

এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, সোশাল মিডিয়ায় ওই ভিডিয়ো ক্লিপ দেখতে পেয়েই তাঁরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন । অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের হেফাজত থেকে একটি সেভেন এমএম পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে । গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

তবে এবারই নয়, এর আগেও হরিশ্চন্দ্রপুরের এক তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশ্ন তুলেছে বিজেপি । দলের উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, "বর্ণাহি গ্রামের ধৃত ব্যক্তি নিজেকে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচয় দেন । সোশাল মিডিয়ায় বন্দুক হাতে তাঁর ভিডিয়ো ভাইরাল হয়েছে । এখন গোটা রাজ্যেই তৃণমূল নেতাদের হাতে বোমা, পিস্তল, বন্দুক, তলোয়ার দেখা যাচ্ছে ।"

এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ হজরত আলি বলেন, "আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আইন আইনের পথে চলবে । যারা দুর্নীতি করবে, তারা আমাদের দলের হলেও তাদের সঙ্গে কোনও আপোস করা হবে না । এক্ষেত্রে বন্দুক হাতে যার ভিডিয়ো ভাইরাল হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে । পুলিশ তার নিজের কাজ করেছে । আইন আইনের পথেই চলবে ।"

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 1

হরিশ্চন্দ্রপুর, 3 জুন : দু'দিন আগে আগ্নেয়াস্ত্র-সহ দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ছাড়া পাওয়ার পর ফের বন্দুক হাতে ভাইরাল তৃণমূল নেতা (tmc leader of malda arrested with gun after viral video)৷ ফলস্বরূপ আগ্নেয়াস্ত্র-সহ আবারও শ্রীঘরে অভিযুক্ত তৃণমূল নেতা ৷ তবে আগের বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে কোনওটি নয়, এটি সাত মিলিমিটারের একটি বন্দুক ৷ সুতরাং, ফের দু'দিনের মধ্যে কোথা থেকে তার কাছে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় শোরগোল পড়েছে ।

ধৃত তৃণমূল নেতার নাম মহম্মদ সাহিদুল করিম । বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের বর্ণাহি গ্রামে । এলাকায় দাপুটে নেতা হিসাবেই পরিচিত তিনি । বৃহস্পতিবার পিস্তল হাতে তাঁর একটি ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । যদিও ইটিভি ভারত সেই ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি । এই ভিডিয়ো ভাইরাল হতেই শুক্রবার ভোরে থানার এসআই বিকাশ হালদারের নেতৃত্বে সাহিদুলের বাড়িতে হানা দেয় পুলিশ । তাঁর বাড়ি থেকেই বাজেয়াপ্ত করা হয় সাত মিলিমিটারের স্বয়ংক্রিয় পিস্তলটি । এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় ।

পিস্তল হাতে ফের ভাইরাল তৃণমূল নেতা

এর আগে 1 জুন তাকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ ৷ তার দু'দিনের মধ্যে ফের কীভাবে এই ঘটনা ঘটল তা ভাবাচ্ছে পুলিশকে ৷

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় পিস্তল, পাইপগান, কার্তুজ উদ্ধার ; গ্রেফতার দুই তৃণমূলকর্মী

এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, সোশাল মিডিয়ায় ওই ভিডিয়ো ক্লিপ দেখতে পেয়েই তাঁরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন । অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের হেফাজত থেকে একটি সেভেন এমএম পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে । গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

তবে এবারই নয়, এর আগেও হরিশ্চন্দ্রপুরের এক তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশ্ন তুলেছে বিজেপি । দলের উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, "বর্ণাহি গ্রামের ধৃত ব্যক্তি নিজেকে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচয় দেন । সোশাল মিডিয়ায় বন্দুক হাতে তাঁর ভিডিয়ো ভাইরাল হয়েছে । এখন গোটা রাজ্যেই তৃণমূল নেতাদের হাতে বোমা, পিস্তল, বন্দুক, তলোয়ার দেখা যাচ্ছে ।"

এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ হজরত আলি বলেন, "আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আইন আইনের পথে চলবে । যারা দুর্নীতি করবে, তারা আমাদের দলের হলেও তাদের সঙ্গে কোনও আপোস করা হবে না । এক্ষেত্রে বন্দুক হাতে যার ভিডিয়ো ভাইরাল হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে । পুলিশ তার নিজের কাজ করেছে । আইন আইনের পথেই চলবে ।"

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.