মালদা, 12 ডিসেম্বর: টাকা নিয়ে কলেজে ভর্তির অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে (TMC Inner Clash In Malda) উত্তপ্ত চাঁচল-2 ব্লকের মালতিপুর এলাকা। ঘটনাটি ঘটে শনিবার রাতে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মালদা জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক আমানত সরকার চাঁচল কলেজের অস্থায়ী কর্মী। অভিযোগ, আমানত ছাত্র ভর্তির জন্য প্রত্যেকের থেকে 20 হাজার টাকা করে নিয়েছেন। সেই খবর জানতে পেরে প্রতিবাদ করেন চাঁচল-2 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মহম্মদ রিজওয়ান। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। গতকাল রাতে আমানত দলবল নিয়ে রিজওয়ানের উপর হামলা চালান বলে অভিযোগ।
লাঠির আঘাতে মাথা ফেটে যায় রিজওয়ানের। পাল্টা মারে সামান্য আহত হন অপর পক্ষের কয়েকজনও। আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দু'পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ কর্মীরা। যুব তৃণমূল জেলা সাধারণ সম্পাদক তথা চাঁচল কলেজের অস্থায়ী কর্মী আমানত সরকার বলেন, " রিজওয়ান কোনও ছাত্রনেতা নন। যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। অভিযোগ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। "
আরও পড়ুন: বিজেপির থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল
চাঁচল-2 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মহম্মদ রিজওয়ান বলেন, " আমানত টাকার বিনিময়ে ছাত্রদের অনার্স পাইয়ে দিচ্ছে, এই খবর পেয়ে আমি ঘটনার প্রতিবাদ করি। এরপরেই ওরা দলবল নিয়ে আমার উপরে হামলা চালায়। " বিজেপি যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক সুমিত সরকার জানান, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক আমানত 20 হাজার টাকা করে নিয়ে ছাত্র ভর্তি করাচ্ছে। টাকা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। এটা নতুন ঘটনা নয়। গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।