ETV Bharat / state

Panchayat Election Results 2023: তৃণমূলের রথের গথি শ্লথ মালদায়, ফের জমি খুঁজে পাচ্ছে কংগ্রেস - ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সাতটি

মোট তিন হাজার 186টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 47টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-পরাজয়ের নিষ্পত্তি ঘটেছে ৷ বাকি তিন হাজার 139টি আসনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র এক হাজার 463টির ফল ঘোষিত হয়েছে ৷

Etv Bharat
মালদায় ফের জমি খুঁজে পাচ্ছে কংগ্রেস
author img

By

Published : Jul 11, 2023, 10:23 PM IST

মালদা, 11 জুলাই: দক্ষিণে অপ্রতিরোধ্য ৷ কিন্তু গঙ্গার এপারে এসেই ঘাসফুলের রথের গতি যেন খানিকটা শ্লথ ৷ আগেই রাজনৈতিক মহলের অনুমান ছিল, মালদা জেলায় এবার প্রতিরোধের মুখে পড়তে পারে তৃণমূল ৷ নির্বাচনের আগে যেভাবে শাসক শিবিরে ভাঙন ধরেছিল, তাতে এই অনুমান খুব একটা ভুল ছিল না ৷ 8 জুলাই ভোটের দিনও প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে শাসক শিবিরকে ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও দক্ষিণের মতো এই জেলায় তেমন সন্ত্রাসের ছবি দেখতে পাওয়া যায়নি ৷ তবে ছাপ্পা আর বুথ এবং ব্যালট বাক্স লুটের ঘটনা একাধিক ঘটেছিল ৷ তার জেরেই জেলার 110টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন ৷ ভোটের পরও বারবার প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে ৷ জেলার 15টি ব্লকের স্ট্রং রুমের বাইরে পালা করে পাহারা দিয়েছে বিরোধীরা ৷ 2018-র নির্বাচনে স্ট্রং রুমে ব্যালট বাক্স বদলের ছবি এখনও ভুলতে পারেনি বিরোধীরা ৷ মঙ্গলবার রাত সাড়ে সাতটা পর্যন্ত 146টি গ্রাম পঞ্চায়েতের গণনাই সম্পূর্ণ করে উঠতে পারেনি কমিশন ৷

মোট তিন হাজার 186টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 47টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-পরাজয়ের নিষ্পত্তি ঘটেছে ৷ বাকি তিন হাজার 139টি আসনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র এক হাজার 463টির ফল ঘোষিত হয়েছে ৷ এর মধ্যে তৃণমূল 706টি, বিজেপি 323টি, সিপিএম 95টি, কংগ্রেস 260টি, আরএসপি দুটি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সাতটি এবং 70টি আসনে জয়ী হয়েছে নির্দলরা ৷ অর্থাৎ এখনও পর্যন্ত এই জেলায় যে তৃণমূল পুরোপুরি নিরঙ্কুশ, তা বলা যাবে না ৷

বাকি আছে আরও অনেকটাই৷ কিন্তু আপাতত যে ফল ঘোষিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে আঠারোর নির্বাচনের তুলনায় এবার বিরোধীরা খানিকটা ভালো ফল করেছে ৷ সেবার 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নির্বাচনি ফলে তৃণমূল 58টি, বিজেপি 21টি, কংগ্রেস চারটি দখল করেছিল ৷ 63টি পঞ্চায়েতের ফল হয়েছিল ত্রিশঙ্কু ৷ অবশ্য ঘোড়া কেনাবেচায় প্রায় প্রতিটি ত্রিশঙ্কু পঞ্চায়েতেই বোর্ড গঠন করেছিল শাসকদল ৷ একুশের বিধানসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলের ফল সবচেয়ে ভালো হয় ৷ জেলার 12টি আসনের মধ্যে আটটিই তারা দখল করে ৷ বিজেপির দখলে যায় চারটি ৷ নিশ্চিহ্ন হয়ে যায় বাম-কংগ্রেস ৷

আরও পড়ুন: 'নো ভোট টু মমতা'র প্রচার মানুষ 'ভোট ফর মমতা' করে দিয়েছে, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

মালদা জেলা একসময় কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল ৷ সেই জেলা থেকে প্রয়াত গনি খান চৌধুরীর হাতে তৈরি দলের এভাবে নিশ্চিহ্ন হওয়া জেলাবাসীরও আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ৷ এবার পঞ্চায়েতের আগে সেই কংগ্রেস যেন ফিনিক্স পাখির মতো জেগে ওঠে ৷ বিশেষ করে দক্ষিণ মালদায় তৃণমূল থেকে বহু নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেন ৷ পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণার পর সেই হার আরও বেড়ে যায় ৷ কংগ্রেসের হাত ধরে বামেরা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তারা কতটা সফল হতে পারবে, তা সময় বলবে ৷ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলন, “এই জেলা চিরদিনই কংগ্রেসের গড় ছিল ৷ প্রতিটি কংগ্রেস কর্মী বরকত গনি খান চৌধুরীর আদর্শে দল করেন ৷ তৃণমূলের নেতা-নেত্রীদের কথায় বিভ্রান্ত হয়ে মানুষ ওই দলের দিকে ভিড়েছিল ৷ কিন্তু সেটা যে কতটা ভুল হয়েছিল, তা মানুষ বুঝতে পেরেছে ৷ তাই তারা ফের কংগ্রেসে ফিরে আসতে শুরু করেছে ৷ এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের যে ফল ঘোষিত হয়েছে, তাতে সেই বার্তা পরিষ্কার ৷ হয়তো আরও কিছুটা সময় লাগবে, তবে এই জেলা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হবেই ৷”

মালদা, 11 জুলাই: দক্ষিণে অপ্রতিরোধ্য ৷ কিন্তু গঙ্গার এপারে এসেই ঘাসফুলের রথের গতি যেন খানিকটা শ্লথ ৷ আগেই রাজনৈতিক মহলের অনুমান ছিল, মালদা জেলায় এবার প্রতিরোধের মুখে পড়তে পারে তৃণমূল ৷ নির্বাচনের আগে যেভাবে শাসক শিবিরে ভাঙন ধরেছিল, তাতে এই অনুমান খুব একটা ভুল ছিল না ৷ 8 জুলাই ভোটের দিনও প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে শাসক শিবিরকে ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও দক্ষিণের মতো এই জেলায় তেমন সন্ত্রাসের ছবি দেখতে পাওয়া যায়নি ৷ তবে ছাপ্পা আর বুথ এবং ব্যালট বাক্স লুটের ঘটনা একাধিক ঘটেছিল ৷ তার জেরেই জেলার 110টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন ৷ ভোটের পরও বারবার প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে ৷ জেলার 15টি ব্লকের স্ট্রং রুমের বাইরে পালা করে পাহারা দিয়েছে বিরোধীরা ৷ 2018-র নির্বাচনে স্ট্রং রুমে ব্যালট বাক্স বদলের ছবি এখনও ভুলতে পারেনি বিরোধীরা ৷ মঙ্গলবার রাত সাড়ে সাতটা পর্যন্ত 146টি গ্রাম পঞ্চায়েতের গণনাই সম্পূর্ণ করে উঠতে পারেনি কমিশন ৷

মোট তিন হাজার 186টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 47টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-পরাজয়ের নিষ্পত্তি ঘটেছে ৷ বাকি তিন হাজার 139টি আসনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র এক হাজার 463টির ফল ঘোষিত হয়েছে ৷ এর মধ্যে তৃণমূল 706টি, বিজেপি 323টি, সিপিএম 95টি, কংগ্রেস 260টি, আরএসপি দুটি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সাতটি এবং 70টি আসনে জয়ী হয়েছে নির্দলরা ৷ অর্থাৎ এখনও পর্যন্ত এই জেলায় যে তৃণমূল পুরোপুরি নিরঙ্কুশ, তা বলা যাবে না ৷

বাকি আছে আরও অনেকটাই৷ কিন্তু আপাতত যে ফল ঘোষিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে আঠারোর নির্বাচনের তুলনায় এবার বিরোধীরা খানিকটা ভালো ফল করেছে ৷ সেবার 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নির্বাচনি ফলে তৃণমূল 58টি, বিজেপি 21টি, কংগ্রেস চারটি দখল করেছিল ৷ 63টি পঞ্চায়েতের ফল হয়েছিল ত্রিশঙ্কু ৷ অবশ্য ঘোড়া কেনাবেচায় প্রায় প্রতিটি ত্রিশঙ্কু পঞ্চায়েতেই বোর্ড গঠন করেছিল শাসকদল ৷ একুশের বিধানসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলের ফল সবচেয়ে ভালো হয় ৷ জেলার 12টি আসনের মধ্যে আটটিই তারা দখল করে ৷ বিজেপির দখলে যায় চারটি ৷ নিশ্চিহ্ন হয়ে যায় বাম-কংগ্রেস ৷

আরও পড়ুন: 'নো ভোট টু মমতা'র প্রচার মানুষ 'ভোট ফর মমতা' করে দিয়েছে, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

মালদা জেলা একসময় কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল ৷ সেই জেলা থেকে প্রয়াত গনি খান চৌধুরীর হাতে তৈরি দলের এভাবে নিশ্চিহ্ন হওয়া জেলাবাসীরও আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ৷ এবার পঞ্চায়েতের আগে সেই কংগ্রেস যেন ফিনিক্স পাখির মতো জেগে ওঠে ৷ বিশেষ করে দক্ষিণ মালদায় তৃণমূল থেকে বহু নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেন ৷ পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণার পর সেই হার আরও বেড়ে যায় ৷ কংগ্রেসের হাত ধরে বামেরা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তারা কতটা সফল হতে পারবে, তা সময় বলবে ৷ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলন, “এই জেলা চিরদিনই কংগ্রেসের গড় ছিল ৷ প্রতিটি কংগ্রেস কর্মী বরকত গনি খান চৌধুরীর আদর্শে দল করেন ৷ তৃণমূলের নেতা-নেত্রীদের কথায় বিভ্রান্ত হয়ে মানুষ ওই দলের দিকে ভিড়েছিল ৷ কিন্তু সেটা যে কতটা ভুল হয়েছিল, তা মানুষ বুঝতে পেরেছে ৷ তাই তারা ফের কংগ্রেসে ফিরে আসতে শুরু করেছে ৷ এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের যে ফল ঘোষিত হয়েছে, তাতে সেই বার্তা পরিষ্কার ৷ হয়তো আরও কিছুটা সময় লাগবে, তবে এই জেলা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হবেই ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.