ETV Bharat / state

Panchayat Election Results 2023: গণনাকেন্দ্র থেকে ব্যালট নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে

author img

By

Published : Jul 11, 2023, 2:45 PM IST

Updated : Jul 11, 2023, 3:42 PM IST

মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েত ৷ সেখানে গণনার সময় এক ভোটে জয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল সিপিএমের ৷ অভিযোগ, সেই সময় তৃণমূলের কাউন্টিং এজেন্ট ব্যালট নিয়ে পালিয়ে যান ৷ তার জেরে গণনাকেন্দ্রে হইচই পড়ে যায় ৷

Panchayat Election Results 2023
Panchayat Election Results 2023

গণনাকেন্দ্র থেকে ব্যালট নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে

মালদা, 11 জুলাই: এক ভোটে জিতছে সিপিএম ৷ এই পরিস্থিতিতে গণনার টেবিল থেকে একটি ব্যালট নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক এজেন্টের বিরুদ্ধে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্রে ৷ অভিযোগ, সেখানকার শোভানগর গ্রাম পঞ্চায়েতে এক ভোটে জেতে সিপিএম ৷ ঠিক সেই সময় টেবিল থেকে একটি ব্যালট তুলে নিয়ে চম্পট দেন শোভানগরেরই পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীর স্বামী মহম্মদ আনওয়ারুল হক ৷

চারদিকে হইহই রব পড়ে যায় ৷ প্রথমে কাউন্টিং হলের বাইরে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিষয়টি বুঝতে পারেনি ৷ যখন বিষয়টি জানা যায়, তখন তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা ৷ শাসকদলের ওই এজেন্টকে ধরে ফেলেন তাঁরা ৷ কাউন্টিং সেন্টারের মাঠ থেকে একটি কাগজও উদ্ধার হয় ৷ তবে সেটি কোনও ব্যালট পেপার নয় ৷ সবার অনুমান, ওই এজেন্ট ব্যালট পেপারটি গিলে ফেলেছেন ৷

আরও পড়ুন: অনেকটাই এগিয়ে তৃণমূল; নিজের গড়ে হার আরাবুলের, পাহাড়ে বিজিপিএম ঝড়

এই নিয়ে উত্তেজনা ছড়ায় মালদা শহরের জেলা স্কুলে ৷ এখানেই ইংরেজবাজার ব্লকের ভোট গণনা চলছে ৷ সিপিএমের অভিযোগ, তাদের জেতা গ্রাম সংসদের আসন কৌশলে তৃণমূলকে পাইয়ে দিতে এটা প্রশাসনের ছক ৷ যদিও বিডিও দাবি করেছেন, খোওয়া যাওয়া ব্যালট পেপার উদ্ধার হয়েছে ৷ ব্যালটের হিসাবও মিলে গিয়েছে ৷

ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী একরাম হোসেন বলেন, “গণনা কেন্দ্রেও পুলিশ আর প্রশাসন শাসকদলকে সাহায্য করছে ৷ আমাদের কোনও অভিযোগ নিচ্ছে না ৷ আমাদের এজেন্টদেরও বাইরে বের করে দিচ্ছে ৷ নির্দেশ উপেক্ষা করে হলের ভিতর রাজ্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রয়েছে ৷ শোভানগরের একটি বুথে আমরা এক ভোটে জিতেছিলাম ৷ ওই বুথে পুনর্নির্বাচন হয়েছিল ৷ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর স্বামী একটি ব্যালট নিয়ে চম্পট দেন ৷ ওই ব্যালট পেপার এলে তবে বুঝতে পারব, ওখানে আমাদের জয় ঘোষণা করবে কী করবে না ৷”

তবে ইংরেজবাজার ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও সৌগত চৌধুরী বলছেন, “এক কাউন্টিং এজেন্ট গণনা হয়ে যাওয়া একটি ব্যালট পেপার টেবিল থেকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ৷ তবে তাঁকে ধরে ফেলা হয়েছে ৷ ব্যালট পেপারটিও উদ্ধার করা হয়েছে ৷ শোভানগর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের গণনায় এই ঘটনা ঘটেছে ৷ তবে ওই এজেন্ট কোন দলের কিংবা ব্যালটটিতে কোন দলের পক্ষে ভোট পড়েছিল, তা আমার জানা নেই ৷”

আরও পড়ুন: নিজের গড়ে জমি রক্ষা কমিটির কাছে হার, রাগে গণনাকেন্দ্র ছাড়লেন আরাবুল

গণনাকেন্দ্র থেকে ব্যালট নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে

মালদা, 11 জুলাই: এক ভোটে জিতছে সিপিএম ৷ এই পরিস্থিতিতে গণনার টেবিল থেকে একটি ব্যালট নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক এজেন্টের বিরুদ্ধে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্রে ৷ অভিযোগ, সেখানকার শোভানগর গ্রাম পঞ্চায়েতে এক ভোটে জেতে সিপিএম ৷ ঠিক সেই সময় টেবিল থেকে একটি ব্যালট তুলে নিয়ে চম্পট দেন শোভানগরেরই পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীর স্বামী মহম্মদ আনওয়ারুল হক ৷

চারদিকে হইহই রব পড়ে যায় ৷ প্রথমে কাউন্টিং হলের বাইরে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিষয়টি বুঝতে পারেনি ৷ যখন বিষয়টি জানা যায়, তখন তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা ৷ শাসকদলের ওই এজেন্টকে ধরে ফেলেন তাঁরা ৷ কাউন্টিং সেন্টারের মাঠ থেকে একটি কাগজও উদ্ধার হয় ৷ তবে সেটি কোনও ব্যালট পেপার নয় ৷ সবার অনুমান, ওই এজেন্ট ব্যালট পেপারটি গিলে ফেলেছেন ৷

আরও পড়ুন: অনেকটাই এগিয়ে তৃণমূল; নিজের গড়ে হার আরাবুলের, পাহাড়ে বিজিপিএম ঝড়

এই নিয়ে উত্তেজনা ছড়ায় মালদা শহরের জেলা স্কুলে ৷ এখানেই ইংরেজবাজার ব্লকের ভোট গণনা চলছে ৷ সিপিএমের অভিযোগ, তাদের জেতা গ্রাম সংসদের আসন কৌশলে তৃণমূলকে পাইয়ে দিতে এটা প্রশাসনের ছক ৷ যদিও বিডিও দাবি করেছেন, খোওয়া যাওয়া ব্যালট পেপার উদ্ধার হয়েছে ৷ ব্যালটের হিসাবও মিলে গিয়েছে ৷

ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী একরাম হোসেন বলেন, “গণনা কেন্দ্রেও পুলিশ আর প্রশাসন শাসকদলকে সাহায্য করছে ৷ আমাদের কোনও অভিযোগ নিচ্ছে না ৷ আমাদের এজেন্টদেরও বাইরে বের করে দিচ্ছে ৷ নির্দেশ উপেক্ষা করে হলের ভিতর রাজ্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রয়েছে ৷ শোভানগরের একটি বুথে আমরা এক ভোটে জিতেছিলাম ৷ ওই বুথে পুনর্নির্বাচন হয়েছিল ৷ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর স্বামী একটি ব্যালট নিয়ে চম্পট দেন ৷ ওই ব্যালট পেপার এলে তবে বুঝতে পারব, ওখানে আমাদের জয় ঘোষণা করবে কী করবে না ৷”

তবে ইংরেজবাজার ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও সৌগত চৌধুরী বলছেন, “এক কাউন্টিং এজেন্ট গণনা হয়ে যাওয়া একটি ব্যালট পেপার টেবিল থেকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ৷ তবে তাঁকে ধরে ফেলা হয়েছে ৷ ব্যালট পেপারটিও উদ্ধার করা হয়েছে ৷ শোভানগর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের গণনায় এই ঘটনা ঘটেছে ৷ তবে ওই এজেন্ট কোন দলের কিংবা ব্যালটটিতে কোন দলের পক্ষে ভোট পড়েছিল, তা আমার জানা নেই ৷”

আরও পড়ুন: নিজের গড়ে জমি রক্ষা কমিটির কাছে হার, রাগে গণনাকেন্দ্র ছাড়লেন আরাবুল

Last Updated : Jul 11, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.