ETV Bharat / state

ইশা খানের নির্বাচনী সভা বন্ধের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল - police

রতুয়ায় কংগ্রেসের সভামঞ্চ থেকে সামান্য দূরে তৃণমূল প্রার্থী মৌসম নুরের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করেছিল তৃণমূলের শিক্ষক সংগঠন। অভিযোগ, রতুয়ায় কংগ্রেসের নির্বাচনী সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা ভেস্তে দেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব।

নাগমা
author img

By

Published : Apr 13, 2019, 10:59 PM IST

মালদা, 13 এপ্রিল : উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খানের সমর্থনে নির্বাচনী সভা বন্ধ করা সহ একাধিক হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমস্ত ঘটনা জানিয়ে রতুয়া থানার পুলিশ ও নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজ়ারভারের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

নাগমা
ইশা খানের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় নির্বাচনী সভা করতে আসেন কংগ্রেস নেত্রী নাগমা

উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খানের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় নির্বাচনী সভা করতে আসেন কংগ্রেস সর্বভারতীয় নেত্রী তথা বলিউড অভিনেত্রী নাগমা। তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে দুটি সভাতেই। হরিশ্চন্দ্রপুরের সভার পরে তিনি রতুয়ায় পাকুরতলা মাঠে সভা করতে যান। অন্যদিকে, রতুয়ায় কংগ্রেসের সভামঞ্চ থেকে সামান্য দূরে তৃণমূল প্রার্থী মৌসম নুরের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করেছিল তৃণমূলের শিক্ষক সংগঠন। অভিযোগ, রতুয়ায় কংগ্রেসের নির্বাচনী সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা ভেস্তে দেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। এমন কী কংগ্রেসের সভামঞ্চ ভাঙচুর সহ কংগ্রেস নেতৃত্বকে মারধরের হুমকিও দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে কংগ্রেসের নির্বাচনী সভা শেষ হয়।

আজ সভামঞ্চ থেকে মৌসম ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন নাগমা। তিনি বলেন, "কংগ্রেস আগে এখানে এমন প্রার্থী দিয়েছিল যার নাম মৌসম। আর মৌসমের (মরশুম) পরিবর্তন হতেই থাকে। আমাদের পরিবর্তিত মৌসমের সঙ্গে না গিয়ে হাতের সঙ্গে থাকতে হবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট হতে দেয়নি। গণনাকেন্দ্র দখল করেছে। এই নির্বাচনে তৃণমূল আবার বুথ দখলের চেষ্টা করবে। তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দিয়েছেন? দেননি। তাই এই চোরকে ভোট দেবেন না। তৃণমূলকেও ভোট দেবেন না। ভোট দেবেন শুধুমাত্র কংগ্রেসকে।"

সভা শেষে ইশা খান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, "রতুয়ায় আমাদের নির্বাচনী সভা শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এসে সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করে। মাইক বন্ধ করে, সভামঞ্চ ভেঙে দেওয়ার হুমকি দেয়। আমাদের কর্মীদের সভাস্থানে আসতে বাধা দেয়। আমরা রতুয়া থানায় ইয়াসিন আলি ও আশিস কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দায়ের করছি নির্বাচন কমিশন নিযুক্ত উত্তর মালদা কেন্দ্রের পুলিশ অবজ়ারভারের কাছেও। আমরা চাই নির্বাচনের চারদিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুটমার্চ শুরু করুক।"

এদিকে ইয়াসিন আলি বলেন, "আজ ইশা খান যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। আমি মনে করি ইশা খান পাগল হয়ে গেছেন। কোনও স্ট্যান্ডে প্রচারে গেলে তাঁর সঙ্গে দু'জন লোকও পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে সকলেই তৃণমূলে যোগদান করেছেন। রতুয়ার কোনও মানুষ সেখানে যায়নি। কংগ্রেস বাইরে থেকে লোক নিয়ে এসেও সভা সফল করতে পারেনি।"

মালদা, 13 এপ্রিল : উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খানের সমর্থনে নির্বাচনী সভা বন্ধ করা সহ একাধিক হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমস্ত ঘটনা জানিয়ে রতুয়া থানার পুলিশ ও নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজ়ারভারের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

নাগমা
ইশা খানের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় নির্বাচনী সভা করতে আসেন কংগ্রেস নেত্রী নাগমা

উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খানের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় নির্বাচনী সভা করতে আসেন কংগ্রেস সর্বভারতীয় নেত্রী তথা বলিউড অভিনেত্রী নাগমা। তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে দুটি সভাতেই। হরিশ্চন্দ্রপুরের সভার পরে তিনি রতুয়ায় পাকুরতলা মাঠে সভা করতে যান। অন্যদিকে, রতুয়ায় কংগ্রেসের সভামঞ্চ থেকে সামান্য দূরে তৃণমূল প্রার্থী মৌসম নুরের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করেছিল তৃণমূলের শিক্ষক সংগঠন। অভিযোগ, রতুয়ায় কংগ্রেসের নির্বাচনী সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা ভেস্তে দেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। এমন কী কংগ্রেসের সভামঞ্চ ভাঙচুর সহ কংগ্রেস নেতৃত্বকে মারধরের হুমকিও দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে কংগ্রেসের নির্বাচনী সভা শেষ হয়।

আজ সভামঞ্চ থেকে মৌসম ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন নাগমা। তিনি বলেন, "কংগ্রেস আগে এখানে এমন প্রার্থী দিয়েছিল যার নাম মৌসম। আর মৌসমের (মরশুম) পরিবর্তন হতেই থাকে। আমাদের পরিবর্তিত মৌসমের সঙ্গে না গিয়ে হাতের সঙ্গে থাকতে হবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট হতে দেয়নি। গণনাকেন্দ্র দখল করেছে। এই নির্বাচনে তৃণমূল আবার বুথ দখলের চেষ্টা করবে। তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দিয়েছেন? দেননি। তাই এই চোরকে ভোট দেবেন না। তৃণমূলকেও ভোট দেবেন না। ভোট দেবেন শুধুমাত্র কংগ্রেসকে।"

সভা শেষে ইশা খান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, "রতুয়ায় আমাদের নির্বাচনী সভা শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এসে সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করে। মাইক বন্ধ করে, সভামঞ্চ ভেঙে দেওয়ার হুমকি দেয়। আমাদের কর্মীদের সভাস্থানে আসতে বাধা দেয়। আমরা রতুয়া থানায় ইয়াসিন আলি ও আশিস কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দায়ের করছি নির্বাচন কমিশন নিযুক্ত উত্তর মালদা কেন্দ্রের পুলিশ অবজ়ারভারের কাছেও। আমরা চাই নির্বাচনের চারদিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুটমার্চ শুরু করুক।"

এদিকে ইয়াসিন আলি বলেন, "আজ ইশা খান যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। আমি মনে করি ইশা খান পাগল হয়ে গেছেন। কোনও স্ট্যান্ডে প্রচারে গেলে তাঁর সঙ্গে দু'জন লোকও পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে সকলেই তৃণমূলে যোগদান করেছেন। রতুয়ার কোনও মানুষ সেখানে যায়নি। কংগ্রেস বাইরে থেকে লোক নিয়ে এসেও সভা সফল করতে পারেনি।"

Intro:মালদা, ১৩ এপ্রিলঃ উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খানের সমর্থনে নির্বাচনি সভা বন্ধ করা সহ একাধিক হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ সমস্ত ঘটনা জানিয়ে রতুয়া থানার পুলিশ ও নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজারভারের দ্বারস্থ হয়েছে কংগ্রেস কর্তৃপক্ষ৷ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷Body:উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খানের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় নির্বাচনি সভা করতে আসেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা বলিউড অভিনেত্রী নাগমা৷ তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে দুটি সভাতেই৷ হরিশ্চন্দ্রপুরের সভার পরে তিনি রতুয়ায় পাকুরতলা মাঠে সভা করতে যান৷ অন্যদিকে, রতুয়ায় কংগ্রেসের সভামঞ্চ থেকে সামান্য দূরে তৃণমূল প্রার্থী মৌসম নূরের সমর্থনে নির্বাচনি সভার আয়োজন করেছিল তৃণমূলের শিক্ষক সংগঠন৷ অভিযোগ, রতুয়ায় কংগ্রেসের নির্বাচনি সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা ভেস্তে দেওয়ার চেষ্টা করে তৃণমূলের নেতৃত্ব৷ এমনকি কংগ্রেসের সভমঞ্চ ভাঙচুর সহ কংগ্রেস নেতৃত্ব মারধরের হুমকিও দেওয়া হয়৷ পরে পুলিশের হস্তক্ষেপে কংগ্রেসের নির্বাচনি সভা শেষ হয়৷
সভামঞ্চ থেকে মৌসম ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী৷ তিনি বলেন, "কংগ্রেস আগে এখানে এমন প্রার্থী দিয়েছিল যার নাম মৌসম৷ আর মৌসমের (মরশুম) পরিবর্তন হতেই থাকে৷ আমাদের পরিবর্তিত মৌসমের সঙ্গে না গিয়ে হাতের সঙ্গে থাকতে হবে৷ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট হতে দেয়নি৷ গণনাকেন্দ্র দখল করেছে৷ এই নির্বাচনে তৃণমূল আবার বুথ দখলের চেষ্টা করবে৷ নরেন্দ্র মোদি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছেন৷ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়েছেন? দেননি৷ তাই এই চোরকে ভোট দেবেন না৷ তৃণমূলকেও ভোট দেবেন না৷ ভোট দেবেন শুধুমাত্র কংগ্রেসকে৷"
Conclusion:সভাশেষে ইশা খান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ তিনি জানান, "রতুয়ায় আমাদের নির্বাচনি সভা শান্তিপূর্ণভাবে চলছিল৷ হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এসে সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করে৷ মাইক বন্ধ করার, সভামঞ্চ ভেঙে দেওয়ার হুমকি দেয়৷ আমাদের কর্মীদের সভাস্থলে আসতে বাধা দেয়৷ আমরা রতুয়া থানায় ইয়াসিন আলি ও আশিস কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি৷ অভিযোগ দায়ের করছি নির্বাচন কমিশন নিযুক্ত উত্তর মালদা কেন্দ্রের পুলিশ অবজারভারের কাছেও৷ আমরা চাই নির্বাচনের চারদিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করুক৷"
ইয়াসিন আলি জানান, "আজ ইশা খান যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন৷ আমি মনে করি ইশা খান পাগল হয়ে গেছে৷ ইশা খান কোনও স্ট্যান্ডে প্রচারে গেলে তাঁর সঙ্গে দুই জন লোকও পাওয়া যায় না৷ অথচ একজন পাগল কোনও স্ট্যান্ডে চিৎকার করলেও সেখানে শতাধিক মানুষ জড়ো হয়ে যায়৷ আজ কংগ্রেস ইশা খানের নির্বাচনি প্রচার নয়, অভিনেত্রীর প্রচার করছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে সকলেই তৃণমূল যোগদান করেছেন৷ রতুয়ার কোনও মানুষ সেখানে যায়নি৷ কংগ্রেস বাইরে থেকে লোক নিয়ে এসেও সভা সফল করতে পারেনি৷ "
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.