মালদা, 2 ডিসেম্বর: মালদা শহরে শীতের আগমনী বার্তা জানান দেয় তিব্বতিয়ান মার্কেট ৷ প্রতি বছর শীতের মরশুম শুরু হওয়ার আগেই শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেন ভিনরাজ্যে বিক্রেতারা ৷ মাস তিনেক ব্যবসার পর শীত ফুরোতেই ফিরে যান তাঁরা ৷ চলতি বছরেও নভেম্বরেই মালদায় ছুটে এসেছেন ব্যবসায়ীরা ৷ বসেছে মার্কেট, কিন্তু আবহাওয়া এখনও তেমন সাথ দেয়নি ৷ সপ্তাহ দু'য়েকের মধ্যে শীত পড়তেই ব্যবসা জমে উঠবে বলে আশা করছেন তিব্বতি মার্কেটের ব্যবসায়ীরা ৷
মালদা শহরের বাঁধরোডে হিমালয়ান তিবলিয়ান উলেন মার্কেট বসে ৷ স্থানীয় বাসিন্দাদের কাছে এই বাজার তিব্বতিয়ান মার্কেট নামেই পরিচিত ৷ এবছর মার্কেটে প্রায় 20টি দোকান বসেছে ৷ এদের মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী হিমাচলপ্রদেশ থেকে এসেছেন ৷ মালদা শহরে মাস তিনেক বাড়ি ভাড়া নিয়েই ব্যবসা করেন তাঁরা ৷
মালদা শহরে গত 30 বছর ধরে ব্যবসা করতে আসছেন ত্রিশি নমগেল ৷ তিনি বলেন, "আমরা হিমাচল প্রদেশ থেকে এসেছি ৷ আমাদের এলাকা থেকে প্রায় 50-60 জন এসেছেন মালদায় ব্যবসা করতে ৷ আমি অক্টোবরের শেষের দিকে মালদায় চলে এসেছি ৷ এখানে ঘর ভাড়া নিয়ে থেকে মার্কেট বসানোর সমস্ত ব্যবস্থা করেছি ৷ জানুয়ারি মাসের শেষে অর্থাৎ শীতের মরশুম শেষ হতেই আমরা বাড়ি ফিরে যাব ৷ অন্য বছর এই সময় শীত পড়ে যায় ৷ তবে এবছর এখনও শীত পড়েনি ৷ তাই এখনও সেভাবে ব্যবসা শুরু হয়নি ৷"
একই বক্তব্য আরেক ব্যবসায়ী তেনজিং ছোড়রার ৷ তিনি বলেন, "আমি মাসখানেক আগে সিমলা থেকে এসেছি ৷ প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসেন ৷ এবছর আমি প্রথম মালদায় এসেছি ৷ জানুয়ারির শেষে আমরা বাড়ি ফিরে যাব ৷ শুনছি, এখানে খুব ভালো ব্যবসা হয় ৷ সেই কারণেই ব্যবসা করতে এসেছি ৷ তবে এখনও শীত না-পড়ায় তেমন ব্যবসা হয়নি ৷"
অরুণাচল প্রদেশ থেকে মালদা শহরে এসেছেন ব্যবসায়ী রিক লিমপো ৷ তিনি বলেন, "মালদায় শীত বস্ত্রের ভালো ব্যবসা হয় শুনেছিলাম ৷ তাই এখানে ব্যবসা করতে এসেছি ৷ আমি এসেছি 20 দিন হল ৷ এখনও সেভাবে ব্যবসা হয়নি ৷ শীত পড়তেই ব্যবসা জমে উঠবে বলে আশা করছি ৷"
আরও পড়ুন: