ETV Bharat / state

Student Attempt to Murder in Malda : মালদায় নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টা, অভিযোগ তিন বন্ধুর বিরুদ্ধে - Three friends accused in this case

মেলায় নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টার অভিযোগ তিন বন্ধুর বিরুদ্ধে (Student Attempt to Murder in Malda) ৷ আক্রান্ত ছাত্রের নাম দেবরাজ রাজবংশী (15) । বেগুনবাড়ি গ্রামেই তাঁর বাড়ি । স্থানীয় স্কুলের ছাত্র দেবরাজ ।

Student Attempt to Murder in Malda
Student Attempt to Murder
author img

By

Published : Apr 18, 2022, 5:14 PM IST

মালদা, 18 এপ্রিল : নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে (A class nine student is allegedly attacked by friends in Malda)। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায় । আক্রান্ত ছাত্র বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । আজ, সোমবার সকালে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা একটি আমবাগান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বাড়ির লোকজন ।

এই ঘটনায় ওই ছাত্রের তিন বন্ধুর বিরুদ্ধে পুলিশে মৌখিক অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা । যদিও আক্রান্তের চিকিৎসায় ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত তাঁরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি । মৌখিক অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ (Police Investigating the Case) ।

আক্রান্ত ছাত্রের নাম দেবরাজ রাজবংশী (15) । বেগুনবাড়ি গ্রামেই তাঁর বাড়ি । স্থানীয় স্কুলের ছাত্র দেবরাজ । গতকাল তাঁদের বাড়ির কাছে সজনাদিঘি গ্রামে বসেছিল বড় মেলা । মূলত, আদিবাসীদের মেলা হলেও সেখানে সংশ্লিষ্ট এলাকার সমস্ত গ্রাম থেকে লোকজন মেলায় ভিড় করে । গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে মেলায় যায় দেবরাজ । সন্ধে নাগাদ সে মেলা থেকে বাড়িও ফিরে আসে । কিন্তু তারপর ফের বন্ধুদের সঙ্গে মেলায় যাচ্ছে বলে বেরিয়ে যায় সে । তারপর রাতে আর সে বাড়িতে ফেরেনি । বাড়িতে বলেছিল, এক বন্ধুর বাড়িতে রাতে থেকে যাবে । আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধারের পরেই এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর তিন বন্ধুর (Three friends accused in this case) ।

আরও পড়ুন : Councillor clean medical college : ঝাড়ু হাতে মেডিকেল কলেজ চত্বরে সাফাইয়ে কাউন্সিলর

দেবরাজের বাবা গৌতম রাজবংশী বলেন, "কাল আমার ছেলেকে ওর বন্ধুরা মেলা দেখার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । সন্ধেয় আমার ভাই ফোন করে ওকে বাড়িতে ডাকে । ছেলে বাড়ি ফিরেও আসে । কিন্তু খানিক বাদে ফের মেলায় যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় । রাতে আর বাড়ি ফেরেনি । আজ সকালে দেখি, বাড়ি থেকে সামান্য দূরে আমবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । বন্ধুদের সঙ্গে ওর কোনও গন্ডগোল ছিল কি না তা আমরা জানি না । আমি গোটা ঘটনা থানায় জানিয়েছি । পুলিশ আগে ছেলের চিকিৎসা করাতে বলেছে । এই ঘটনায় আমি ছেলের তিন বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব ।"

নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টা, অভিযোগ তিন বন্ধুর বিরুদ্ধে

আজ কথা বলার অবস্থায় ছিলেন না দেবরাজের মা মেনকা রাজবংশী । তিনি শুধু বলেন, "কাকার ফোন পেয়ে ছেলে মেলা থেকে বাড়ি ফিরে এসেছিল । কিন্তু কিছুক্ষণ পর তিন বন্ধু মোটরবাইক নিয়ে এসে ছেলেকে ফের মেলায় নিয়ে যায় । আজ সকালে পাড়ার একটা বাচ্চা ছেলে বাড়িতে গিয়ে বলে, দেবরাজ আর নেই । তখন আমরা আমবাগানে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসি ।"

আরও পড়ুন : Soil Mafia in Malda : হরিশ্চন্দ্রপুর 1নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ

মালদা, 18 এপ্রিল : নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে (A class nine student is allegedly attacked by friends in Malda)। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায় । আক্রান্ত ছাত্র বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । আজ, সোমবার সকালে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা একটি আমবাগান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বাড়ির লোকজন ।

এই ঘটনায় ওই ছাত্রের তিন বন্ধুর বিরুদ্ধে পুলিশে মৌখিক অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা । যদিও আক্রান্তের চিকিৎসায় ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত তাঁরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি । মৌখিক অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ (Police Investigating the Case) ।

আক্রান্ত ছাত্রের নাম দেবরাজ রাজবংশী (15) । বেগুনবাড়ি গ্রামেই তাঁর বাড়ি । স্থানীয় স্কুলের ছাত্র দেবরাজ । গতকাল তাঁদের বাড়ির কাছে সজনাদিঘি গ্রামে বসেছিল বড় মেলা । মূলত, আদিবাসীদের মেলা হলেও সেখানে সংশ্লিষ্ট এলাকার সমস্ত গ্রাম থেকে লোকজন মেলায় ভিড় করে । গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে মেলায় যায় দেবরাজ । সন্ধে নাগাদ সে মেলা থেকে বাড়িও ফিরে আসে । কিন্তু তারপর ফের বন্ধুদের সঙ্গে মেলায় যাচ্ছে বলে বেরিয়ে যায় সে । তারপর রাতে আর সে বাড়িতে ফেরেনি । বাড়িতে বলেছিল, এক বন্ধুর বাড়িতে রাতে থেকে যাবে । আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধারের পরেই এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর তিন বন্ধুর (Three friends accused in this case) ।

আরও পড়ুন : Councillor clean medical college : ঝাড়ু হাতে মেডিকেল কলেজ চত্বরে সাফাইয়ে কাউন্সিলর

দেবরাজের বাবা গৌতম রাজবংশী বলেন, "কাল আমার ছেলেকে ওর বন্ধুরা মেলা দেখার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । সন্ধেয় আমার ভাই ফোন করে ওকে বাড়িতে ডাকে । ছেলে বাড়ি ফিরেও আসে । কিন্তু খানিক বাদে ফের মেলায় যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় । রাতে আর বাড়ি ফেরেনি । আজ সকালে দেখি, বাড়ি থেকে সামান্য দূরে আমবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । বন্ধুদের সঙ্গে ওর কোনও গন্ডগোল ছিল কি না তা আমরা জানি না । আমি গোটা ঘটনা থানায় জানিয়েছি । পুলিশ আগে ছেলের চিকিৎসা করাতে বলেছে । এই ঘটনায় আমি ছেলের তিন বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব ।"

নবম শ্রেণির ছাত্রকে খুনের চেষ্টা, অভিযোগ তিন বন্ধুর বিরুদ্ধে

আজ কথা বলার অবস্থায় ছিলেন না দেবরাজের মা মেনকা রাজবংশী । তিনি শুধু বলেন, "কাকার ফোন পেয়ে ছেলে মেলা থেকে বাড়ি ফিরে এসেছিল । কিন্তু কিছুক্ষণ পর তিন বন্ধু মোটরবাইক নিয়ে এসে ছেলেকে ফের মেলায় নিয়ে যায় । আজ সকালে পাড়ার একটা বাচ্চা ছেলে বাড়িতে গিয়ে বলে, দেবরাজ আর নেই । তখন আমরা আমবাগানে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসি ।"

আরও পড়ুন : Soil Mafia in Malda : হরিশ্চন্দ্রপুর 1নং ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.