ETV Bharat / state

চিমনি থেকে বাতাসে মিশছে কয়লার ছাই! নিঃশ্বাসে বিষ কয়েকহাজার গ্রামবাসীর - শিল্পতালুক

Factory Ash Problem in Malda: কারখানার চিমনি থেকে অবিরত উড়ে আসছে ছাই ৷ 12 নম্বর জাতীয় সড়কে ছেয়ে গিয়েছে ছাইয়ের পুরু আস্তরণে ৷ সবচেয়ে বড় কথা, ছাইয়ের কারণে শ্বাসপ্রশ্বাস নেওয়া প্রকট হয়ে দাঁড়িয়েছে মালদা জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের ৷ সমস্যার কথা স্বীকার করে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ৷ কয়েকদিনের মধ্যেই সমাধানের আশ্বাস দিয়েছে তারা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 5:57 PM IST

মালদার নারায়ণপুর শিল্পতালুক লাগোয়া গ্রামের নিঃশ্বাসে বিষ

মালদা, 5 ডিসেম্বর: মালদা জেলার একমাত্র শিল্পাঞ্চল পুরাতন মালদার নারায়ণপুরে ৷ সেই শিল্পতালুকের গা ঘেঁষে রয়েছে ভাবুক, আমতলা, বিষ্ণুপুর -সহ কয়েকটি গ্রাম ৷ গ্রামগুলিতে বসবাস করে অন্তত দেড় হাজার পরিবারের ৷ গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি শিল্পতালুকে একটি স্টার্চ তৈরির কারখানা খুলেছে অম্বুজা গোষ্ঠী ৷ মাসখানেক ধরে সেই কারখানার চিমনি দিয়ে উড়ে আসছে ছাই ৷ যার ফলে সুস্থভাবে বসবাস করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ ক্ষতি হচ্ছে কৃষিজমিরও ৷ এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিল এলসাকাবাসী ৷

আমতলা গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল বলেন, "হাজার পাঁচেক পরিবারের বসবাস এই গ্রামে ৷ মাসখানেক ধরে অম্বুজা গোষ্ঠীর কারখানার চিমনি থেকে বেরিয়ে আসা ছাইয়ের কারণে সমস্যায় পড়েছি ৷ এত ছাই উড়ছে যে ঠিকমতো চলাফেরা করা যাচ্ছে না ৷ এই ছাই চোখে একবার পড়লে 3-4 দিনের আগে জ্বালা কমে না ৷ রান্না করা খাবার, পানীয় জল খোলা থাকলেও ছাই পড়ছে ৷ বাড়ির খাবারটুকুও খাওয়া যাচ্ছে না ৷ এর আগেও একবার একই সমস্যা হয়েছিল ৷ পরে চিমনি পালটে ফেললে সমস্যার সমাধান করেছিল ৷ দ্রুত সমস্যার সমাধান না-হলে আমরা কারখানার গেটে বিক্ষোভ দেখাব ৷" ওই বাসিন্দার বক্তব্যের রেশ টেনেই গ্রামবাসী রীতা মণ্ডল বলেন, "দিন-রাত ছাই উড়ছে ৷ এমনকী শীতের সকালেও নিস্তার নেই ৷ রান্না করা সমস্যা হয়ে গিয়েছে ৷ কাপড় শুকোতে দিলে কালো হয়ে যাচ্ছে ৷ জল রাখলে মুহূর্তের মধ্যে ছাই পড়ছে ৷ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না ৷ বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না ৷ আমরা চাই, ফ্যাক্টরি কর্তৃপক্ষ দ্রুত কোনও ব্যবস্থা নিক ৷"

মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের প্রাক্তন সম্পাদক সুভাষ হালদারের কারখানাও এই শিল্পতালুকে ৷ তাঁর কথায়, "বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা কারখানা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি ৷ তারাও পদক্ষেপ নিচ্ছে ৷ শুধু আমতলা নয়, আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ছাই উড়ে পড়ছে বলে খবর পেয়েছি ৷ এতে চাষেরও ক্ষতি হচ্ছে ৷ এই ঘটনায় মানুষের যে সমস্যা হচ্ছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই ৷ তবে আশা করছি, দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷"

অম্বুজা গোষ্ঠীর যে কারখানা থেকে এই সমস্যার সূত্রপাত, তার ম্যানেজার রঞ্জন নিয়োগীও সমস্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন ৷ তিনি স্বীকার করে নিয়েছেন কারখানার চিমনিতেই এই সমস্যা দেখা দিয়েছে ৷ ইতিমধ্যে 80 শতাংশ সমস্যার সমাধান হয়ে গিয়েছে ৷ টেকনিশিয়ানরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন ৷ সাত-আটদিনের মধ্যে সমস্যা পুরোপুরি মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক
  2. বধূ নির্যাতনের অভিযোগ! প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা
  3. একদিন কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধর ! অভিযোগ অস্বীকার বিট অফিসারের

মালদার নারায়ণপুর শিল্পতালুক লাগোয়া গ্রামের নিঃশ্বাসে বিষ

মালদা, 5 ডিসেম্বর: মালদা জেলার একমাত্র শিল্পাঞ্চল পুরাতন মালদার নারায়ণপুরে ৷ সেই শিল্পতালুকের গা ঘেঁষে রয়েছে ভাবুক, আমতলা, বিষ্ণুপুর -সহ কয়েকটি গ্রাম ৷ গ্রামগুলিতে বসবাস করে অন্তত দেড় হাজার পরিবারের ৷ গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি শিল্পতালুকে একটি স্টার্চ তৈরির কারখানা খুলেছে অম্বুজা গোষ্ঠী ৷ মাসখানেক ধরে সেই কারখানার চিমনি দিয়ে উড়ে আসছে ছাই ৷ যার ফলে সুস্থভাবে বসবাস করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ ক্ষতি হচ্ছে কৃষিজমিরও ৷ এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিল এলসাকাবাসী ৷

আমতলা গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল বলেন, "হাজার পাঁচেক পরিবারের বসবাস এই গ্রামে ৷ মাসখানেক ধরে অম্বুজা গোষ্ঠীর কারখানার চিমনি থেকে বেরিয়ে আসা ছাইয়ের কারণে সমস্যায় পড়েছি ৷ এত ছাই উড়ছে যে ঠিকমতো চলাফেরা করা যাচ্ছে না ৷ এই ছাই চোখে একবার পড়লে 3-4 দিনের আগে জ্বালা কমে না ৷ রান্না করা খাবার, পানীয় জল খোলা থাকলেও ছাই পড়ছে ৷ বাড়ির খাবারটুকুও খাওয়া যাচ্ছে না ৷ এর আগেও একবার একই সমস্যা হয়েছিল ৷ পরে চিমনি পালটে ফেললে সমস্যার সমাধান করেছিল ৷ দ্রুত সমস্যার সমাধান না-হলে আমরা কারখানার গেটে বিক্ষোভ দেখাব ৷" ওই বাসিন্দার বক্তব্যের রেশ টেনেই গ্রামবাসী রীতা মণ্ডল বলেন, "দিন-রাত ছাই উড়ছে ৷ এমনকী শীতের সকালেও নিস্তার নেই ৷ রান্না করা সমস্যা হয়ে গিয়েছে ৷ কাপড় শুকোতে দিলে কালো হয়ে যাচ্ছে ৷ জল রাখলে মুহূর্তের মধ্যে ছাই পড়ছে ৷ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না ৷ বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না ৷ আমরা চাই, ফ্যাক্টরি কর্তৃপক্ষ দ্রুত কোনও ব্যবস্থা নিক ৷"

মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের প্রাক্তন সম্পাদক সুভাষ হালদারের কারখানাও এই শিল্পতালুকে ৷ তাঁর কথায়, "বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা কারখানা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি ৷ তারাও পদক্ষেপ নিচ্ছে ৷ শুধু আমতলা নয়, আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ছাই উড়ে পড়ছে বলে খবর পেয়েছি ৷ এতে চাষেরও ক্ষতি হচ্ছে ৷ এই ঘটনায় মানুষের যে সমস্যা হচ্ছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই ৷ তবে আশা করছি, দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷"

অম্বুজা গোষ্ঠীর যে কারখানা থেকে এই সমস্যার সূত্রপাত, তার ম্যানেজার রঞ্জন নিয়োগীও সমস্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন ৷ তিনি স্বীকার করে নিয়েছেন কারখানার চিমনিতেই এই সমস্যা দেখা দিয়েছে ৷ ইতিমধ্যে 80 শতাংশ সমস্যার সমাধান হয়ে গিয়েছে ৷ টেকনিশিয়ানরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন ৷ সাত-আটদিনের মধ্যে সমস্যা পুরোপুরি মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক
  2. বধূ নির্যাতনের অভিযোগ! প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা
  3. একদিন কাজে অনুপস্থিতে বন সহায়ক কর্মীকে বেধড়ক মারধর ! অভিযোগ অস্বীকার বিট অফিসারের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.