ETV Bharat / state

1497 যাত্রী নিয়ে মালদায় পৌঁছাল 'শ্রমিক স্পেশাল' ট্রেন - লকডাউন

আজ বিকেলে বেঙ্গালুরু থেকে 1497জন শ্রমিক নিয়ে এই ট্রেনটি মালদায় এসে পৌঁছায় । 18টি জেলার শ্রমিকদের মালদায় নামানো হয় । বাকি পাঁচ জেলার শ্রমিকদের ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পাঠানোর কথা রয়েছে । শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করে তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হচ্ছে ।

1497জন যাত্রী নিয়ে মালদায় পৌঁছাল 'শ্রমিক স্পেশাল' ট্রেন
1497জন যাত্রী নিয়ে মালদায় পৌঁছাল 'শ্রমিক স্পেশাল' ট্রেন
author img

By

Published : May 14, 2020, 10:04 PM IST

মালদা, 14 মে : অবশেষে শ্রমিক নিয়ে মালদায় এসে পৌঁছাল বিশেষ ট্রেন । আজ বিকেলে ব্যাঙ্গালুরু থেকে 1497জন শ্রমিক নিয়ে এই ট্রেনটি মালদায় এসে পৌঁছায় । 18টি জেলার শ্রমিকদের মালদায় নামানো হয় । বাকি পাঁচ জেলার শ্রমিকদের ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পাঠানোর কথা রয়েছে । মালদা জেলার সমস্ত শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । লকডাউনে রাজ্যের বহু শ্রমিক ভিনরাজ্যে আটকে পড়েছে । সেই সমস্ত শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ শুরু করেছে সরকার । গত কয়েকদিন ধরে বাসে করে জেলায় শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে । শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করে তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হচ্ছে । তবে এই প্রথম মালদায় ট্রেনে করে শ্রমিকদের নিয়ে আসা হল ।

দুপুর থেকেই 'শ্রমিক স্পেশাল' ট্রেন নিয়ে প্রশাসনিক ব্যস্ততা ছিল তুঙ্গে । দুপুরে জেলাশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক এসে মালদা টাউন স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখেন । জেলার শ্রমিকদের জন্য আলাদা রাস্তা ও ভিন জেলার শ্রমিকদের জন্য আলাদা রাস্তা করা হয় । মালদা জেলার শ্রমিকদের জন্য পাঁচটি রুটের বাস ও অন্যান্য 18টি জেলার জন্য বাস তৈরি রাখা হয়েছে ।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ 'শ্রমিক স্পেশাল' ট্রেন 1497জন শ্রমিক নিয়ে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায় । ওই ট্রেনে মালদার 181জন শ্রমিক ভিনরাজ্য থেকে ফিরেছে । প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে । লালারস সংগ্রহের পরে ওই শ্রমিকদের বাসে করে বাড়িতে পৌঁছে দেওয়া হবে । আগামী 14 দিন ভিনরাজ্য ফেরত শ্রমিকদের বাধ্যতামূলকভাবে হোম কোয়ারানটিনে থাকতে হবে

মালদা, 14 মে : অবশেষে শ্রমিক নিয়ে মালদায় এসে পৌঁছাল বিশেষ ট্রেন । আজ বিকেলে ব্যাঙ্গালুরু থেকে 1497জন শ্রমিক নিয়ে এই ট্রেনটি মালদায় এসে পৌঁছায় । 18টি জেলার শ্রমিকদের মালদায় নামানো হয় । বাকি পাঁচ জেলার শ্রমিকদের ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পাঠানোর কথা রয়েছে । মালদা জেলার সমস্ত শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । লকডাউনে রাজ্যের বহু শ্রমিক ভিনরাজ্যে আটকে পড়েছে । সেই সমস্ত শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ শুরু করেছে সরকার । গত কয়েকদিন ধরে বাসে করে জেলায় শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে । শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করে তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হচ্ছে । তবে এই প্রথম মালদায় ট্রেনে করে শ্রমিকদের নিয়ে আসা হল ।

দুপুর থেকেই 'শ্রমিক স্পেশাল' ট্রেন নিয়ে প্রশাসনিক ব্যস্ততা ছিল তুঙ্গে । দুপুরে জেলাশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক এসে মালদা টাউন স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখেন । জেলার শ্রমিকদের জন্য আলাদা রাস্তা ও ভিন জেলার শ্রমিকদের জন্য আলাদা রাস্তা করা হয় । মালদা জেলার শ্রমিকদের জন্য পাঁচটি রুটের বাস ও অন্যান্য 18টি জেলার জন্য বাস তৈরি রাখা হয়েছে ।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ 'শ্রমিক স্পেশাল' ট্রেন 1497জন শ্রমিক নিয়ে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায় । ওই ট্রেনে মালদার 181জন শ্রমিক ভিনরাজ্য থেকে ফিরেছে । প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে । লালারস সংগ্রহের পরে ওই শ্রমিকদের বাসে করে বাড়িতে পৌঁছে দেওয়া হবে । আগামী 14 দিন ভিনরাজ্য ফেরত শ্রমিকদের বাধ্যতামূলকভাবে হোম কোয়ারানটিনে থাকতে হবে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.