ETV Bharat / state

মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনদের পাশে বিজেপি - করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন জারি করেছে রাজ্য সরকার । রাজ্যজুড়ে সংক্রমণ কমতে থাকায় করোনা বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনেরা । তাঁদের জন্য আজ জেলা বিজেপির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয় ।

মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনদের পাশে দাঁড়াল মালদা জেলা বিজেপি
মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনদের পাশে দাঁড়াল মালদা জেলা বিজেপি
author img

By

Published : May 30, 2021, 4:21 PM IST

মালদা, ৩০ মে: করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন পরিস্থিতিতে মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনদের পাশে দাঁড়াল মালদা জেলা বিজেপি । আজ চিকিৎসাধীন রোগীর পরিবারদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে ।

করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন জারি করেছে রাজ্য সরকার । রাজ্যজুড়ে সংক্রমণ কমতে থাকায় করোনা বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনেরা । তাঁদের জন্য আজ জেলা বিজেপির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা তথা বিদায়ী কাউন্সিলর অম্লান ভাদুড়ি, সঞ্জয় শর্মা সহ অন্যান্য বিজেপি নেতা-নেত্রীরা ।

আজ জেলা বিজেপির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়

আরও পড়ুন : কালিয়াচকে 750 বোতল ফেনসিডিলসহ গ্রেফতার 3

বিজেপি নেতা তথা পুরসভার বিদায়ী কাউন্সিলর অম্লান ভাদুড়ি বলেন, “ইংরেজবাজার পুরসভার আমরা যাঁরা বিজেপির কাউন্সিলর রয়েছি, তাঁরা সকলে মিলে মালদা মেডিকেলে চিকিৎসাধীন পরিবারের লোকেদের খাবার বিলি করছি । শহরে যেভাবে করোনা সংক্রমণ ঘটছে তাতে মানুষ বিপদে পড়েছে । সংক্রমণ রুখতে কার্যত লকডাউন জারি করা হয়েছে । এই পরিস্থিতিতে মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছে । মালদা মেডিকেলে অনেক রোগীর পরিবার খাবার পাচ্ছে না । সেই কারণে আমরা মাস্ক, স্যানিটাইজার সহ খাবার বিলির আয়োজন করেছি ।”

মালদা, ৩০ মে: করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন পরিস্থিতিতে মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনদের পাশে দাঁড়াল মালদা জেলা বিজেপি । আজ চিকিৎসাধীন রোগীর পরিবারদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে ।

করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন জারি করেছে রাজ্য সরকার । রাজ্যজুড়ে সংক্রমণ কমতে থাকায় করোনা বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন মালদা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিজনেরা । তাঁদের জন্য আজ জেলা বিজেপির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা তথা বিদায়ী কাউন্সিলর অম্লান ভাদুড়ি, সঞ্জয় শর্মা সহ অন্যান্য বিজেপি নেতা-নেত্রীরা ।

আজ জেলা বিজেপির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়

আরও পড়ুন : কালিয়াচকে 750 বোতল ফেনসিডিলসহ গ্রেফতার 3

বিজেপি নেতা তথা পুরসভার বিদায়ী কাউন্সিলর অম্লান ভাদুড়ি বলেন, “ইংরেজবাজার পুরসভার আমরা যাঁরা বিজেপির কাউন্সিলর রয়েছি, তাঁরা সকলে মিলে মালদা মেডিকেলে চিকিৎসাধীন পরিবারের লোকেদের খাবার বিলি করছি । শহরে যেভাবে করোনা সংক্রমণ ঘটছে তাতে মানুষ বিপদে পড়েছে । সংক্রমণ রুখতে কার্যত লকডাউন জারি করা হয়েছে । এই পরিস্থিতিতে মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছে । মালদা মেডিকেলে অনেক রোগীর পরিবার খাবার পাচ্ছে না । সেই কারণে আমরা মাস্ক, স্যানিটাইজার সহ খাবার বিলির আয়োজন করেছি ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.