মালদা , 2 অগাস্ট : রেললাইনের ধারে সদ্যোজাতের দেহ উদ্ধার । আজ সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে স্থানীয়রা দেহটি দেখতে পায় । এর আগেও ওই এলাকা থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার হয়েছে । দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ রেললাইনের ধারে স্থানীয় একজন ওই সদ্যোজাতের দেহ দেখতে পায় ৷ সে আমাদের বিষয়টি জানায় ৷ এই এলাকার পাশেই রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ৷ নার্সিংহোমও রয়েছে ৷ এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে ৷ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ৷ আমরা চাইছি প্রশাসন এদিকে নজর দিক ৷ আমাদের অনুমান , নার্সিংহোম থেকেই ওই সদ্যোজাতকে ফেলে দেওয়া হয়েছে ৷”
একই বক্তব্য আর এক বাসিন্দা জুহি চৌধুরির ৷ তিনি বলেন, “আমাদের অনুমান কেউ রাতে এই সদ্যোজাতকে ফেলে দিয়েছে ৷ এর আগেও এই এলাকায় সদ্যোজাতের দেহ উদ্ধার হয়েছে ৷ আমরা দোষীদের কঠোর শাস্তি চাই ৷”
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে , পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে ৷ সদ্যোজাতের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে ৷