ETV Bharat / state

মালদার নিকাশি নালা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, চাঞ্চল্য এলাকায়

আজ সকাল 10টা নাগাদ সাফাইকর্মীরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের পাশের নালা পরিষ্কার করতে আসেন । সেই সময় নালা থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের দেহ উদ্ধার হয় । সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ওই এলাকায় ভিড় করেন । কীভাবে নালাতে সদ্যোজাতের দেহ এল তা নিয়ে কেউ কিছুই বলতে পারেননি ।

মালদার এক নিকাশি নালা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ , চাঞ্চল্য এলাকায়
মালদার এক নিকাশি নালা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ , চাঞ্চল্য এলাকায়
author img

By

Published : May 30, 2021, 4:14 PM IST

মালদা, 30 মে: ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার । আজ সকালে সাফাইকর্মীরা নালা পরিষ্কার করতে এসে ওই সদ্যোজাতের দেহ উদ্ধার করেন । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেলে ।

আজ সকাল 10টা নাগাদ সাফাইকর্মীরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের পাশের নালা পরিষ্কার করতে আসেন । সেই সময় নালা থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের দেহ উদ্ধার হয় । সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ওই এলাকায় ভিড় করেন । কীভাবে নালাতে সদ্যোজাতের দেহ এল তা নিয়ে কেউ কিছুই বলতে পারেননি ।

দীর্ঘক্ষণ জাতীয় সড়কের ধারেই পড়ে ছিল সদ্যোজাতের দেহ । রাস্তার ধারে দেহ পড়ে থাকায় ক্ষোভের সঞ্চার হয় এলাকাবাসীর মধ্যে । স্থানীয় বাসিন্দা কমল মধু বলেন, “মালদা মেডিকেলের মেইন গেটের সামনে হাইড্রেন থেকে একটি সদ্যোজাতের দেহ উদ্ধার হয়েছে । ওই শিশুর নাড়িতে এখনও ক্লিপ লাগানো রয়েছে । এর থেকে অনুমান করা যাচ্ছে জন্ম হওয়ার পরেই ওই শিশুকে ফেলে দেওয়া হয়েছে । তবে কে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত হওয়ার পরেই জানা যাবে । আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক ।”

আরও পড়ুন : লকডাউনে ভাড়ায় প্রাথমিক স্কুল, বিতর্ক মানিকচকে

একই বক্তব্য আরেক বাসিন্দা শিবানী রায়ের । তিনি বলেন, “আমি শুনতে পেলাম মালদা মেডিকেলের সামনে ড্রেন থেকে একটি শিশুর দেহ উদ্ধার হয়েছে । এখানে এসে দেখি রাস্তার ধারে আবর্জনার সঙ্গে একটি সদ্যোজাত পুত্র সন্তাদের দেহ পড়ে রয়েছে । কোথা থেকে এই শিশুর দেহ এল তা জানা নেই । আমি নিজেও একজন মা । স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখার পর খারাপ লাগবে । যে বাচ্চাকে এভাবে ফেলেছে তার পাশাপাশি যারা তাকে এই ঘটনায় মদত করেছে প্রত্যেকের শাস্তি হওয়া উচিৎ।”

মালদা, 30 মে: ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার । আজ সকালে সাফাইকর্মীরা নালা পরিষ্কার করতে এসে ওই সদ্যোজাতের দেহ উদ্ধার করেন । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেলে ।

আজ সকাল 10টা নাগাদ সাফাইকর্মীরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের পাশের নালা পরিষ্কার করতে আসেন । সেই সময় নালা থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের দেহ উদ্ধার হয় । সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ওই এলাকায় ভিড় করেন । কীভাবে নালাতে সদ্যোজাতের দেহ এল তা নিয়ে কেউ কিছুই বলতে পারেননি ।

দীর্ঘক্ষণ জাতীয় সড়কের ধারেই পড়ে ছিল সদ্যোজাতের দেহ । রাস্তার ধারে দেহ পড়ে থাকায় ক্ষোভের সঞ্চার হয় এলাকাবাসীর মধ্যে । স্থানীয় বাসিন্দা কমল মধু বলেন, “মালদা মেডিকেলের মেইন গেটের সামনে হাইড্রেন থেকে একটি সদ্যোজাতের দেহ উদ্ধার হয়েছে । ওই শিশুর নাড়িতে এখনও ক্লিপ লাগানো রয়েছে । এর থেকে অনুমান করা যাচ্ছে জন্ম হওয়ার পরেই ওই শিশুকে ফেলে দেওয়া হয়েছে । তবে কে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত হওয়ার পরেই জানা যাবে । আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক ।”

আরও পড়ুন : লকডাউনে ভাড়ায় প্রাথমিক স্কুল, বিতর্ক মানিকচকে

একই বক্তব্য আরেক বাসিন্দা শিবানী রায়ের । তিনি বলেন, “আমি শুনতে পেলাম মালদা মেডিকেলের সামনে ড্রেন থেকে একটি শিশুর দেহ উদ্ধার হয়েছে । এখানে এসে দেখি রাস্তার ধারে আবর্জনার সঙ্গে একটি সদ্যোজাত পুত্র সন্তাদের দেহ পড়ে রয়েছে । কোথা থেকে এই শিশুর দেহ এল তা জানা নেই । আমি নিজেও একজন মা । স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখার পর খারাপ লাগবে । যে বাচ্চাকে এভাবে ফেলেছে তার পাশাপাশি যারা তাকে এই ঘটনায় মদত করেছে প্রত্যেকের শাস্তি হওয়া উচিৎ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.