ETV Bharat / state

Bengal Students Stranded In Ukraine : ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে বোমারু বিমান, খারকিভ থেকে শিউরে ওঠা অভিজ্ঞতা শোনালেন মালদার শুভ্র - Subhranil from Kharkiv appeals to the government

মুহূর্তে-মুহূর্তে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে কতদূর লড়াই চালাতে পারবেন জানা নেই ৷ ইটিভি ভারতের মাধ্যমে তাই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আর্তি জানালেন শুভ্রনীল (Subhranil from Kharkiv appeals to the government) ৷

WB Students Stranded In Ukraine
ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে বোমারু বিমান, খারকিভ থেকে শিউরে ওঠা অভিজ্ঞতা শোনালেন মালদার শুভ্র
author img

By

Published : Feb 26, 2022, 4:20 PM IST

Updated : Feb 26, 2022, 6:44 PM IST

মালদা/খারকিভ, 26 ফেব্রুয়ারি : মানুষের প্রাণ বাঁচানোর মতো মহৎ উদ্দেশ্য নিয়ে বছর দু'য়েক আগে পাড়ি জমিয়েছিলেন ইউক্রেনে ৷ একদিন নিজেকেই যে এভাবে প্রাণভিক্ষার কাতর আর্জি জানাতে হবে, স্বপ্নেও ভাবেননি মালদার শুভ্রনীল দে ৷ 2020 থেকে ইউক্রেনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত খারকিভ অস্থায়ী ঠিকানা ডাক্তারি দ্বিতীয় বর্ষের এই পড়ুয়ার ৷ কিন্তু ছবির মতো সুন্দর শহরের আকাশ-বাতাস গত দু'দিনে বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷

ভয়ঙ্কর সব অভিজ্ঞতা ইউক্রেনের পশ্চিমের শহর থেকে শেয়ার করেছেন শুভ্রনীল ৷ প্রাণ বাঁচাতে ফ্ল্যাট ছেড়ে আগেই বাঙ্কারে নাম নথিভুক্ত করেছেন তিনি ৷ তবে মেট্রো স্টেশনের বাঙ্কারে পর্যাপ্ত খাবার, পানীয় কিছুই নেই তাঁদের কাছে ৷ মুহূর্তে-মুহূর্তে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে কতদূর লড়াই চালাতে পারবেন জানা নেই ৷ ইটিভি ভারতের মাধ্যমে তাই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আর্তি জানালেন শুভ্রনীল (Subhranil from Kharkiv appeals to the government) ৷

একমাত্র ছেলের চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছেন বাবা-মা৷ ছেলের প্রাণভিক্ষার আর্জি জানিয়ে দিগভ্রান্তের মতো এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছেন প্রিয়তোষ দে ঘুরে গিয়েছেন নবান্নেও ৷ প্রয়োজনীয় সমস্ত নথি জমা করে গিয়েছেন সেখানে ৷

খারকিভ থেকে শিউরে ওঠা অভিজ্ঞতা শোনালেন মালদার শুভ্র

আরও পড়ুন : Bengali Student in Ukraine : ইউক্রেনে ছেলে, বর্ধমানে বাড়িতে ভিডিয়ো কলে ফেরার বার্তা

ইউক্রেনের পশ্চিম প্রান্তের শহরগুলি থেকে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই ৷ বিকল্প পথে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি প্রভৃতি দেশের সীমান্ত দিয়ে ফেরানো হচ্ছে তাদের ৷ কিন্তু খারকিভ অবস্থিত ইউক্রেনের পূর্ব প্রান্তে ৷ সেদেশের ভারতীয় দূতাবাস খারকিভে থাকা পড়ুয়াদের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করে ওঠেনি। শুভ্রনীল বলছিলেন, "আমরা চাই ভারত সরকার আমাদেরও দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক ৷"

মালদা/খারকিভ, 26 ফেব্রুয়ারি : মানুষের প্রাণ বাঁচানোর মতো মহৎ উদ্দেশ্য নিয়ে বছর দু'য়েক আগে পাড়ি জমিয়েছিলেন ইউক্রেনে ৷ একদিন নিজেকেই যে এভাবে প্রাণভিক্ষার কাতর আর্জি জানাতে হবে, স্বপ্নেও ভাবেননি মালদার শুভ্রনীল দে ৷ 2020 থেকে ইউক্রেনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত খারকিভ অস্থায়ী ঠিকানা ডাক্তারি দ্বিতীয় বর্ষের এই পড়ুয়ার ৷ কিন্তু ছবির মতো সুন্দর শহরের আকাশ-বাতাস গত দু'দিনে বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷

ভয়ঙ্কর সব অভিজ্ঞতা ইউক্রেনের পশ্চিমের শহর থেকে শেয়ার করেছেন শুভ্রনীল ৷ প্রাণ বাঁচাতে ফ্ল্যাট ছেড়ে আগেই বাঙ্কারে নাম নথিভুক্ত করেছেন তিনি ৷ তবে মেট্রো স্টেশনের বাঙ্কারে পর্যাপ্ত খাবার, পানীয় কিছুই নেই তাঁদের কাছে ৷ মুহূর্তে-মুহূর্তে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে কতদূর লড়াই চালাতে পারবেন জানা নেই ৷ ইটিভি ভারতের মাধ্যমে তাই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আর্তি জানালেন শুভ্রনীল (Subhranil from Kharkiv appeals to the government) ৷

একমাত্র ছেলের চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছেন বাবা-মা৷ ছেলের প্রাণভিক্ষার আর্জি জানিয়ে দিগভ্রান্তের মতো এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছেন প্রিয়তোষ দে ঘুরে গিয়েছেন নবান্নেও ৷ প্রয়োজনীয় সমস্ত নথি জমা করে গিয়েছেন সেখানে ৷

খারকিভ থেকে শিউরে ওঠা অভিজ্ঞতা শোনালেন মালদার শুভ্র

আরও পড়ুন : Bengali Student in Ukraine : ইউক্রেনে ছেলে, বর্ধমানে বাড়িতে ভিডিয়ো কলে ফেরার বার্তা

ইউক্রেনের পশ্চিম প্রান্তের শহরগুলি থেকে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই ৷ বিকল্প পথে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি প্রভৃতি দেশের সীমান্ত দিয়ে ফেরানো হচ্ছে তাদের ৷ কিন্তু খারকিভ অবস্থিত ইউক্রেনের পূর্ব প্রান্তে ৷ সেদেশের ভারতীয় দূতাবাস খারকিভে থাকা পড়ুয়াদের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করে ওঠেনি। শুভ্রনীল বলছিলেন, "আমরা চাই ভারত সরকার আমাদেরও দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক ৷"

Last Updated : Feb 26, 2022, 6:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.