মালদা , 10 জুন : কয়েক লাখ টাকার চোরাই মোবাইল উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তের এক বাড়িতে হানা দিয়ে কয়েক লাখ টাকার চোরাই মোবাইল উদ্ধার করা হয় । এ ঘটনায় মোবাইল ফোন চুরি চক্রের এক পাণ্ডাকেও গ্রেপ্তার করা হয়েছে । ধৃতকে আজ জেলা আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷
লকডাউন যত এগোচ্ছে , ততই গোটা জেলায় দুষ্কৃতীদের কার্যকলাপ বাড়ছে ৷ সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে পাচারের আগে বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগার , নিষিদ্ধ কাফ সিরাপ সহ বিভিন্ন জিনিস ৷ একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে । এবার ইন্দো-বাংলাদেশ সীমান্তে চোরাই মোবাইল ফোন পাচারচক্রের সন্ধান পাওয়া গেল ৷ পুলিশের একাংশের অনুমান, লকডাউনে কাজ হারিয়ে অনেক মানুষ এমন বেআইনি পথে পা বাড়াতে শুরু করেছে ৷ সময় গড়ানোর সঙ্গে এমন ঘটনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে , গতকাল রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জের তদন্তকেন্দ্রের কর্মীরা স্থানীয় চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবক্সটোলায় হানা দেন ৷ ওই গ্রামের সাহিন আখতার নামে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন কম্পানির 32টি দামি স্মার্টফোন ৷ উদ্ধার হওয়া ফোনগুলির বাজারমূল্য কয়েক লাখ টাকা ৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয় শাহিন নামক এক চোরাকারবারীকে ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 413 ও 414 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ কালিয়াচক থানার পুলিশ ধৃতকে আজ জেলা আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে ৷