মালদা, 13 মার্চ: মালদার (Malda news) রতুয়া থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কোটি কোটি টাকার ইয়াবা (yaba tablet recovered) ৷ গ্রেফতার করা হয়েছে 5 জনকে ৷
মহানগরী-সহ গোটা রাজ্যের একাধিক জায়গায় আগ্নেয়াস্ত্র এবং মাদকের কারবার বৃদ্ধি পাচ্ছে (yaba tablet trafficking)। কিছুদিন আগে থেকেই গোপন সূত্রের খবর ছিল রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দাদের কাছে যে, মালদায় আগ্নেয়াস্ত্র এবং কোটি টাকার মাদক সরবরাহ হবে । সেই মতোই রাজ্য পুলিশের এসটিএফের (STF arrest) গোয়েন্দারা সাদা পোশাকে মালদার রতুয়া এলাকায় স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের নিয়ে ফাঁদ পেতেছিলেন । আর সেই জালেই ধরা পড়ল মোট পাঁচ জন ।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র-সহ কয়েক কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট । তাদের আজ মালদার চাঁচল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । পরে তাদের কলকাতায় ভবানী ভবনে এনেও জেরা করবেন তদন্তকারীরা ।
আরও পড়ুন: Yaba Tablet : জলপাইগুড়িতে ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার তিন পাচারকারী
সম্প্রতি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র এবং মাদকের কারবার বেড়েই চলেছে । সম্প্রতি প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে গ্রেফতার হন কলকাতার ড্রাগ ক্যুইন সাহিদা বিবি । এরপরেই রাজ্যের একাধিক জায়গায় বিশেষ নজরদারি চালাতে শুরু করেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।
![STF arrests 5 men at Malda, arms huge yaba tablet recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-stf-wbp-malda-cid-7209715_13032022103347_1303f_1647147827_253.jpg)
সূত্রের খবর, রতুয়া থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি ভিনরাজ্য থেকে এ রাজ্যে আনা হয়েছে । তবে কী কারণে, কাদের জন্য এই আগ্নেয়াস্ত্র এবং মাদক আনা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ । এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, তাও জানা প্রয়োজন তদন্তকারীদের । ফলে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করা প্রয়োজন বলে মনে করছে ভবানী ভবন ৷
আরও পড়ুন: ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন