মালদা, 1 ফেব্রুয়ারি : গুজরাটে কাজে গিয়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের (State Migrant Worker Dead in Surat) ৷ আজ সকালে তাঁর দেহ বাড়িতে আনা হয়েছে ৷ মৃত শ্রমিক শম্ভু মৌলিক বাড়ির চাঁচল 2নং ব্লকের হাটখোলার বাসিন্দা ৷ দু’মাস আগে সুরাটে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ আজ শম্ভু মৌলিকের দেহ তাঁর বাড়িতে ফিরলে সেখানে যান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ৷ তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷
মৃত শ্রমিক শম্ভু মৌলিক দীর্ঘদিন ধরেই শ্রমিকের কাজ করতেন ৷ কিন্তু, চাঁচলে কাজ না পেয়ে গত কয়েক বছর ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজে যাচ্ছিলেন তিনি ৷ তেমনি মাস দু’য়েক আগে গুজরাটের সুরাটে নির্মাণ শিল্পের কাজে যান ৷ জানা গিয়েছে, গত রবিবার সাইটে কাজ করার সময় বুকে ব্যাথা অনুভব করেন শম্ভু মৌলিক ৷ তিনি মাটিতে বসে পড়েছিলেন ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷
শম্ভু মৌলিকের বাড়িতে তাঁর মা, স্ত্রী এবং এক ছেলে রয়েছে ৷ ছেলে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্র ৷ তাঁর দাদা বিশু মৌলিক বলেন, “রবিবার কাজ করার সময় হঠাৎ নাকি বুকে ব্যথা হয়েছিল ৷ তখন ও বসে যায় ৷ সেই অবস্থায় ও নাকি পড়েও যায় ৷ তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয় ওকে ৷ কিন্তু, তার আগেই নাকি ভাইয়ের মৃত্যু হয়েছিল ৷ দু’মাস আগেই ও গুজরাটে শ্রমিকের কাজ করতে গিয়েছিল ৷ পরিবারে ও একাই উপার্জন করত ৷ ওর অবর্তমানে এখন সংসারটা কীভাবে চলবে সেটাই চিন্তার !”
আরও পড়ুন : Migrant Labour Death in Accident : ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের 4 পরিযায়ী শ্রমিক
মৃত শ্রমিকের দেহ বাড়িতে ফেরার পর সেখানে যান মালতিপুরের বিধায়ক ও মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি ৷ তিনি বলেন, “ভিনরাজ্যে কর্মরত অবস্থায় শম্ভু মৌলিকের মৃত্যু হয়েছে ৷ অত্যন্ত মর্মান্তিক ঘটনা ৷ আজ সকালে তাঁর মৃতদেহ ঘরে ফিরে এসেছে ৷ পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে ৷ আমরা এই পরিবারটির পাশে রয়েছি ৷ পরিবারটিকে সরকারি ও দলীয়ভাবে সমস্ত ধরনের সহযোগিতা করব ৷”