মালদা, 1 সেপ্টেম্বর: জেলাবাসীকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতাতে তৈরি জেলা ক্রীড়া সংস্থা (Stadium Colour Change on Football World Cup 2022) ৷ একই মাঠে বিভিন্ন দেশের জার্সির রংয়ে সাজিয়ে তোলা হল মালদার স্টেডিয়াম (Malda Stadium) ৷
অবশ্য এক্ষেত্রে ভারতীয় ফুটবলকেও ভুলে যাননি সংস্থার কর্মকর্তারা ৷ বাঙালির মোহনবাগান-ইস্টবেঙ্গলকেও তাঁরা বাঘা দেশগুলির সঙ্গে এক আসনে বসিয়েছেন ৷ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক (Secretary of District Sports Association) কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ বিষয়ে বলেন, "বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ৷ এরপর বরকত গণি খান চৌধুরী, সিদ্ধার্থশংকর রায়, সুভাষ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা এই স্টেডিয়ামের উন্নতিতে এগিয়ে এসেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবছর এই স্টেডিয়ামের উন্নয়নে প্রায় দু'কোটি টাকা দিয়েছেন ৷ সেই অর্থেই ডিএসএকে সাজিয়ে তোলা হচ্ছে ৷ ভালো একটি ইনডোর স্টেডিয়াম (Indoor Stadium) তৈরি হয়েছে ৷ দু'টি সুইমিং পুল সংস্কার করা হয়েছে ৷ 400 মিটারের একটি সিনথেটিক ট্র্যাক করা হচ্ছে ৷ জেলায় খেলার মান উন্নতি করার জন্যই এসব কাজ করা হচ্ছে ৷ আমরা তিরন্দাজি, ভলিবল ও অ্যাথলিটিকসে সোনা জিতেছি ৷ অন্য খেলাগুলোও যাতে পিছিয়ে না থাকে, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ৷"
আরও পড়ুন: 2026 ফিফা বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর 16টি শহরে
তিনি আরও বলেন, "কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে যাবে ৷ এই খেলা নিয়ে মানুষের উন্মাদনা কোন পর্যায়ে যে পৌঁছয়, তা সবার জানা ৷ সেই উন্মাদনাকে চাগিয়ে দিতে আমরা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের গ্যালারি বিভিন্ন দেশের জার্সির রঙে সাজিয়ে তুলছি ৷ অবশ্য তার মধ্যে বাঙালির প্রিয় মোহনবাগান-ইস্টবেঙ্গলের জার্সির রঙ থাকছে ৷ বিশ্বকাপ চলাকালীন আমরা মাঠে কয়েকটি বাছাই করা খেলা জায়ান্ট স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি ৷ দর্শকরা গ্যালারিতে বসেই সেই খেলা উপভোগ করতে পারবেন ৷"