ETV Bharat / state

Son of TMC Leader Posed with Gun: প্রকাশ্যে পিস্তল হাতে তৃণমূল নেতার ছেলে, ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল - পিস্তল হাতে তৃণমূল নেতার ছেলের ছবি ভাইরাল

ভোটের মুখে আগ্নেয়াস্ত্র হাতে পোজ তৃণমূল নেতার ছেলের ৷ সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই খোদ তৃণমূল নেতা বলছেন ষড়যন্ত্র হয়েছে ছেলের বিরুদ্ধে(TMC Leader Controversy)৷

Etv Bharat
প্রকাশ্যে পিস্তল হাতে তৃণমূল নেতার ছেলে
author img

By

Published : Nov 22, 2022, 8:22 AM IST

মালদা, 22 নভেম্বর: এক হাতে মোবাইল আর এক হাতে পিস্তল ৷ এভাবেই প্রকাশ্যে ক্যামেরায় পোজ দিচ্ছেন তৃণমূল নেতার ছেলে ৷ রাতের এই ছবিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল(Son of TMC Leader Posed with Gun Goes Viral in Social Media)৷ এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে চাঞ্চল্য পড়েছে রতুয়া জুড়ে ৷ যদিও ইটিভি ভারত সেই ছবির সত্যতা যাচাই করেনি ৷ তবে ওই নেতার দাবি, এসব ষড়যন্ত্র ৷ কেউ বা কারা ভুল বুঝিয়ে তাঁর ছেলের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে ভাইরাল করেছে ৷ ভোটের মুখে এই ঘটনায় অস্বস্তিতে ঘাসফুল শিবির ৷ তবে পুলিশ সূত্রে খবর এখনও নাকি ওই নেতার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি ৷

এর আগে বিভিন্ন সময় হাতে বন্দুক নিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন জেলা তৃণমূলের একাধিক নেতা-কর্মী ৷ এমনকি এক মহিলা নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভানেত্রীর হাতে পিস্তল নেওয়া ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল ৷ এবার মালদার রতুয়া(Ratua Block TMC) 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহা ওরফে ইদুলের ছেলে মহম্মদ ফারহাদের হাতে দেখা যাচ্ছে পিস্তল ৷ সেই ছবি ঘিরেই ভোটের মুখে শোরগোল পড়েছে এলাকায় ৷

পিস্তল নিয়ে ছবি তুললেন শাসক-নেতার ছেলে, তুঙ্গে তরজা

আরও পড়ুন : বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! অভিযোগ অস্বীকার

ওই ছবি যে তাঁদের দলের অঞ্চল সহ সভাপতির ছেলেরই, তা মেনে নিয়েছেন কাহালা অঞ্চল তৃণমূলের সভাপতি এন্তাজুল আলম ৷ তিনি বলেন, "আমরাও গ্রুপে ছবিটা দেখেছি ৷ ওই ছেলেটি আমাদের কাহালা অঞ্চল তৃণমূলের সহ সভাপতিরই ছেলে ৷ কিন্তু এই নিয়ে আমার কিছু বলার নেই ৷ যা করার পুলিশ প্রশাসন করবে ৷"

যদিও প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বদরুজ্জোহার বক্তব্য, "এসব চক্রান্ত ৷ কিছু লোক আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলের হাতে অস্ত্র তুলে দিয়ে সেই ছবি ভাইরাল করেছে ৷ বাচ্চা ছেলে, বয়স কম, এসব চক্রান্ত সে বুঝতে পারেনি ৷ তাই ওই অস্ত্র হাতে নিয়েছে ৷ এর পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে ৷ ওরা কোন দলের তা জানি না ৷ ওদের নামও বলতে পারব না ৷"

আরও পড়ুন : গুলি চালাচ্ছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা! দেখুন ভিডিয়ো

বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, "তৃণমূল এখন পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে ৷ তাদের কোনও জন সমর্থন নেই ৷ চারদিকে এদের চুরি চলছে ৷ তাই মানুষ থেকে এরা এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ সামনে পঞ্চায়েত ভোট ৷ এখন থেকেই মানুষকে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে ৷ সে কারণে মাঝেমধ্যেই কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে, কোথাও বা বোমা নিয়ে এরা সোশাল মিডিয়ায় ছবি আপলোড করছে ৷ মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করতেই তাদের এই কাজ ৷ কিন্তু মানুষ এটা হতে দেবে না ৷ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ৷"

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলছেন, "কেউ অপরাধ করলে দল তার পাশে থাকবে না ৷ এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তদন্তে যদি কিছু খুঁজে পাওয়া যায়, তবে পুলিশই ব্যবস্থা নেবে ৷ আমার কাছে খবর আছে, এই ঘটনার পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ কিন্তু সে পালিয়ে গিয়েছে ৷ বিরোধীরা কে কী বলছে, তা দেখে লাভ নেই ৷ আগে তারা দেখুক, রাজ্য সরকারের পুলিশ কাজ করছে কি না ৷"

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভিডিয়ো ভাইরাল, মগরাহাট থেকে গ্রেফতার অভিযুক্ত

মালদা, 22 নভেম্বর: এক হাতে মোবাইল আর এক হাতে পিস্তল ৷ এভাবেই প্রকাশ্যে ক্যামেরায় পোজ দিচ্ছেন তৃণমূল নেতার ছেলে ৷ রাতের এই ছবিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল(Son of TMC Leader Posed with Gun Goes Viral in Social Media)৷ এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে চাঞ্চল্য পড়েছে রতুয়া জুড়ে ৷ যদিও ইটিভি ভারত সেই ছবির সত্যতা যাচাই করেনি ৷ তবে ওই নেতার দাবি, এসব ষড়যন্ত্র ৷ কেউ বা কারা ভুল বুঝিয়ে তাঁর ছেলের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে ভাইরাল করেছে ৷ ভোটের মুখে এই ঘটনায় অস্বস্তিতে ঘাসফুল শিবির ৷ তবে পুলিশ সূত্রে খবর এখনও নাকি ওই নেতার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি ৷

এর আগে বিভিন্ন সময় হাতে বন্দুক নিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন জেলা তৃণমূলের একাধিক নেতা-কর্মী ৷ এমনকি এক মহিলা নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভানেত্রীর হাতে পিস্তল নেওয়া ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল ৷ এবার মালদার রতুয়া(Ratua Block TMC) 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহা ওরফে ইদুলের ছেলে মহম্মদ ফারহাদের হাতে দেখা যাচ্ছে পিস্তল ৷ সেই ছবি ঘিরেই ভোটের মুখে শোরগোল পড়েছে এলাকায় ৷

পিস্তল নিয়ে ছবি তুললেন শাসক-নেতার ছেলে, তুঙ্গে তরজা

আরও পড়ুন : বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! অভিযোগ অস্বীকার

ওই ছবি যে তাঁদের দলের অঞ্চল সহ সভাপতির ছেলেরই, তা মেনে নিয়েছেন কাহালা অঞ্চল তৃণমূলের সভাপতি এন্তাজুল আলম ৷ তিনি বলেন, "আমরাও গ্রুপে ছবিটা দেখেছি ৷ ওই ছেলেটি আমাদের কাহালা অঞ্চল তৃণমূলের সহ সভাপতিরই ছেলে ৷ কিন্তু এই নিয়ে আমার কিছু বলার নেই ৷ যা করার পুলিশ প্রশাসন করবে ৷"

যদিও প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বদরুজ্জোহার বক্তব্য, "এসব চক্রান্ত ৷ কিছু লোক আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলের হাতে অস্ত্র তুলে দিয়ে সেই ছবি ভাইরাল করেছে ৷ বাচ্চা ছেলে, বয়স কম, এসব চক্রান্ত সে বুঝতে পারেনি ৷ তাই ওই অস্ত্র হাতে নিয়েছে ৷ এর পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে ৷ ওরা কোন দলের তা জানি না ৷ ওদের নামও বলতে পারব না ৷"

আরও পড়ুন : গুলি চালাচ্ছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা! দেখুন ভিডিয়ো

বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, "তৃণমূল এখন পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে ৷ তাদের কোনও জন সমর্থন নেই ৷ চারদিকে এদের চুরি চলছে ৷ তাই মানুষ থেকে এরা এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ সামনে পঞ্চায়েত ভোট ৷ এখন থেকেই মানুষকে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে ৷ সে কারণে মাঝেমধ্যেই কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে, কোথাও বা বোমা নিয়ে এরা সোশাল মিডিয়ায় ছবি আপলোড করছে ৷ মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করতেই তাদের এই কাজ ৷ কিন্তু মানুষ এটা হতে দেবে না ৷ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ৷"

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলছেন, "কেউ অপরাধ করলে দল তার পাশে থাকবে না ৷ এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তদন্তে যদি কিছু খুঁজে পাওয়া যায়, তবে পুলিশই ব্যবস্থা নেবে ৷ আমার কাছে খবর আছে, এই ঘটনার পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ কিন্তু সে পালিয়ে গিয়েছে ৷ বিরোধীরা কে কী বলছে, তা দেখে লাভ নেই ৷ আগে তারা দেখুক, রাজ্য সরকারের পুলিশ কাজ করছে কি না ৷"

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভিডিয়ো ভাইরাল, মগরাহাট থেকে গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.