ETV Bharat / state

Smuggler Arrest in Malda: ফের গ্রেফতার মাদক পাচারকারী, বাজেয়াপ্ত এক কিলো ব্রাউন সুগার

আবারও মালদায় আটক বেআইনী মাদক পাচারাকারী ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কিলো ব্রাউন সুগার ৷ এখনও পর্যন্ত মালদার কালিয়াচকে দু‘কিলো 571 গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে সিআইডি ৷

Etv Bharat
গ্রেফতার মাদক পাচারকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 12:23 PM IST

মালদা, 15 সেপ্টেম্বর: উৎসবের মরশুম যত এগিয়ে আসছে, ততই মাদক পাচারকারীদের রমরমা বাড়ছে মালদায় ৷ বৃহস্পতিবার ভোরে মালদা ও উত্তর দিনাজপুরের সিআইডি শাখা কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তের শাহবাজপুর গ্রামের ভগবানটোলা এলাকায় অভিযান চালিয়ে এক কিলো ব্রাউন সুগার-সহ এক মাদক পাচারকরীকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম ভাস্কর মণ্ডল ওরফে ধর্মু ৷ বয়স 30 বছর ৷ ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ ৷ তদন্তের স্বার্থে বিচারক অভিযুক্তের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ধর্মুর বিরুদ্ধে এর আগে মাদক পাচারের কোনও অভিযোগ ছিল না ৷ সে মূলত ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত ৷ তবে সম্প্রতি তাঁর জীবনযাত্রায় গ্রামবাসীদের সন্দেহ তৈরি সৃষ্টি হয়েছিল ৷ গোপন সূত্রে সিআইডি জানতে পারে সে মাদক ব্যবসায় জড়িত ৷ সেই খবর পেয়েই সিআইডির মালদা ও উত্তর দিনাজপুর শাখা বৃহস্পতিবার ভোরে ধর্মুর বাড়িতে হানা দেয় ৷ বমাল-সহ গ্রেফতার করে তাকে ৷ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারদর প্রায় 17 লক্ষ টাকা ৷ এমনটাই খবর সিআইডি সূত্রে ৷

সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মালদার বেশ কিছু জায়গায় মাদক পাচারাকরীরা সক্রিয় হয়ে উঠেছে বলে তাঁদের কাছে খবর রয়েছে ৷ সেইমতো তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ৷ মাদক পাচারকারীদের রমরমা রুখতে এই অভিযান জারি থাকবে ৷ মালদা থেকে মাদক পাচার নির্মূল করাই তাঁদের লক্ষ্য ৷

আরও পড়ুন: মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

চলতি মাসে মাদক পাচার বন্ধ করতে একাধিকবার অভিযান চালিয়েছে সিআইডি ৷ তাতে সাফল্য মিলেছে ৷ বিগত সাতদিনে শুধুমাত্র কালিয়াচক এলাকা থেকেই 2 কিলো 571 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে সিআইডি ৷ গ্রেফতার করা হয়েছে মাদক চক্রের 5 পাচারকারীকে ৷

মালদা, 15 সেপ্টেম্বর: উৎসবের মরশুম যত এগিয়ে আসছে, ততই মাদক পাচারকারীদের রমরমা বাড়ছে মালদায় ৷ বৃহস্পতিবার ভোরে মালদা ও উত্তর দিনাজপুরের সিআইডি শাখা কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তের শাহবাজপুর গ্রামের ভগবানটোলা এলাকায় অভিযান চালিয়ে এক কিলো ব্রাউন সুগার-সহ এক মাদক পাচারকরীকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম ভাস্কর মণ্ডল ওরফে ধর্মু ৷ বয়স 30 বছর ৷ ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ ৷ তদন্তের স্বার্থে বিচারক অভিযুক্তের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ধর্মুর বিরুদ্ধে এর আগে মাদক পাচারের কোনও অভিযোগ ছিল না ৷ সে মূলত ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত ৷ তবে সম্প্রতি তাঁর জীবনযাত্রায় গ্রামবাসীদের সন্দেহ তৈরি সৃষ্টি হয়েছিল ৷ গোপন সূত্রে সিআইডি জানতে পারে সে মাদক ব্যবসায় জড়িত ৷ সেই খবর পেয়েই সিআইডির মালদা ও উত্তর দিনাজপুর শাখা বৃহস্পতিবার ভোরে ধর্মুর বাড়িতে হানা দেয় ৷ বমাল-সহ গ্রেফতার করে তাকে ৷ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারদর প্রায় 17 লক্ষ টাকা ৷ এমনটাই খবর সিআইডি সূত্রে ৷

সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মালদার বেশ কিছু জায়গায় মাদক পাচারাকরীরা সক্রিয় হয়ে উঠেছে বলে তাঁদের কাছে খবর রয়েছে ৷ সেইমতো তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ৷ মাদক পাচারকারীদের রমরমা রুখতে এই অভিযান জারি থাকবে ৷ মালদা থেকে মাদক পাচার নির্মূল করাই তাঁদের লক্ষ্য ৷

আরও পড়ুন: মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

চলতি মাসে মাদক পাচার বন্ধ করতে একাধিকবার অভিযান চালিয়েছে সিআইডি ৷ তাতে সাফল্য মিলেছে ৷ বিগত সাতদিনে শুধুমাত্র কালিয়াচক এলাকা থেকেই 2 কিলো 571 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে সিআইডি ৷ গ্রেফতার করা হয়েছে মাদক চক্রের 5 পাচারকারীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.