ETV Bharat / state

Panchayat Elections 2023: একই পরিবারের দুই জা'য়ের ভোটের লড়াইয়ে মেতে হরিশ্চন্দ্রপুর - দুই জা

জায়েদের সম্পর্ক নাকি হয় আদায় কাঁচকলায় ৷ লেগেই থাকে গৃহযুদ্ধ ৷ তবে এবার আর বাড়িতে নয়, ভোটের ময়দানে সম্মুখ সমরে দুই আপন জা ৷ আর সবচেয়ে মজার বিষয় হল তাঁদের নাম একই ৷

two sister in law from BJP TMC
দুই জা দুই দলের প্রার্থী
author img

By

Published : Jul 1, 2023, 10:00 PM IST

দুই জায়ের ভোটের লড়াইয়ে মেতে হরিশ্চন্দ্রপুর

মালদা, 1 জুলাই: দু'জনের নাম এক ৷ পরিবারও এক ৷ সম্পর্কে তাঁরা দুই জা ৷ সকাল হলে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন দু'জনেই ৷ এরপর ভোটের প্রচারে একে অন্যের দিকে তিরের পর তির ছুড়ছেন ৷ রাতে বাড়ি ফিরে দু'জনেই বসে পড়ছেন সাংসারিক গল্পের আসরে ৷ হয়তো তখন একে অন্যের উদ্দেশ্যে বলেও ফেলছেন, প্রচারে যেন বেশি তোপ দাগা না-হয় ৷ যাই হোক না-কেন, এবার দুই জায়ের ভোটের লড়াই তারিয়ে উপভোগ করছেন ভালুকা এলাকার বাসিন্দারা ৷

হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী পুতুল ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তাঁরই বড় জা পুতুল যাদবকে (বিয়ের আগের পদবিই ব্যবহার করেন) ৷ তাঁদের এই ভোটের লড়াই এবার ভালুকা অঞ্চলের ফতেপুর গ্রামের চর্চার বিষয় ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় সড়গড় নন কোনও পুতুলই ৷ বিজেপি প্রার্থী পুতুলের বক্তব্য, ভোটের প্রচার সারছেন ৷ এই বুথের মধ্যে যত বাড়ি রয়েছে, সব বাড়িতে যাচ্ছেন তিনি ৷ মানুষের ভীষণ ভালো সাড়া পাচ্ছেন ৷ তারা প্রকাশ্যেই জানাচ্ছে, তাঁকে ভোট দেবে ৷ তিনি বলেন, "আমি মানুষের কাছে শাসকদলের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরছি ৷ গরিব মানুষের জন্য মোদিজি কত প্রকল্প নিয়েছেন, কীভাবে তিনি মানুষের উপকার করছেন, সেসবও বলছি ৷ আমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আমারই জা ৷ তবে ভোটের লড়াই আমাদের পরিবারে ঢোকেনি, ঢুকবেও না ৷"

এ দিকে বড় জা তৃণমূল প্রার্থী পুতুল যাদব ক্যামেরার সামনে খুব আড়ষ্ট ৷ কোনওরকমে বললেন, "প্রচার চালিয়ে যাচ্ছি ৷ ফতেপুর গ্রামের বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছি ৷ মানুষের ভালো সাড়াও পাচ্ছি ৷ মানুষকে দিদির উন্নয়নের কথা জানাচ্ছি ৷ স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধুর কথা বলছি ৷ 90 শতাংশ নিশ্চিত, আমিই জিতব ৷ আমার বিরুদ্ধে আমারই জা পুতুল ঘোষ বিজেপি প্রার্থী ৷ তবে এই লড়াই শুধুই ভোটের ময়দানে ৷ আমাদের বন্ধুত্বের লড়াই চলছে ৷"

আরও পড়ুন: একজনের প্রচারে দিদি, আরেক জনের মুখে মোদি ! শালবনিতে প্রার্থী দুই জায়ের জোর টক্কর

ফতেপুর গ্রামের দুই পুতুলের একান্নবর্তী পরিবার ৷ তাঁদের স্বামী দুধ ব্যবসায়ী ৷ একসঙ্গেই দুই ভাইয়ের ব্যবসা চলে ৷ গোটা পরিবার বিজেপি সমর্থক হলেও পুতুল যাদব কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার তাঁকেই জা'য়ের বিরুদ্ধে প্রার্থী করে দিয়েছে তৃণমূলের থিংক ট্যাংক ৷ ভোটের ফল প্রকাশের পর দুই জা'য়ের সম্পর্ক কেমন থাকে, তা অপেক্ষাতেই এখন এলাকাবাসী ৷

দুই জায়ের ভোটের লড়াইয়ে মেতে হরিশ্চন্দ্রপুর

মালদা, 1 জুলাই: দু'জনের নাম এক ৷ পরিবারও এক ৷ সম্পর্কে তাঁরা দুই জা ৷ সকাল হলে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন দু'জনেই ৷ এরপর ভোটের প্রচারে একে অন্যের দিকে তিরের পর তির ছুড়ছেন ৷ রাতে বাড়ি ফিরে দু'জনেই বসে পড়ছেন সাংসারিক গল্পের আসরে ৷ হয়তো তখন একে অন্যের উদ্দেশ্যে বলেও ফেলছেন, প্রচারে যেন বেশি তোপ দাগা না-হয় ৷ যাই হোক না-কেন, এবার দুই জায়ের ভোটের লড়াই তারিয়ে উপভোগ করছেন ভালুকা এলাকার বাসিন্দারা ৷

হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী পুতুল ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তাঁরই বড় জা পুতুল যাদবকে (বিয়ের আগের পদবিই ব্যবহার করেন) ৷ তাঁদের এই ভোটের লড়াই এবার ভালুকা অঞ্চলের ফতেপুর গ্রামের চর্চার বিষয় ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় সড়গড় নন কোনও পুতুলই ৷ বিজেপি প্রার্থী পুতুলের বক্তব্য, ভোটের প্রচার সারছেন ৷ এই বুথের মধ্যে যত বাড়ি রয়েছে, সব বাড়িতে যাচ্ছেন তিনি ৷ মানুষের ভীষণ ভালো সাড়া পাচ্ছেন ৷ তারা প্রকাশ্যেই জানাচ্ছে, তাঁকে ভোট দেবে ৷ তিনি বলেন, "আমি মানুষের কাছে শাসকদলের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরছি ৷ গরিব মানুষের জন্য মোদিজি কত প্রকল্প নিয়েছেন, কীভাবে তিনি মানুষের উপকার করছেন, সেসবও বলছি ৷ আমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আমারই জা ৷ তবে ভোটের লড়াই আমাদের পরিবারে ঢোকেনি, ঢুকবেও না ৷"

এ দিকে বড় জা তৃণমূল প্রার্থী পুতুল যাদব ক্যামেরার সামনে খুব আড়ষ্ট ৷ কোনওরকমে বললেন, "প্রচার চালিয়ে যাচ্ছি ৷ ফতেপুর গ্রামের বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছি ৷ মানুষের ভালো সাড়াও পাচ্ছি ৷ মানুষকে দিদির উন্নয়নের কথা জানাচ্ছি ৷ স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধুর কথা বলছি ৷ 90 শতাংশ নিশ্চিত, আমিই জিতব ৷ আমার বিরুদ্ধে আমারই জা পুতুল ঘোষ বিজেপি প্রার্থী ৷ তবে এই লড়াই শুধুই ভোটের ময়দানে ৷ আমাদের বন্ধুত্বের লড়াই চলছে ৷"

আরও পড়ুন: একজনের প্রচারে দিদি, আরেক জনের মুখে মোদি ! শালবনিতে প্রার্থী দুই জায়ের জোর টক্কর

ফতেপুর গ্রামের দুই পুতুলের একান্নবর্তী পরিবার ৷ তাঁদের স্বামী দুধ ব্যবসায়ী ৷ একসঙ্গেই দুই ভাইয়ের ব্যবসা চলে ৷ গোটা পরিবার বিজেপি সমর্থক হলেও পুতুল যাদব কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার তাঁকেই জা'য়ের বিরুদ্ধে প্রার্থী করে দিয়েছে তৃণমূলের থিংক ট্যাংক ৷ ভোটের ফল প্রকাশের পর দুই জা'য়ের সম্পর্ক কেমন থাকে, তা অপেক্ষাতেই এখন এলাকাবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.