মালদা, 18 এপ্রিল : "পশ্চিমবঙ্গে প্রতিবারই কেন্দ্রীয় বাহিনী আসে। কিন্তু তাদের বসিয়ে রাখা হয়। সাংবাদিকরা প্রতিবারই মার খায়, আহত হয়। মানুষ প্রতিবারই বোকা হয়। অনেক বছর ধরে এরকম চলছে। এবার মানুষ নিজেরাই সেটা বুঝেছে।" আজ সন্ধেয় মালদায় প্রচারে বেরিয়ে রোড শো করার সময় এই মন্তব্য করলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি।
আজ বিকেলে মালদা শহর দেখেছে মমতা ব্যানার্জির রোড শো। তিনি হোটেলে ফেরার কিছুক্ষণ পরেই রোড শো করা হয় BJP- র তরফে। দক্ষিণ মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে নিয়ে রোড শো করেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি। উপস্থিত ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। শহরের ফোয়ারা মোড়ে তৃণমূলের রোড শো প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রূপা বলেন, "ওদের প্রচারে এখন লোকজন কমে গেছে। সেটা বোঝা যাচ্ছে। আগে যারা ওদের সঙ্গে প্রচার করতেন, এখন তারা ওদের বিশ্বাস করেন না। আজ আমরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করছি। আমাদের লোকের সাথে জনসম্পর্ক হচ্ছে।"
বাংলাদেশি ফিরদৌসকে এদেশে কি মুসলিম ভোট একত্রিত করতেই প্রচারে এনেছেন? এবিষয়ে রূপার মত জানতে চাইলে তিনি বলেন, "উনি কি ভেবে কি করেন সেটা জানতে চাই না। উনি যদি মনে করেছেন এখানে হিন্দু-মুসলিম ভাগ করবেন। এটা পশ্চিমবঙ্গ। উনি ভোটের খেলা, রাজনীতির খেলা খেলছেন।"