ETV Bharat / state

মমতা ব্যানার্জির পর মালদায় রোড শো রূপার

আজ সন্ধেয় মালদায় রোড শো করেন রূপা। নাম না করে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে।

BJP নেত্রী রূপা গাঙ্গুলি
author img

By

Published : Apr 18, 2019, 10:06 PM IST

মালদা, 18 এপ্রিল : "পশ্চিমবঙ্গে প্রতিবারই কেন্দ্রীয় বাহিনী আসে। কিন্তু তাদের বসিয়ে রাখা হয়। সাংবাদিকরা প্রতিবারই মার খায়, আহত হয়। মানুষ প্রতিবারই বোকা হয়। অনেক বছর ধরে এরকম চলছে। এবার মানুষ নিজেরাই সেটা বুঝেছে।" আজ সন্ধেয় মালদায় প্রচারে বেরিয়ে রোড শো করার সময় এই মন্তব্য করলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি।

আজ বিকেলে মালদা শহর দেখেছে মমতা ব্যানার্জির রোড শো। তিনি হোটেলে ফেরার কিছুক্ষণ পরেই রোড শো করা হয় BJP- র তরফে। দক্ষিণ মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে নিয়ে রোড শো করেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি। উপস্থিত ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। শহরের ফোয়ারা মোড়ে তৃণমূলের রোড শো প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রূপা বলেন, "ওদের প্রচারে এখন লোকজন কমে গেছে। সেটা বোঝা যাচ্ছে। আগে যারা ওদের সঙ্গে প্রচার করতেন, এখন তারা ওদের বিশ্বাস করেন না। আজ আমরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করছি। আমাদের লোকের সাথে জনসম্পর্ক হচ্ছে।"

দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে নিয়ে রোড শো করেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি।

বাংলাদেশি ফিরদৌসকে এদেশে কি মুসলিম ভোট একত্রিত করতেই প্রচারে এনেছেন? এবিষয়ে রূপার মত জানতে চাইলে তিনি বলেন, "উনি কি ভেবে কি করেন সেটা জানতে চাই না। উনি যদি মনে করেছেন এখানে হিন্দু-মুসলিম ভাগ করবেন। এটা পশ্চিমবঙ্গ। উনি ভোটের খেলা, রাজনীতির খেলা খেলছেন।"

মালদা, 18 এপ্রিল : "পশ্চিমবঙ্গে প্রতিবারই কেন্দ্রীয় বাহিনী আসে। কিন্তু তাদের বসিয়ে রাখা হয়। সাংবাদিকরা প্রতিবারই মার খায়, আহত হয়। মানুষ প্রতিবারই বোকা হয়। অনেক বছর ধরে এরকম চলছে। এবার মানুষ নিজেরাই সেটা বুঝেছে।" আজ সন্ধেয় মালদায় প্রচারে বেরিয়ে রোড শো করার সময় এই মন্তব্য করলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি।

আজ বিকেলে মালদা শহর দেখেছে মমতা ব্যানার্জির রোড শো। তিনি হোটেলে ফেরার কিছুক্ষণ পরেই রোড শো করা হয় BJP- র তরফে। দক্ষিণ মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে নিয়ে রোড শো করেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি। উপস্থিত ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। শহরের ফোয়ারা মোড়ে তৃণমূলের রোড শো প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রূপা বলেন, "ওদের প্রচারে এখন লোকজন কমে গেছে। সেটা বোঝা যাচ্ছে। আগে যারা ওদের সঙ্গে প্রচার করতেন, এখন তারা ওদের বিশ্বাস করেন না। আজ আমরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করছি। আমাদের লোকের সাথে জনসম্পর্ক হচ্ছে।"

দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে নিয়ে রোড শো করেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি।

বাংলাদেশি ফিরদৌসকে এদেশে কি মুসলিম ভোট একত্রিত করতেই প্রচারে এনেছেন? এবিষয়ে রূপার মত জানতে চাইলে তিনি বলেন, "উনি কি ভেবে কি করেন সেটা জানতে চাই না। উনি যদি মনে করেছেন এখানে হিন্দু-মুসলিম ভাগ করবেন। এটা পশ্চিমবঙ্গ। উনি ভোটের খেলা, রাজনীতির খেলা খেলছেন।"

Intro:মালদা, ১৮ এপ্রিল : "পশ্চিমবঙ্গে প্রতিবারই কেন্দ্রীয়বাহিনী আসে৷ তাদের বসিয়ে রাখা হয়৷ সাংবাদিকরা প্রতিবারই মার খায়৷ আহত হয়৷ পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবারই বোকা হয়েছে৷ অনেক বছর ধরে এটা চলেছে৷ এবার মানুষ নিজেরাই এটা বুঝতে পেরে গেছে৷" আজ সন্ধেয় মালদা শহরে রোড শো করার সময় এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি৷Body:আজ বিকেলে মালদা শহর দেখেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো৷ তিনি হোটেলে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই দক্ষিণ মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে নিয়ে শহরের রাস্তায় রোড শো করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি৷ সঙ্গে ছিলেন দলের নেতা-কর্মীরা৷ শহরের ফোয়ারা মোড়ে রূপা তৃণমূলনেত্রীর রোড শো প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, "ওনাদের প্রচারে এখন লোকজন কমে গেছে৷ সেটা বোঝা যাচ্ছে৷ আগে যাঁরা ওনাদের সঙ্গে প্রচার করতেন, এখন তাঁরা ওনাদের বিশ্বাস করেন না৷ আজ আমরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করছি৷ বাংলাদেশি ফিরদৌসকে ওনারা কী ভেবে প্রচারে এনেছিলেন জানি না৷" এরপরেই রূপা কেন্দ্রীয়বাহিনী এবং আজ চোপড়ায় সাংবাদিক নিগ্রহ নিয়ে মন্তব্য করেন৷Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.